Steem Bangladesh Contest : Science

in Steem Bangladesh2 years ago (edited)

আসসালামুয়ালাইকুম

কেমন আছেন সবাই?আশা করছি মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজ আমি @steem-bangladesh কমিউনিটিতে আয়োজিত সাইন্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।

আমাদের দৈনন্দিন জীবনের সূচনা মানেই বিজ্ঞান।সর্বক্ষেত্রে এর অবদান ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।তো,আজকে আমি কৃষিক্ষেত্রে বিজ্ঞানের অবদান তুলে ধরার ট্রাই করবো।


Science in agriculture/কৃষিকাজে বিজ্ঞান


farm-6625453_640.jpg

Source

বর্তমান সভ্যতা মানেই বিজ্ঞানের সভ্যতা।বিজ্ঞানের নতুন সব আবিষ্কারের জাদুকরী স্পর্শে মানবজীবন আজ উন্নতির দ্বারে এবং অকল্পনীয় পরিবর্তন এসেছে আমাদের মাঝে।সর্বক্ষেত্রে আজ পরিলক্ষিত হচ্ছে বিজ্ঞানের অব্যাহত জয়যাত্রা।বিশ্বে বিজ্ঞানের পরিশ্রমের ফলে কৃষিক্ষেত্রেও এসেছে এর বৈপ্লবিক পরিবর্তন।কৃষিনির্ভর একটি দেশ হিসেবে এই পরিবর্তন আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি।

কৃষির আদি সূচনা

কৃষিই আমাদের মানব সভ্যতার আদিমতম পেশা।এটি অস্মীকার করার কোনো কারণ নেই।তবে অতীতে কৃষি ব্যবস্থা বলতে তেমন কিছুই ছিল না।জীবনধারণের তাগিদে আদিম অধিবাসীরা গাছের ফল-মূল সংগ্রহ করত এবং মাছ ও জন্তু-জানােয়ার শিকার করে জীবিকা নির্বাহ করতো।অনেক সময় না খেয়েই কাটাতে হয়েছে তাঁদের।বনের গাছপালার ছাল বাকল পরিধান করেই চলতো জীবন।সেসময় তারা খাদ্যের সন্ধানে একস্থান থেকে অন্যস্থানে ঘুরে বেড়াত।ক্রমান্ময়ে উন্নতি হতে শুরু করে এএবং একসময় তারা পশুপালন ও বীজ বপন করতে শেখে। এরই ফলে খাদ্যদ্রব্য সুলভ হয় এবং জীবনযাত্রা হয়ে উঠে অপেক্ষাকৃত সহজ। তবে সে সময়ে কৃষি যন্ত্রপাতির ব্যবহার এবং চাষপদ্ধতি বর্তমানের মমতো এতটা উন্নত ছিল না।সময়ের ব্যবধানে বিজ্ঞানের কল্যাণে কৃষিক্ষেত্রে নতুনপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে।

কৃষিতে বিজ্ঞানের অবদান

threshing-machine-6968731_640.jpg

Source

বিজ্ঞানের অক্লান্ত পরিশ্রমের ফলে কৃষিক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন।অন্যান্য ক্ষেত্রেরর ন্যায় কৃষিতেও -বিজ্ঞানের অবদান অনস্মীকার্য।আদিম প্রযুক্তি বলতে আমরা লাঙল, মই প্রভৃতিকেই জেনে এসেছি।কিন্তু বিজ্ঞানের জয়যাত্রায় আমরা পেয়েছি বর্তমান প্রযুক্তিকে।পরিবর্তন এসেছে বৈপ্লবিক আকারে।বর্তমানে আমরা লাঙ্গল বাদে ট্রাক্টরের সাহায্যে অতি স্বল্প সময়ে, স্বল্প পরিশ্রমে অধিক পরিমাণ জমি চাষাবাদ করতে পারছি। বীজ উৎপাদন ও সংরক্ষণে বিজ্ঞানের সহায়তা নেয়া হচ্ছে অনেক বেশি।জমিতে সার প্রয়োগ, সেচকার্য সম্পাদন ইত্যাদি ক্ষেত্রেও বিজ্ঞানের ব্যবহার হচ্ছে।গাছপালা ও শস্যাদির মধ্যে নানা ধরনের পতঙ্গের উৎপাত আমরা দেখতে পেলে কুব দ্রুত এর পদক্ষেপ নিচ্ছি, জীবাণু সংক্রমণ ও রােগ থেকে মুক্তির উপায় বের করেছি বিজ্ঞাণের সহায়তায়।আমাদের দেশের
ড.মাকসুদুল আলম ছিলেন একজন বাংলাদেশি জিনতত্ত্ববিদ। তাঁর নেতৃত্বে ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডাটাসফটের একদল গবেষকের যৌথ প্রচেষ্টায় ২০১০ সালের মাঝামাঝি সময়ে সফলভাবে উন্মোচিত হয় পাটের জিন নকশা।এসব বিজ্ঞানের ফসল।এছাড়া বিভিন্ন কৃষিজ ফসল নিয়ে গবেষণা করে উন্নতমানের ও অধিক ফলনশীল বীজ আবিষ্কার করা হচ্ছে সারা বিশ্বে।

আমাদের কৃষিকাজে বিজ্ঞান

potato-839469_640.jpg

Source

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ।বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট এর সর্বশেষ তথ্য মতে বাংলাদেশে আবাদযোগ্য জমির পরিমাণ ৮৫.৭৭ লক্ষ হেক্টর।জমির পরিমাণ পূর্বের তুলনায় কমলেও ফসল উৎপাদন প্রক্রিয়া বৃদ্ধি পেয়েছে।ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ব্যবহৃত হচ্ছে উন্নতমানের রাসায়নিক সার।একই জমিতে কয়েক ধরনের ফসল আবাদ করতে পারছি বিজ্ঞানের উন্নতির ফলে।ফলে প্রকৃতির উপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে পাম্প এবং গভীর ও অগভীর নলকূপের সাহায্যেপানি সেচ দেওয়া হচ্ছে খুব সহজে।ক্ষেতের পােকা-মাকড় দমনের জন্যও সাহায্য নেয়া হচ্ছে বৈজ্ঞানিক প্রযুক্তির।শস্য মাড়াই এবং ভাঙানাের কাজ হচ্ছে নতুন সব কলের সাহায্যে।নতুন বীজ সংগ্রহ ও সংরক্ষণ ব্যবস্থাও হচ্ছে বৈজ্ঞানিক প্রণালিতে।পূর্বের এক ফসলি জমিতে একবার ফসল ফলালেও বর্তমানে বিজ্ঞানের কল্যাণে তিনবার ফসল ফলানাে সম্ভব হচ্ছে।কৃষকদের কষ্ট কমিয়ে বর্তমান আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফসল উৎপাদন সহজ হয়ে গিয়েছে।যার ফলে কৃষিক্ষেত্রে তাদের আগ্রহ লক্ষ করা যাচ্ছে বেশ ভালো।পূর্বের চেয়ে বেশি লাভবানের আশায় কৃষকেরা বেঁছে নিয়েছে বিজ্ঞানসম্মত কৃষি ব্যাবস্থাকে।

নিজস্ব মন্তব্য

আমাদের দেশ সবুজের সমারোহে আচ্ছাদিত একটি দেশ এবং সেই সাথে কৃষিপ্রধান দেশ।কৃষির উন্নতির উপরই নির্ভর করে আমাদের দেশের সার্বিক উন্নতি সাধন হচ্ছে।কৃষকেরা যদি আবাদ করা বন্ধ করে দেয় আমাদের অবস্থা শোচনীয় রূপ নিবে।আর এই কৃষিব্যাবস্থাকে আরো বেশি উন্নত করার কারণে দেশ এগিয়ে যাবে বহুগুণে যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ন অবদান রাখবে বলে আমার বিশ্বাস।তাই কৃষিকে উন্নত করার স্বার্থে কৃষিক্ষেত্রে বিজ্ঞানের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।কৃষিতে বিজ্ঞানের আবিষ্কারকে কাজে লাগাতে পারলে খুলে যাবে নতুন সম্ভাবনার দুয়ার।একটি সমৃদ্ধ বালাদেশ গড়তে কৃষিতে বিজ্ঞানের অবদান অভাবনীয় ও অতুলনীয়।

I would like to mention @parvag09@ana07 to participate this contest.

Sort:  

টাইটেল সুন্দর করতে হবে

 2 years ago 

Thanks a bunch for your kind information.

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75NO
#club100YES
Verified userYES
Bot-freeNO


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সামনে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ। আমাকেও আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

Thanks a bunch..

Loading...

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59126.81
ETH 2514.47
USDT 1.00
SBD 2.46