Steem Bangladesh Contest :The Diary Game|| 14.04.2022

in Steem Bangladesh2 years ago

Assalamualaikum.



Warm wishes to everyone .



My lyrics are my diary , you are hearing every detail of my life. (Fleming)

সকালবেলা

সকাল ৭ টায় আম্মুর ডাকে ঘুম ভাঙ্গে। আজ আমি আমার খালার বাসায় বেড়াতে আসছি একটি বিয়ের ডাওয়াতে। অনেক দিন পর খালার বাসায় আসা । আগের রাতে ভ্রমন ক্লান্তির কারনে শরীর টা খুব দুর্বল লাগছিল। ঘুম থেকে ঊথার পর মাথাটাও কেমন ভার হয়ে ছিল। এরপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি আর আমার খালাত ভাই মিলে বাড়ির দূরে বিশাল একটা দিঘি ছিল সেখানে যাই। এর আগেও অনেকবার এখানে আমি এসেছি। এই দিঘির পাড়ে আসলে মনটা অনেক ভালো হয়ে জায়। আমি আর আমার খালাত ভাই পুরো পুকুর একবার ঘুরে নেই। তারপর এক জায়গায় বসে চা বিস্কুট খেয়ে বাসায় চলে আসি। বাসায় আসার পর আমি নাস্তা করি।


IMG_2477.JPG


IMG_2643.JPG

Location



দুপুরবেলা

যেহেতু আজকে বিয়ের অনুষ্ঠান তাই পুরোবাড়ির সবাই অনেক ব্যাস্ত ছিল রান্নার কাজে। আমাকে কিছু কাজ দেয়া হয়েছিল আমি সেগুলো যথাযথ ভাবে পালন করি। বেলা ১২ টার দিকে আমি গোসল করে নতুন জামা কাপড় পরে ফেলি তারপর খলাত ভাইকে নিয়ে প্যান্ডেল ও টেবিলে অতিথি বসার স্থানে কিছু কাজ করি। নির্ধারিত সময়ের আগেই আমাদের সব রান্না বান্না করা হয়ে গিয়েছিল। দুপুরে জোহরের নামাজ আদায় করতে আমি মসজিদে যাই। মসজিদ থেকে আসার পর দেখি মেহমান আসতে শুরু করেছে। আমি তার আগেই এক ফাকে খাওয়া দাওয়া শেষ করে নেই। কেননা একবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেলে আর সময় পাওয়া যাবেনা। এরপর একে একে খাবারের পর্ব শেষ বেলা ৩.৩০ এর দিকে।


IMG_20191102_145041.jpg

Location



বিকালবেলা

সব কাজ শেষ হয়ে গেলে আমি কিছু সময়ের জন্য বিশ্রামে জাই কিন্তু বিস্রাম করা হয়ে ওঠে না। পরিচিত অনেক মানুষের সাথে দেখা আর কুশল বিনিময় করা লাগতেছিল। অনেক দিন পর এত মানুষের সাথে দেখা হওয়ার পর মনটাও অনেক ভালো লাগছিল। এর পর বিকাল হয়ে জায়। আমি আর আমার খালাত ভাই আছরের নামাজ আদায় করে স্থানীয় মাঠে যাই। এই মাঠটা অনেক বড় আর অনেক সুন্দর। বিকালবেলা আমরা ১ ঘণ্টা সময় মাঠের আসে পাসে থাকি এবং খেলা দেখি।


IMG_20210215_134828 copy.jpg

Location



রাতেরবেলা

সন্ধার দিকে আমরা এখানে একটা মেলা চলছিল সেখানে যাই। প্রতিবছর এই সময়ে মেলা আয়োজন করা হয়। এই মেলাতে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। সন্ধ্যা হয়ে জাওয়ায় মেলার ভিড় অনেক কমে গিয়েছিল। তারপরেও অনেক দোকান খোলা ছিল। আমরা বিভিন্ন ধরনের জিনিশ কেনাকাটা করি। আমার খালাত ভাই একটা মাটির ব্যাংক কিনেছিল। এছাড়াও আমরা ফুচকা খাই এবং পুরো মেলা একবার ঘুরে দেখি। এরপর রাত ৮ টার দিকে আমরা বাসায় ফিরে আসি। বাসায় এসে সবাই মিলে গল্প করি এবং রাতের খাবার খেয়ে ঘুমাতে যাই।


IMG_20210224_203609.jpg


IMG20220311190506_01.jpg

Location

I'm inviting 2 friends @sailawana @asriani to participate in this contest.

Thanks For reading.



Sort:  

Best of luck for you friend

 2 years ago 

অনেক আনন্দ ময় ছিল আপনার দিনটি। কোথায় হয়েছিল মেলাটি? মেলায় ঘুড়তে অনেক ভালো লাগে।

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75YES
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @sohanurrahman

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

খালি একাই খান, দাওয়াত দিলেন না। খুবই সুন্দর ডায়েরি লিখেছেন।

 2 years ago 

ইদ বেরে জাক, খিলাইম এলা।

 2 years ago 

একটু অসুস্থ তার মাঝেও অনেক সুন্দর একটি দিন পার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল। ভাই আপনি রোজা ছিলেন না।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 62104.41
ETH 2404.22
USDT 1.00
SBD 2.49