Steem Bangladesh Contest :Photography|| 12.03.2022||
হ্যালো বন্ধুরা।।
আমি আশা করছি আপনারা সবাই সুস্থ ,সুন্দর আর কোভিড -১৯ এই ভাইরাস থেকে নিরাপদে রয়েছেন ।
আজকে আমি ফটোগ্রাফি কন্টেস্টে অংসগ্রহন করতে ৬টি ছবি সিলেক্ট করেছি এবং এগুলোর বর্ণনা পর্যায়ক্রমে দিচ্ছি।
Age is no barrier when it comes to travel. (James)
Picture -1
এটি আমাদের ভাষা শহীদ মিনার। এই সুন্দর শহীদ মিনারটি পারবুতিপুরে অবস্থিত। মহান ভাষা শহীদের স্মরণে এটি নিরমান করা হয়েছে। প্রতিবছর ২১ শে ফেব্রুয়ারিতে মানুষ এই শীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের স্মরণ করে অত্যন্ত শ্রদ্ধার সাথে। ২০০০ সাল থেকে সারা বিশ্বব্যাপী ২১ শে ফেব্রুয়ারি ভাষা দিবস হিসেবে পালন হয়ে আসছে।
Picture -2
ছবিতে যে প্রতিকৃতি দেখা যাচ্ছে এটি নাটোরের উত্তরা গনভবনের ছবি। এটি আমি একটি ছোট পার্ক থেকে আজকে তুলেছি। এই ছবিটির আসল স্থাপনা নাটোরে অবস্থিত। বাংলাদেশের অন্যতম সেরা জায়গা গুলোর ভেতরে নাটরোরে অবস্থিত উত্তরা গন ভবন সবার নিকট সুপরিচিত।
picture -3
এই ছবিতে আমরা মেট্রোরেলের লাইন দেখতে পাচ্ছি। এই জায়গা টি থেকে মেত্রোরেল চলাচল শুরু করবে। মেট্রোরেল বাংলাদেশের মেগা প্রকল্প গুলোর ভেতরে অন্যতম। এই ট্রেন চালু হয়ে গেলে ঢাকা শহরের জ্যাম অনেক কমে যাবে এবং জীবন জাত্রায় অনেক গতি আসবে। বাংলাদেশ ও জাপানের সহজোগিতায় এই মেট্রোরেলের কাজ চলছে। এই বছরের ভেতরেই এই রেল চালু হয়ে যাবে ধরনা করা হচ্ছে।
Picture -4
এই ছবিতে যে সুবিশাল নদিটি দেখা যাচ্ছে তা হল মেঘনা নদি। বাংলাদেশর যে কয়েকটি বড় নদী রয়েছে মেঘনা তার ভেতরে অন্যতম একটি। এই নদীর উপরে নিরভর করে হাজারো মানুষ তাদের জীবিকা নিরবাহ করে থাকে। এই নদীর দুই পাড় ঘিরে অনেক ছোট বড় কল কারখানা ঘিরে ঊঠেছে যা আমাদের অর্থনীতির ক্ষেত্রে অবদান রেখে চলছে।
Picture - 5
ছবিতে যে স্থানটি দেখা যাচ্ছে এটি একটি বধ্যভূমির ছবি। ছবিটি কিছুদিন আগে আমি রাজশাহী শহর থেকে তুলেছিলাম। এই স্থন্টি পদ্মার পাড়ের খুব কাছাকাছি অবস্থিত।
Picture -6
ছবিতে যে যুদ্ধ বিমানটি দেখা যাচ্ছে এটি আমাদের মুক্তিযুদ্ধের অংশ। মহান স্বাধীনতার সময় শত্রুদের ঘায়েল করার জন্য এই বিমানটি ব্যাবহার হত। এই বিমান গুলি সাধারন মানুষের দেখার জন্য বিমান বাহীনির জাদুঘরে সজ্জিত করে রাখা আছে। আমি কিছুদিন আগে বিমান বাহীনির জাদুঘরে জেয়ে এই ছবিটি তুলে আনি।
I would like to invite @vanessa-04 and @gayeshakavi to participate in this contest.
Thanks For reading.
এটি আমাদের ভাষা শহীদ মিনার। এই সুন্দর শহীদ মিনারটি পারবুতিপুরে অবস্থিত। মহান ভাষা শহীদের স্মরণে এটি নিরমান করা হয়েছে। প্রতিবছর ২১ শে ফেব্রুয়ারিতে মানুষ এই শীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের স্মরণ করে অত্যন্ত শ্রদ্ধার সাথে। ২০০০ সাল থেকে সারা বিশ্বব্যাপী ২১ শে ফেব্রুয়ারি ভাষা দিবস হিসেবে পালন হয়ে আসছে।
Picture -2
ছবিতে যে প্রতিকৃতি দেখা যাচ্ছে এটি নাটোরের উত্তরা গনভবনের ছবি। এটি আমি একটি ছোট পার্ক থেকে আজকে তুলেছি। এই ছবিটির আসল স্থাপনা নাটোরে অবস্থিত। বাংলাদেশের অন্যতম সেরা জায়গা গুলোর ভেতরে নাটরোরে অবস্থিত উত্তরা গন ভবন সবার নিকট সুপরিচিত।
picture -3
এই ছবিতে আমরা মেট্রোরেলের লাইন দেখতে পাচ্ছি। এই জায়গা টি থেকে মেত্রোরেল চলাচল শুরু করবে। মেট্রোরেল বাংলাদেশের মেগা প্রকল্প গুলোর ভেতরে অন্যতম। এই ট্রেন চালু হয়ে গেলে ঢাকা শহরের জ্যাম অনেক কমে যাবে এবং জীবন জাত্রায় অনেক গতি আসবে। বাংলাদেশ ও জাপানের সহজোগিতায় এই মেট্রোরেলের কাজ চলছে। এই বছরের ভেতরেই এই রেল চালু হয়ে যাবে ধরনা করা হচ্ছে।
Picture -4
এই ছবিতে যে সুবিশাল নদিটি দেখা যাচ্ছে তা হল মেঘনা নদি। বাংলাদেশর যে কয়েকটি বড় নদী রয়েছে মেঘনা তার ভেতরে অন্যতম একটি। এই নদীর উপরে নিরভর করে হাজারো মানুষ তাদের জীবিকা নিরবাহ করে থাকে। এই নদীর দুই পাড় ঘিরে অনেক ছোট বড় কল কারখানা ঘিরে ঊঠেছে যা আমাদের অর্থনীতির ক্ষেত্রে অবদান রেখে চলছে।
Picture - 5
ছবিতে যে স্থানটি দেখা যাচ্ছে এটি একটি বধ্যভূমির ছবি। ছবিটি কিছুদিন আগে আমি রাজশাহী শহর থেকে তুলেছিলাম। এই স্থন্টি পদ্মার পাড়ের খুব কাছাকাছি অবস্থিত।
Picture -6
ছবিতে যে যুদ্ধ বিমানটি দেখা যাচ্ছে এটি আমাদের মুক্তিযুদ্ধের অংশ। মহান স্বাধীনতার সময় শত্রুদের ঘায়েল করার জন্য এই বিমানটি ব্যাবহার হত। এই বিমান গুলি সাধারন মানুষের দেখার জন্য বিমান বাহীনির জাদুঘরে সজ্জিত করে রাখা আছে। আমি কিছুদিন আগে বিমান বাহীনির জাদুঘরে জেয়ে এই ছবিটি তুলে আনি।
I would like to invite @vanessa-04 and @gayeshakavi to participate in this contest.
Thanks For reading.
Picture -2
ছবিতে যে প্রতিকৃতি দেখা যাচ্ছে এটি নাটোরের উত্তরা গনভবনের ছবি। এটি আমি একটি ছোট পার্ক থেকে আজকে তুলেছি। এই ছবিটির আসল স্থাপনা নাটোরে অবস্থিত। বাংলাদেশের অন্যতম সেরা জায়গা গুলোর ভেতরে নাটরোরে অবস্থিত উত্তরা গন ভবন সবার নিকট সুপরিচিত।
picture -3
এই ছবিতে আমরা মেট্রোরেলের লাইন দেখতে পাচ্ছি। এই জায়গা টি থেকে মেত্রোরেল চলাচল শুরু করবে। মেট্রোরেল বাংলাদেশের মেগা প্রকল্প গুলোর ভেতরে অন্যতম। এই ট্রেন চালু হয়ে গেলে ঢাকা শহরের জ্যাম অনেক কমে যাবে এবং জীবন জাত্রায় অনেক গতি আসবে। বাংলাদেশ ও জাপানের সহজোগিতায় এই মেট্রোরেলের কাজ চলছে। এই বছরের ভেতরেই এই রেল চালু হয়ে যাবে ধরনা করা হচ্ছে।
Picture -4
এই ছবিতে যে সুবিশাল নদিটি দেখা যাচ্ছে তা হল মেঘনা নদি। বাংলাদেশর যে কয়েকটি বড় নদী রয়েছে মেঘনা তার ভেতরে অন্যতম একটি। এই নদীর উপরে নিরভর করে হাজারো মানুষ তাদের জীবিকা নিরবাহ করে থাকে। এই নদীর দুই পাড় ঘিরে অনেক ছোট বড় কল কারখানা ঘিরে ঊঠেছে যা আমাদের অর্থনীতির ক্ষেত্রে অবদান রেখে চলছে।
Picture - 5
ছবিতে যে স্থানটি দেখা যাচ্ছে এটি একটি বধ্যভূমির ছবি। ছবিটি কিছুদিন আগে আমি রাজশাহী শহর থেকে তুলেছিলাম। এই স্থন্টি পদ্মার পাড়ের খুব কাছাকাছি অবস্থিত।
Picture -6
ছবিতে যে যুদ্ধ বিমানটি দেখা যাচ্ছে এটি আমাদের মুক্তিযুদ্ধের অংশ। মহান স্বাধীনতার সময় শত্রুদের ঘায়েল করার জন্য এই বিমানটি ব্যাবহার হত। এই বিমান গুলি সাধারন মানুষের দেখার জন্য বিমান বাহীনির জাদুঘরে সজ্জিত করে রাখা আছে। আমি কিছুদিন আগে বিমান বাহীনির জাদুঘরে জেয়ে এই ছবিটি তুলে আনি।
সত্যি আপনি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
রকেটত করি বর যাত্রি নিয়া যাওয়ার পরিকল্পনা করসে ভাই। ছবিগুলো খুব সুন্দর ভাই।
Thank you for your invitation my dear.😊💖