Steem Bangladesh Contest-Technology

in Steem Bangladesh2 years ago (edited)

13 মার্চ,2022
বুধবার

আসসালামুয়ালাইকুম
কেমন আছেন সবাই?আশা করছি মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি


আজ @steem-bangladesh কমিউনিটিতে আয়োজিত Technology প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।আজ আমি 5G Technology সম্পর্কে তুলে ধরার ট্রাই করবো।


5জি টেকনোলজি


cell-tower-5390644_640.jpg

Source

5G কী?

5জি বলতে আমরা বুঝি 'পঞ্চম জেনারেশন'। 5জি হলো মোবাইল নেটওয়ার্কের পঞ্চম প্রজন্ম। 1G, 2G থেকে শুরু হওয়া এই ডিজিটাল নেটওয়ার্ক সিস্টেম সূচনা আধুনিক হয়ে 3G পেরিয়ে 4G হয়ে যায়।যার ফলস্রুতিতে আমরা 5G জমানায়।এই 5G পরিসেবার মাধ্যমে আমরা যে কোনও HD সিনেমা মাত্র 3 সেকেন্ডের মধ্যে ডাউনলোড করতে পারছি।একই সময় একসাথে বহু ডিভাইসকে যুক্ত করা যাচ্ছে এই প্রযুক্তির মাধ্যমে। বিশষজ্ঞরা বলছেন, ৫জি পরিষেবায় দূরে থেকেই চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পারবেন ডাক্তাররা।

5G নেটওয়ার্ক

the-internet-4899254_640.webp

Source

3জি স্পিডের চেয়ে যেমন 4 জি স্পিড বেশি ঠিক তেমনি 5G নেটওয়ার্কের স্পিড, 4G নেটওয়ার্কের স্পিডের থেকে প্রায় 100 গুণ বেশি হয়।এটি পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি আল্ট্রা লো ল্যাটেন্সি এবং মাল্টি-জিবিপিএস ডেটার গতি সরবরাহ করতে সক্ষম।5জি ইন্টারনেটের স্পিড অত্যন্ত দুরন্ত।আপনারা জেনে খুশি হবেন যে এই ওয়ারলেস নেটওয়ার্কের মাধ্যমে একসাথে বহু ডিভাইসকে যোগ করা যাচ্ছে। অনেক দ্রুত গতিতে বড় বড় ফাইল ও ভিডিও ট্রান্সফার করা যাচ্ছে খুব সহজেই।

বাংলাদেশে 5জি শুরু

network-4892118_640.jpg

Source

আমাদের বিজয়ের মাস হলো ডিসেম্বর মাস।এই বিজয়ের মাসেই আমরা 5জি তে পপদার্পন করেছি।২০২১ সালের 12 ডিসেম্বর থেকে বাংলাদেশ ফাইভ-জি নেটওয়ার্কের আওতায় এসেছে। বিজয়ের মাস, স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের জন্য এটি একটি বিরাট অর্জন। এখন পর্যন্ত পৃথিবীর ছয়-সাতটি দেশ এ প্রযুক্তির আওতায় এসেছে।

5জি টেকনোলজি উৎপত্তি

5জি টেকনোলজি মোট ৫ টি প্রযুক্তি থেকে উৎপত্তি লাভ করেছে।যথা:

  1. মিলিমিটার ওয়েভ
  2. স্পিড সেল
  3. ম্যাক্সিমাম মিমো
  4. বিমফর্মিং এবং
  5. ফুল ডুপ্লেক্স

তবে চলুন এদের ৫ টি প্রযুক্তি নিয়ে সংক্ষিপ্ত আকারে জেনে নেয়া যাক

মিলিমিটার ওয়েভ 5G

মিলিমিটার ওয়েভ 5জি প্রচুর ডেটা অর্জন করে থাকে, যা প্রতি সেকেন্ডে 1GB গতিতে ডেটা স্থানান্তর করা সম্ভব করে। এই প্রযুক্তিটি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ভেরিজন এবং AT&T-র মতো টেলিকম অপারেটররা ব্যবহার করছেন।আমরা মোবাইল কল করার সময় বা ইন্টারনেট ব্যবহার করার সময় মোবাইল তরঙ্গ মাধ্যম ব্যবহার করে থাকে। যখন একসঙ্গে অনেকে ইন্টারনেট ব্যবহার করে থাকি তখন সিগনাল ড্রপ হয়ে যায় বা স্লো হঢে যায়।তাই বিশেষজ্ঞরা চেষ্টা করছেন এই তরঙ্গের দৈর্ঘ্য যাতে করে আরও বাড়ানো যায় বা সম্ভব হয়।

স্পিড সেল

আমরা যে ৫ জি প্রযুক্তি পেয়েছি তার দ্বিতীয় বেস টি হলো স্পিড সেল। মিলিমিটার-ওয়েভের সমস্যা যেখান থেকে শুরু হয়, সেখান থেকেই শুরু হয়ে স্পিড সেলের কাজ।অনেক হাই ওয়েভের মিলিমিটার তরঙ্গ কোনও বাধা অতিক্রম করতে পারে না। যেহেতু mm তরঙ্গ বাধাগুলিতে কাজ করতে পারে না, তাই সেইন সেল টাওয়ার থেকে সিগনাল রিলে নেয়ার জন্য পুরো অঞ্চল জুড়ে প্রচুর পরিমাণে মিনি সেল টাওয়ার স্থাপন করা হয়ে থাকে। এই টাওয়ারগুলির মাধ্যমে দূরত্বটা এতটাই কম হয়ে যে একটি টাওয়ারে সিগনালের যদি কোন সমস্যা হলে তাহলে অন্য টাওয়ারের মাধ্যমে সিগনাল চলে আসবে বা সিগনাল পেয়ে যাবে।

ম্যাক্সিমাম মিমো

স্পিড সেলের পরবর্তী 5G প্রযুক্তির ভিত্তি হলো সর্বাধিক MIMO, অর্থাৎ মাল্টিপল ইনপুট এবং মাল্টিপল আউটপুট প্রযুক্তি। এই প্রযুক্তির ব্যবহার করেি ট্র্যাফিক পরিচালনা করার জন্য বড় সেল টাওয়ার ব্যবহার করা হয়ে থাকে।4G নেটওয়ার্ক সরবরাহকারী একটি নিয়মিত সেল টাওয়ারে 12টি অ্যান্টেনা আসে যা সেই অঞ্চলে সেলুলার ট্র্যাফিক পরিচালনা করে।MIMO 100 অ্যান্টেনাকে একসাথে সমর্থন করার কারণে বেশি ট্র্যাফিক থাকাকালীন টাওয়ারের ক্ষমতা বাড়িয়ে তোলে। এই প্রযুক্তিটির সাহায্যে এটি সহজে ৫জি সংকেত সরবরাহ করতে সহায়তা করে।

বিমফর্মিং

বিমফর্মিং হলো উচ্চতর স্পিডের টাওয়ারে সুইচ করতে পারা প্রযুক্তি।অর্থাৎ বিমফর্মিং এমন একটি প্রযুক্তি যা নিয়মিতভাবে একাধিক সোর্স কে নজরদারি করতে পারে এবং যখন একটি সিগনাল ব্লক থাকে তখন অন্য শক্তিশালী এবং উচ্চতর স্পিডের টাওয়ারে স্যুইচ করতে পারে। এটি চায় যে নির্দিষ্ট ডেটা কেবল একটি নির্দিষ্ট দিকে যাক। যার কারণেই একটা নির্দিষ্ট সংখ্যক গ্রাহকের কাছে উচ্চগতির ইন্টারনেট পরিষেবা পৌঁছে যাবে।

ফুল ডুপ্লেক্স

এই ফুল ডুপ্লেক্স মাধ্যম টি হলো এমন একটি প্রযুক্তি যা একই ফ্রিকোয়েন্সি ব্যান্ডে একই সাথে ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে সাহায্য করে থাকে। এই প্রযুক্তি ল্যান্ডলাইন টেলিফোন এবং শর্ট-ওয়েভ রেডিওতে ব্যবহৃত হয়ে থাকে। এটি সাধারণত দ্বিমুখী রাস্তার মতো হয়ে থাকে, যা উভয় দিক থেকে একই ট্র্যাফিক প্রেরণ করে।

উপরিউক্ত ৫ টি প্রযুক্তির মাধ্যমে আমরা পেয়েছি আমাদের আধুনিক 5জি টেকনোলজিকে।যা আমাদের যোগাযোগ & কর্মব্যবস্ততাকে পূর্বের তুলনায় সহজ করে দিয়েছে বহুগুণে।

I would like to mention @gormogon and @atoa to participate this contest.

Thank you

Sort:  
 2 years ago 

টেকনোলজি নিয়ে অনেক সুন্দর পোস্ট করেছেন আপু আপনি। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

Thank you so much vaia.

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75NO
#club100YES
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @sohanurrahman

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

ব্রো এখন ৫জি গতির পোস্ট করে। অনেক তথ্যপূর্ণ ছিল পোস্টটি।

 2 years ago 

Hahaha...
Thank you bro..

 2 years ago (edited)

অনেক সুন্দর একটি টেকনোলজি আমাদের সামনে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার পোস্টটি পড়ে অনেক কিছু ধারনা পেলাম। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মহামূল্যবান সময় এবং তথ্য গুলো আমাদের সামনে উপস্থাপন করার জন্য ।

সর্বশেষে আমি একটি বাপ্পারাজের ডায়লগ দিয়ে যাইঃ- না, না, না, আমি বিশ্বাস করিনা😄আমি বিশ্বাস করিনা। অনেক কষ্ট লাগে বলতে, আমাদের বাংলাদেশ ৫জি নেটওয়ার্ক আসার পরেও আমাকে কেনো কেনো নিজের বাড়ি থাকতেও বাহিরে ফোন চালাতে হয়। কেন মাঝ পাতারে সিগন্যাল এর অপেক্ষায় থাকতে হয়।

আমার এই শয়তানি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপু

 2 years ago 

হা হা হা!

আমিও বাপ্পারাজের মতোই বলতে চাই 'আমি বিশ্বাস করিনা'।

ঢাকা শহরের বিল্ডিংগুলোতে 4তলা 5 তলায় কিংবা গ্রাউন্ড ফ্লোরে নেট সিগ্নাল প্রব্লেম।সো,গ্রামের কথা আর নাই বা বলি।

 2 years ago 

গ্রাম মানে আপু গরুর গাড়ি😄

 2 years ago 

আপনি আমাদের সাথে অনেক সুন্দর একটি টেকনোলজি তুলে ধরেছেন ফাইভ-জি নেটওয়ার্ক যেটা আমাদের দেশকে আরো উন্নত দিকে নিয়ে যাবে যা আমাদের দেশের জন্য এবং আমাদের জন্য খুবই উপকারী। ফাইভ-জি নেটওয়ার্ক ব্যবহার হলে দেশের বিভিন্ন স্থান থেকে নেটওয়ার্ক সার্ভিস খুব ভালো পাওয়া যাবে এতে করে আমাদের সুযোগ সুবিধা আরো বৃদ্ধি পাবে । এত সুন্দর পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ফাইভ জি নিয়ে অনেক ভালো লিখেছেন,অনেক কিছু জানতে পারলাম।

 2 years ago 

Thank a bunch vaia.

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 64210.52
ETH 2627.33
USDT 1.00
SBD 2.76