Better Life || THE DIARY GAME : 28/02/2021

in Steem Bangladesh4 years ago

সকাল

আজ তাড়াতাড়ি ঘুম থেকে জাগনা পেয়েছি।তাই বাসা থেকে খালি পায়ে বের হলাম।খালি পায়ে হাটার আনন্দই অন্যরকম। যা বলার বাহিরে,যখন পায়ে পানি লাগে তখন অনেক ভালোলাগে,যাকে বলে শিশিরের পানি।এইভাবে হাটতে হাটতে প্রায় মাইল খানেক চলে আসছি তারপর আর কি,একটু বসলাম।

শীতল বাতাস বুকে জড়িয়ে নিলাম,কি যে শান্তি।এরপর আবার বাসার উদ্দেশ্য করে রওনা হলাম..



IMG20201231_170309.jpg

ভোরের সূর্য উদয়
https://w3w.co/slimmest.velvety.hubcap


আসার পথে দেখি ব্যাঙটা অনেক চেস্টা করছে উপরে উঠার জন্য,তাই ওখানে আমার চোখ থেমে গেলো,তারপর ওখানে গিয়ে ওর কাহিনী দেখতেই আমি একটা ছবি ক্লিক করে নিলাম।তারপর দেখি ৩০ সেকেন্ড এর মধ্যে দেখি নাই।


IM6532100061.png

ব্যাঙটা অনেক চেস্টা করছে উপরে উঠার জন্য
https://w3w.co/ably.disarms.auditions


সচারাচর আমাদের দেশে বর্ষাকালে বেশি ব্যাঙ দেখা যায়,তবে মাঝে মাঝে ছোটখাটো দেখাই যায় এইসব আর কি জলে,স্থলে উভয়ে থাকে।

তারপর প্রায় বাসার সামনে চলে আসছি তখন দেখি ছাগলটা পাতা খাচ্ছে,হুট করে কয়েকটা পাতার ডাল পরে গেলো,তাই আমি ওর মুখের সামনে রখে দিলাম তারপর ভাবলামা ওর একটা পিক তুলি।তাই আর করি ছাগলটার একটা ছবি তুলেছি।



IM6532100061.png

বাসার সামনে চলে আসছি তখন দেখি ছাগলটা পাতা খাচ্ছে
https://w3w.co/invention.simplifying.reassessed


বাংলাদেশের প্রতিটা গৃহস্থ মানুষের ঘরে ছাগল আর গরু বেশি দেখতে পাওয়া যায় ।এটি আর লালিত পালিত করে বিক্রি দেয়।এইভাবেই চলতে থাকে।ছাগলের মাংস অনেক সুস্বাদু। আমার খেতে ভালোই লাগে।

এরপর আর কি বাসায় আসলাম।ফ্রেশ হলাম হয়ে আমার বিছান রুম সব পরিষ্কার করলা।করে আবার হালকা গল্প করলাম আম্মুর সাথে।তারপর আম্মু খেতে দিলো ভাত আর মাছ।আজকে রুটি করেনাই।



IM20201205_113338.jpg

একটি প্রজাপতি ফুলের ওপর বসে আছে
https://w3w.co/front.reigniting.divulging


আমাদের প্রতিদিন রুটি করে কিন্তু আজকে ভাত জানিনা কেন।তারপর খেয়ে বাসা থেকে বের হলাম হয়ে বাজারে একটু কাজ ছিলো ওখানে কাজ করলাম।কাজ করার পর আমাদের উপজেলা চত্বরে গেলাম।ওখানে গিয়ে এক বড় ভাইয়ের সাথে কথা বলতে বলতে একটা জায়গায় গিয়ে থাকলাম,সেখানে গিয়ে আবারো কিছু ফটোগ্রাফি।


IM6532100077.png

The Dusk Time
https://w3w.co/deliverable.pleasingly.tingled


ফুল ভালোই লাগে আমার।তাই হাতের কাজটা একটু করলাম তারপর আর কি বাসার দিকে রওনা হলাম।বাসায় এসে গোসল করে খাইলাম।

কালকে আমার অনেক স্বর্দি আর মাথাব্যাথা,হুট করে মাথাব্যাথা অনেক চাপ দিলো।তাই ভাবলাম আজকে একটু ঘমাবো আর বাহিরে যাবোনা।এটা নিয়ে মন স্থির করে বসে আছি,এর মাঝে একটা ফোন আসলো জরুরি দেখা করতে হবে।তাই দেখা করতে গেলাম।

দেখা করে কোন লেট না করে বাসার দিকে আসলাম,বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করলাম।তবে মাথাব্যাথা আরও বাড়তে থাকলো। তাই আর সহ্য না করতে পেরে বাসার পাশে ১০ মিনিটের রাস্তা পেরুলে একটা চায়ের দোকান ওখানে গিয়ে চা খাইলাম।


IM6532100077.png

চা
https://w3w.co/toughen.lambs.nibbles


রং চায়ে লেবু আদা বেশি করে দিতে বলেছিলাম।তারপর একটা চা বানায় দিলো,খাচ্ছিলাম আর আশেপাশের লোকদের কথা শুনতেছিলাম।চা খাওয়া শেষ হলে বাসার পথে রওনা হলাম।

বাসার এসে রাতের খাবার খেয়ে একটা মেডিসিন নিয়ে বিছানায় গেলাম।এখন স্টিমিটে ডায়েরি লিখছি আর ভাবছি এখন একটু মাথা ব্যাথা কম ।

দোয়া করবেন।
সকলে ভালো থাকবেন

Sort:  
 4 years ago 


Polish_20201009_015638739.jpg

Your post has been upvoted by @steem-bangladesh courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

Follow @steem-bangladesh & @steemitblog for last updates

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56006.20
ETH 2375.33
USDT 1.00
SBD 2.33