The Diary Game -( A Simple Day )| |09/12/2021/ || 30% for@hive-138339

in Steem Bangladesh3 years ago

  • আসসালামু আলাইকুম

  • আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।@steembangladesh আয়োজিত Diary Game প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।

  • সকাল
  • IMG20211202125557.jpg
    Location

    আল্লাহর রহমতে খুব সকাল সকাল ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে ফোন নিয়ে বন্ধু-বান্ধবদের সাথে কিছু কথা বলি। তারপর ফোনটা চার্জে দেই। দিয়ে হাঁটার জন্য বাহিরে যাই। বাইরে গিয়ে একটু হাঁটতে হাঁটতে আব্বা একজনকে পাঠিয়ে দে আমাকে ডাকার জন্য। আমি তাড়াতাড়ি করে বাসায় চলে এসে ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে নাস্তা করে নেই। নাস্তা শেষ করে আব্বা বলে পার্বতীপুরে যাওয়ার জন্য। পাবলিক স্কুলের এখান থেকে এক আঙ্কেল কে নিয়ে আসার জন্য। আমি তাড়াতাড়ি করে পাবলিক স্কুলের ঐখানে চাই আঙ্কেল কে নিয়ে আসার জন্য। সেখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর আংকেল চলে আসে। আংকেল কে নিয়ে শাহ হোটেলে গিয়ে চা খাই। চা খাওয়া শেষে আংকেল কে নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে আঙ্কেল আব্বার সাথে গল্প করতে থাকে। আমি আবার আমাদের জমি বাড়ি দেখতে যাই। তুমি বাড়িতে গিয়ে দেখি জমির ফসল ভালো হয়েছে শাক সবজি হালকা-পাতলা ভালো ধরেছে।

  • দুপুর

  • জমি বাড়ি থেকে আস্তে আস্তে দুপুর হয়ে যায়। বাসায় এসে গোসল করে নেই। গোসল শেষ করে দুপুরের খাবার খাই। খাওয়া শেষ করে আব্বা বলে আঙ্কেল কে বাজারে রেখে আসার জন্য। আংকেল কে নিয়ে পার্বতীপুর বাজারে চলে যাই রাখার জন্য। আঙ্কেলকে পার্বতীপুর বাজারের রেখে বাসায় চলে আসি। বাসায় এসে হাতমুখ ধুয়ে নেই। তারপর নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ি।

  • বিকেল
  • IMG20211209162913.jpg
    Location

    ঘুম থেকে উঠে দেখি বিকেল হয়ে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেই। তারপর বাসায় তেল পিঠা বানিয়েছে আম্মা সেই পিঠা খাই। তেল পিঠা খাওয়ার পর বাজারের উদ্দেশ্যে রওনা দেই। বাজারে গিয়ে মাঠে দেখি ফুটবল প্র্যাকটিস করতেছি এলাকার ছেলেরা। তাদের কিছুক্ষণ ফুটবল খেলা দেখলাম। তারা অনেক ভালো ফুটবল খেলে তাদের বয়স হিসেবে। তাদের ফুটবল খেলা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল।

  • সন্ধ্যা ও রাত
  • IMG20211208185041.jpg
    Location

    সন্ধ্যায় মাঠে বসে আছি। এক বড় ভাই এসে বলল মাহফিল দেখতে যাবে পাশের এলাকায়। তাই আমি আমার কাছের দুই বড় ভাইকে ফোন দিয়ে মাঠে ডাকলাম। তারা আসার সাথে সাথে মাহফিল দেখতে চলে গেলাম। মাহফিলে গিয়ে অনেক ভাই-ব্রাদারদের সাথে দেখা হলো। তাদের সাথে আড্ডা দিয়ে সবাই মিলে নাস্তা করলাম। নাস্তা শেষ করে কিছুক্ষণ মাহফিল শুনলাম। বাসায় আসার সময় বাসার জন্য বেগুনি আলুর চপ পাপড় ভাজা নিলাম। তারপর বাসায় চলে আসলাম বাসায় এসে হাত মুখ ধুয়ে রাতের খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে কিছুক্ষণ ফোন টিপাটিপি করে ঘুমিয়ে পড়লাম।

    এই ছিল আমার আজকের দিন


    @ariyan24

    ধন্যবাদ সবাইকে।

    Sort:  
     3 years ago 

    ভাই তেলে ভাজা খাবার দেখলে লোভ সামলাইতে পারি না।।🤤🤤

     3 years ago 

    Hmmm vai amio

    Brother, you have had a very good day today, but seeing the televaja food makes my tongue water

    Coin Marketplace

    STEEM 0.19
    TRX 0.12
    JST 0.028
    BTC 63605.39
    ETH 3470.79
    USDT 1.00
    SBD 2.52