My Diary Game

in Steem Bangladesh2 years ago (edited)

23-08-22
Tuesday


Greeting



আসসালামুয়ালাইকুম
কেমন আছেন সবাই?আশা করছি মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি


My Diary Game


রাতে ঝুম বৃষ্টি ।শহর থমকে গিয়েছে।বাইরে টু শব্দটি পর্যন্ত নেই।ঘুমোতে লেইট হয়ে যায়।জানালা দিয়ে হাত বের করে মধ্যরাতে বৃষ্টিকে ছুঁয়ে দেখা।জীবন সত্যিই সুন্দর।বাসায় যাবো আর কয়দিন পরেই কেমন যেনো আনন্দ হৃদয়ে দোল দিয়ে যাচ্ছে।বাইরে বৃষ্টি আর মনে কতো শত স্বপ্নের লুকোচুরি।টিক টিক ঘড়ির কাঁটা বয়ে চলেছে আপন মনে।মধ্যরাত পেরিয়ে গেলো তবুও আমার নেত্রপল্লব নির্ঘুম।নাহ্! আর কোনো ভাবনা নয়।ঘুমোতে হবে।সব ভাবা বাদ দিয়ে মনকে স্থির করার মিথ্যা প্রচেষ্টা।এপাশ-ওপাশ করতে তিনটার কাঁটা ছুঁই ছুঁই!

B612_20220823_181147_725.jpg

•Q948+VP Dhaka

B612_20220823_181115_016.jpg

•Q948+VP Dhaka

তন্দ্রাচ্ছন্ন চোখজোড়া আর পারছেনা।কখন যেনো বিভোর ঘুমে কাতর হয়ে গেলাম বুঝতেই পারিনি।সকালে আচমকা ঘুম ভেঙ্গে যায়।কি ভেবে তড়িঘড়ি করে সময়ের দিকে নজর দেই আগে।কেনো যেনো মনে হয়েছিলো সকাল পেরিয়ে হয়তো দুপুর চলে এসেছে।কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমার ভুল ভাঙ্গে। কারণ ঘড়িতে সময় 8.40।তবে আমার এমন ভাবনার কারণ খুঁজে পাইনি।যাইহোক,ওতোশত ভেবে আমার কোনো কাজ নেই।বিছানা ত্যাগ করবো ভাবছি তখন ই বান্দবীর ফোন কল।

B612_20220823_181312_961.jpg

B612_20220823_181224_631.jpg

•Q948+VP Dhaka

তার সাথে ভালোমন্দ কথা সেরে নেই।কথা শেষে রুম পরিপাটি করে গুছিয়ে স্নানের জন্য রেডি করে ফেলি নিজেকে।স্নান সেড়ে রুমে ফিরে এসে কি নাস্তা করবো তার ভাবনা ভাবি।কিছু ভেবে না পেয়ে রুটি আর সবজী দিয়ে আজকের মতো কাজ সেরে নেই।নাস্তা করে নিজ কর্মে মনোনিবেশ করি।এর মাঝে মাঝে আবার সোশ্যাল মিডিয়াতেও ঢুঁ দেই একটু আধটু করে সময়ের ফাঁক পেলেই।দুপুরের খানা রেডি করি।আজকে মুরগী ভুনা ,সবজী এবং ডাল ছিলো দুপুরের আয়োজন।আজকের মুরগী ভুনাটি আমার ভাবীর হাতের রান্নার মতো মনে হলো।খেতে সত্যিই অনেক টেস্ট হয়েছে আজকের খাবার টি।খানা-পিনা শেষে শরীর বলছে একটু রেস্ট নাও বাপু।আমিও শরীর মহাশয়ের ডাকে সাড়া দিয়ে তাই ই করলাম।খানিক বাদে উঠে ফ্রেশ হয়ে আমড়া ছিলে নেই খাবো বলে।
এই ফলটিও বেশ মজার।

Gallery_1661176488124.jpg

Screenshot_2022-08-23-18-15-13-77_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg
•Q948+VP Dhaka

Screenshot_2022-08-23-18-14-55-47_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg
•Q948+VP Dhaka

স্ক্রিনশর্ট হতে


আমি আবার একটু আধো পাকা টাইপ হয়েছে এমন আমড়া ফল খেতে বেশ পছন্দ করি।খাওয়া শেষে সন্ধ্যা ঘনিয়ে এলে কিছুক্ষণ বাদে বাসার নিচে নামি।একটি কনফেকশনারিতে যাই কিছু শুকনো খাবার কিনতে।খাবার কিনে বাসায় ব্যাক করি।ফ্রেশ হয়ে তাহসানের একটি গান শুনি।উঁনার বেশ কিছু গান রয়েছে যা আমার অনেক পছন্দের।কেবল সঙ্গীত ই নয় উঁনার পার্সোনালিটি,শিক্ষা,অভিনয় সব কিছু আমায় দারুনভাবে মুগ্ধ করে তোলে।

ধন্যবাদ,মনোযোগ দিয়ে পড়ার জন্য

Sort:  
 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub100 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
Delegation


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

এটা যে আমড়ার ছবি সেটা বুঝতে সময় লাগলো বেশ কিছুক্ষণ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.031
BTC 81902.55
ETH 3151.58
USDT 1.00
SBD 2.83