the diary game 12/9/2021 @ariful2 /

in Steem Bangladesh4 years ago

received_538738997429904.jpeg

আসসালামু আলাইকুম আমি আরিফুল ইসলাম প্রতিদিনের মত আমি ডাইরি লিখতে এসেছি আপনাদের মাঝে । সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে প্রতিদিনের মত নাস্তা করি এরপর বাইরে এসে ঘোরাঘুরি করি। বাইরে থেকে ঘুরে এসে আমি আমার পরিবারের সঙ্গে সকালে খাবার শেষ করি।

খাবার শেষ করে আমি আমার মায়ের ঘরে গিয়ে টিভি অন করে দেখলাম কি সুন্দর একটা মুভি দিয়েছে সেই মুভি আমি দেখলাম। মুভি দেখা শেষে আমি বাইরে আসলাম আমাকে বলল একটু ঘুরিয়ে চলে আসবি বাজারে যেতে হবে।

received_4047518508693689.jpeg

মার কাছ থেকে টাকা নিয়ে বাজারে রওনা দিলাম বাজারে গিয়ে তরিতরকারি কিনলাম মাছ কিনলাম। বাজার শেষে বাড়ি রওনা দিলাম এরপর গোসল করে।

received_218701316951159.jpeg

আমার ঘরে গিয়ে বিছানায় ঘুম আসলাম বিকালে বন্ধুর বাড়ি ছাদের ওপরে গেলাম ফুলের ফটো তুলতে ।সেখান থেকে মাঠে খেলা দেখতে গেলাম খেলা দেখা শেষ করে বাজারে ঘুরতে গেলাম নাস্তা শেষ করে বাড়ি রওনা দিলাম বাসায় হাত মুখ ধুয়ে ঘরে গেলাম কিছু পরে রাতের খাবার শেষ করে নিজের ঘরে গেলাম বই পড়তে শুরু করলাম। পড়া শেষ করে মোবাইল একটু নাটক দেখলাম। তারপরে ঘুমাইলাম।

received_548141476413659.jpeg

এই ছিল আমার আজকের দিনে ডায়েরি আগামীকাল আমি আবার নতুন ডাইনি আপনাদের মাঝে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 121932.72
ETH 4429.25
BNB 1310.91
SBD 0.78