Steem Bangladesh Contest || Sports :Batting weakness of power hitters in T20 || 🏏🏏🏏🏏

in Steem Bangladesh3 years ago

হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম।।


আমি আশা করছি আপনারা সবাই সুস্থ , সুন্দর রয়েছেন এবং Steem Bangladesh এর সাথেই রয়েছেন।


আজকের আমার পোস্টের বিষয় খেলাধুলা বা sports নিয়ে। আমি অপেক্ষায় থাকি এই সুন্দর প্রতিযোগিতায় অংসগ্রহন করার জন্য। খেলাধুলা বর্তমানে বিশ্বের বিনোদনের অন্যতম প্রধান অংশ। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন রকম খেলা জনপ্রিয়। যেমন, ক্রিকেট খেলা এশিয়া মহাদেশে দিন দিন ব্যপক জনপ্রিয় হয়ে উঠছে।



Sports do not build character . They Reveal it. (Donald)



টি-২০ খেলায় যে কোন একজন ভালো ব্যাটসম্যান একাই ম্যাচ জেতাতে পারে। তবে এই ভালো ব্যাটসম্যানকে টি-২০ তে পাওয়ার হিটার বলা হয়। পাওয়ার হিটাররা একবার খেলা শুরু করলে বোলারদের ঘাম ছুটে জায়। টবে যত বড় ব্যাটসম্যানই হোক না কেন সবারি কিছু না কিছু দুর্বলতা থাকে। আজকে আমি বর্তমান সময়ের পাওয়ার হিটারদের কাএ কোথায় দুরবলাতা াছে তা তুলে ধরবো

T20.jpg



কে এল রাহুলঃ

যদি ঠান্ডা মাথার কন পাওয়ার হিটারের কথা বলা হয় তাহলে কে এল রাহুল সবার উপরে থাকবেন। রাহুলকে থামাতে হলে সবচেয়ে কাজে দেয় লেগ স্পিন । এছাড়াও এই ব্যাটসম্যানের ইউরকার বলে বেশ দুর্বলতা আছে। তবে রাহুল পিচে সেট হয়ে গেলে তাকে গুগুলি আর আরমার দিয়ে আঊট করা জায়। ১৪০+ স্পীডের বল গুডলেংথে দিলে রাহুল খুব বেশি সুবিধা করতে পারে না।

source


কুইন্টন ডি ককঃ

পেস বলারদের বিপক্ষে কক সবচেয়ে সফল ব্যাটসম্যান। তবে ককের দুর্বলতা রয়েছে গুদ লেংথের বলে। এই জায়গায় বল পিচ করাতে পারলে আউট হবার সম্ভাবনা থাকে। তবে পাওয়ার প্লেতে কক মাঝ স্ট্যাম্পের বল শর্ট ফাইন লেগ দিয়ে মারার চেস্টা করে তাই এই সময় ওই জায়গায় প্লেয়ার সেট করলে তাকে আউট করা জায়। তবে আপনার দলে যদি ভাল স্পিনার থাকে তবে ককের আউটের জন্য যথেষ্ট।

source



জস বাটলারঃ

বাটলারের বড় দুর্বলতার নাম লেগ স্পিন। লেগ স্পিনে তার গড় ৩০ এর নিচে। যেসব বলের গতি ৮৫ এর কম সেই বল গুলিতে তার বেশি দুর্বলতা। এছাড়াও তাকে নাকাল করার আরেকটি উপায় গুগলি বল। লেগ স্পিন বল টার্ন করে স্ট্যাম্পের ভিতরে আসলেই কেন জানি দুরবল হয়ে পড়ে বাটলার। তবে পেস বল দিয়ে তাকে আউট করার জন্য ব্যট থেকে একটু দূরে ইউরকার মারতে হয়।

source


জনি বেয়ারস্টোঃ

ওপেনার থাকার সময় বেয়ারেস্টো স্পিনে কিছুটা দুরবল ছিল। তবে মিডল অরডারে এসে তার সেই দুর্বলতা অনেক কমে গিয়েছে। লো স্পিন ম্যাচ গুলোতে তিনি কিছুতা দুরবল হয়ে পড়েন। আর মজার ব্যাপার হলো ডানহাতি ব্যাটসম্যান হিসেবে তার লেগস্পিনে দুরবল হওয়ার কথা ছিল তবে তার সেটা নেই। তার সবচেয়ে বেশি দুর্বলতা বাম হাতি স্পিনে। ডান হাতি স্পিনারদের বল তিনি সজেই মাঠ ছাড়া করলেও বাম হাতি বোলারদের সামলাতে পারেন না। এছাড়াও গতিময় ফাস্ট বলিং বিশেষ করে ১৪০+ স্পিডের বলেও তিনি ভীষণ নার্ভাস।

source



ম্যাক্সওয়েলঃ

সব ধরনের স্পিন বলেই তিনি বেশ ভাল খেলেন। তাকে স্পিনে বলে আঊট করাটা অনেক কঠিন। তবে গুড লেংথের বল যেগুলো পিচে পড়ে ব্যাটস্ম্যন থেকে কিছুটা দূরে সরে জায় এই বলে তাকে আউট করা জায়। এছাড়াও ১৪৫+ গতির বল স্ট্যাম্পে করলে এল্বি হয়ে থাকেন এছাড়াও ডেথ ওভারে ইউরকার মেরে তাকে ফেরানো জায়।


আন্দ্রে রাসেলঃ

পাওয়ার হিটারদের ভিতরে রাসেলের অবস্থান অনেক উপরে। তাকে আউট করতে হলে হার্ড লেংথের বাউন্সার দিতে হয়। এছাড়াও তাকে গুগলি দিয়ে আউট করা জায়। লেগ স্পিন বলেও তার বেশ জড়তা রয়েছে। ওয়াইড ইউরকার বলে তার গড় খুব কম। এছাড়াও ভালো গতির ইউরকারে তাকে পরাস্ত করা জায়।



হারদিক পান্ডিয়াঃ

পান্ডিয়া সবচেয়ে বেশি দুরবল লেগস্পিনে। লেগ স্পিনে তার গড় ১০০ এর নিচে। তবে হারদিক পিচে থাকলে গুগলি ট্রযাই করা জেতে পারে। গুগ্লিতে তার আউট হওয়ার রেকর্ড বেশি। এছাড়াও গতিময় বল বিশেষ করে যে বল গুলো বডি বরাবর আসে সেই বল গুলো ইনি হিট করতে পারেন না। এটি হলো তাকে আটকানোর অস্ত্র।

source


কাইরোন পোলারডঃ

বডি বরাবর বল, শর্ট লেংথ, বেশি গতির ইউরকারে পোলারড বেশি দুরবল। পোলারডকে আউট করার সবচেয়ে ভাল উপায় হচ্ছে শর্ট লেংথের উচ্চ গতির বল। এছাড়াও তাকে বডি বরাবর বল করে দুরবল করে নিতে হবে এরপর সুজোগ বুঝে ইউরকার দিলে উইকেট আসার সুজোগ রয়েছে।লেগ স্পিন বলেও পোলারড অনেকটা দুর্বল। লেগ স্পিনে তার গড় ১০০ এর নিচে।

source



আমি দুই বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি @lanegra2804@jishan09



সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ আমি এখানেই শেষ করছি।

Sort:  
 3 years ago 

ম্যাক্সওয়েলের খেলা সব থেকে ভালো লাগে। বিধ্বংসী সব ব্যাটসমন সম্পর্কে লেখেছেন।

 3 years ago 

amaro onk valo lage eder khela.

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75YES
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 79169.45
ETH 3182.99
USDT 1.00
SBD 2.63