Steem Bangladesh Contest || Sports : Suarez A Genuine Footballer || ⚽⚽⚽
হ্যালো বন্ধুরা।।
আমি আশা করছি আপনারা সবাই সুস্থ ,সুন্দর আর নিরাপদে রয়েছেন ।
Steem Bangladesh এর প্রতিদিনের প্রতিযোগিতার ভেতরে অন্যতম একটি হলো স্পোর্টস। পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় খেলার তালিকায় সবার আগে উঠে আসে ফুটবল খেলার নাম। এই খেলাটিকে ভালোবাসেনা এমন মানুষ খুজে পাওয়া যাবে না। আর এউ খেলাটিকে মানুষের হৃদয়ে পৌঁছানোর কাজটি সুনিপুণ দক্ষতায় যারা করে থাকেন তাদের ভিতরে অন্যতম একজন হলেন লুইস সুয়ারেজ। আজ এই মহাতারকার জীবনের বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে আনবো।
তোমাদের ভালোবাসা আমাকে শক্তিশালী করে, আর তোমাদের সমালোচনা আমাকে অপ্রতিরোধ্য করে তোলে। (লুইস সুয়ারেজ)
২০০৭ সালে নেদারল্যান্ডে একটি ক্লাবের সাথে ৫ বছরের জন্য চুক্তিবধ্য হয়েছিলেন। তখনো কেউ অনুমান করতে পারেননি পরের দশকেই এই ছেলেটি অনেক মহাতারকাকে পেছনে ফেলে গল্ডেন বুট জয় করে নেবেন।
তিনি কট যে ত্রফি জিতেছেন তা বলে শেষ করার মত নয় লালিগা, কোপা ডেলরে, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, উয়েফা সপার কাপ মিলে মোট ১৯ টি ট্রফি তার ঝুড়িতে রয়েছে। জাতীয় দলের হয়েও তার বর্ণিল ক্যারিয়ার। উরুগুয়ের সবচেয়ে বেশি গোলের মালিক হলেন এই সুয়ারেজ। তার ফুটবল শৈলী যে কারোরি মন কাড়ে। ২০১১ সালে উরুগুয়ে যে কোপা আমেরিকা জিতেছিল সেখানে তার ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। বার্সার হয়ে ২০১৪ থেকে প্রায় ৬ বছর খেলে গেছেন।
বার্সায় খেলেছেন ৬ টি মৌসুম । এই ৬ মৌসুমে তিনি ম্যাচ খলেছিলেন ২৮৩ ম্যাচের মত। ২৮৩ ম্যাচে গোল করেছেন ১৯৮ টি এবং এর মাধামে তিনি বার্সার ক্লাবের ইতিহাসে ৩য় সরবোচ্চ গোল দাতা বনে গেছেন। মেসি ,নেইমার,সুয়ারেজ এম.এস.এন এই তিন ত্র্যীর ফুটবল শৈলী দর্শকদের মনে অনেকদিন লেগে থাকবে। তিন জনের নান্দনিক ফুটবল যে কোন দলের জন্যি ছিল হুমকি।
সুয়ারেজ তার খেলার জন্য যেমন প্রশংসা কুড়িয়েছেন তেমনি তার আচরনের জন্য সমালোচিত কম হননি। মাঠে তার বাজে আচরন তার ফ্যানদের মাঝে মাঝে হতাশ করেছে। ২০১৪ সালের ফিফা বিশ্বকাপের কথা তো এখনো ফুটবল প্রেমিদের মনে গাথা রয়েছে। সেদিন ইতালির বিপক্ষে ম্যাচে কিয়োলিনের কাধে কামড় দিয়ে চার মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। এর আগেও তিনি এমন ঘটন ঘটিয়েছিলেন। প্লেয়ারদের কামড়ে দেয়ার কারনে তাকে কেও কেও নরখাদক বলতেন।
I am inviting @neukyan & @samuel20 to participate in this contest.
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
লুইস সুয়ারেজ সম্পর্কে আজকে অনেক কিছু জানলাম আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট করার জন্য।
আপনার পোস্টটি বুমিং সাপোর্টে দেওয়া হয়েছে।
অনেক অনেক ধন্যবাদ।