Steem Bangladesh Contest: Food|| How To Make Tasty & Healthy goru vuna ||🍪🍝🍰

in Steem Bangladesh2 years ago

হ্যালো বন্ধুরা।



সবাইকে স্বাগতম জানাচ্ছি।




আশা করি আপনারা যে যেখানে রয়েছেন সবাই সুস্থ,সুন্দর রয়েছেন আর Steem Bangladesh এর সাথেই রয়েছেন।



Steem Bangladesh এর একটি নিয়মিত আয়োজন স্টীম ফুড কন্টেস্ট। আমার খুবই পছন্দের এই কন্টেস্টের প্রতিটা প্রতিজোগিতায় আমি অংসগ্রহন করেছি। আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম রান্নার প্রক্রিয়া তুলে ধরেছি। তারই ধারাবাহিকতা বজায় রেখে আজ আমি আমার খুবই পছন্দের এবং খুবই মজার একটি খাবার গরুর মাংসের ভুনা রান্না করেছি।

IMG_20210516_123509.jpg



Let Food be thy medicine and medicine be thy food. (Samuel johnson)



গরুর মাংসের ভুনা এটি রান্না করা খুবই সহজ। রান্নাটি করতে হলে যে সব উপকরন লাগবে তার একটি ছক আমি আমি দিয়ে দিচ্ছি-

উপাদানের নাম্পরিমান
গরুর মাংস২ কেজি
রসুন বাটা৪ টেবিল চামচ
পেয়াজ বাটা৪ টেবিল চামচ
আদা বাটা৪ টেবিল চামচ
মরিচের গুড়া৪ টেবিল চামচ
নুন৩ টেবিল চামচ
এলাচ২ পিস
লবঙ্গ২ পিস
দারুচিনি২ পিস
জিরা গুড়া২ টেবিল চামচ
সয়াবিন তেল৫ টেবিল চামচ
সরষের তেল৪ টেবিল চামচ
তেজপাতা৩ পিস
কাচা মরিচ৮ পিস
হলুদের গূড়া৩ চামচ
ধনিয়া গূড়া৩ চামচ
জিরা গুড়া২ টেবীল চামচ
শসা১টি
লেবু১টি
ধনিয়া পাতা৪টি
চিনি২ চামচ

IMG_20210515_112436.jpg



উপকরন নেওার পর কিভাবে আমি রান্নাটি সম্পন্ন করলাম তার বর্ণনা ধাপে ধাপে নিচে বলছিঃ

ধাপ-১ঃ

একটি বড় হাড়িতে সব মাংস নিয়ে এর ভেতরে পেয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুড়া ঈত্ত্যাদি সকল মসলা নিয়ে এর ভিতরে সরিষার তেল দিয়ে দিতে হবে। সরিশার তেল দেয়ার পর মাংসের সাথে মসলা খুব ভালো করে ১০ মিনিট মাখাটে হবে। খেয়াল রাখতে হবে এই মাখানোর উপরেই মাংসের স্বাদ পুরোপুরি নিরভর করে। মাখানো শেষ হলে মাংস গুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে ৩০ মিনিটের জন্য।



ধাপ ২ঃ

প্রথমে একটি বড় হাড়িতে তেল দিয়ে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে এলে এর ভিতরে কুচি করে রাখা পেয়াজ দিয়ে দিতে হবে এবং হালকা তাপে নাড়তে হবে। পেয়াজ বাদামী কালার হয়ে এলে সেগুলি তুলে নিতে হবে।




ধাপ-৩ঃ

এরপর কড়াইয়ের তেলের ভেতরে তেজপাতা, লং ,এলাচ এগুলি দিয়ে হালকা ফোড়ন তুলে নিতে হবে। মসলা থেকে সুন্দর ঘ্রান এলে এর ভিতরে মাখিয়ে রাখা মাংস গুলি ধীরে ধীরে ঢেলে দিতে হবে। মাংস গুলী দেয়ার পর খুব ভালো করে নেড়ে নিতে হবে যেন মাংসের গায়ে ভালো করে তেল মিশে জায়।

![IMG_20210515_142015.jpg]


ধাপ-৪ঃ

এরপর মাংসের হাড়ির উপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিট অপেক্ষা করতে হবে। এই সময় চুলার তাপ বেশি করে দিতে হবে এবং মাঝে মাঝে মাংস গুলো নেড়ে দিতে হবে যেন নিচ থেকে লেগে না জায়।



ধাপ-৫ঃ

১০ মিনিট পর দেখা যাবে মাংস থেকে অনেক পানি বের হয়েছে এবং মাংস কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। মাংস গুলো আবারো কিছুক্ষন নেড়ে দিয়ে এর ভিতরে গরম পানি দিয়ে দিতে হবে পরিমানমত। এই রান্নায় গরম পানি ব্যাতিত ঠান্ডা পানি দেয়া যাবে না।


ধাপ-৬ঃ

গরম পানি দেয়ার পর মাংসগুলো ভালো করে নেড়ে আবার ১০ মিনিট অপেক্ষা করতে হবে। খেয়াল রাখতে হবে চুলার তাপ যেন বেশী পরিমানে থাকে। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নেড়ে দিলে মাংস গুলো সুন্দর কষানো হয়ে যাবে।



ধাপ-৭ঃ

এবার মাংসের ভিতরে ভেজে রাখা পেয়াজ বেরেস্তা দিয়ে দিতে হবে এবং ধনিয়া গুড়া ছড়িয়ে দিতে হবে। এই উপকরন গুলী দেয়ার পর পরিমান মত লবন দিয়ে মাংস ভালো করে ২/৩ মিনিট নাড়তে হবে। তারপর আবারো ঢাকনা দিয়ে ৫ মিনিট অপেক্ষা করতে হবে।



ধাপ-৮ঃ

পাচ মিনিট পর ঢাকনা সরালে দেখতে পাবো মাংস গুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবং মাংস থেকে সুন্দর গন্ধ আসছে। এবার মাংসের ভিতরে দুই টেবিল চামচ চিনি দিয়ে হালকা নেড়ে আবার ৫ মিনিট চুলার তাপ হালকা করে ঢেকে রাখতে হবে।



ধাপ-৯ঃ

এবার ঢাকনা সরালে দেখতে পাবো গরুর মাংসের ভুনাটির সুন্দর একটা রঙ এসেছে এবং খাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে।

IMG_20210515_193130.jpg



ধাপ-১০ঃ

এবার একটি প্লেটে শসা, লেবু, ধনিয়া পাতা, পেয়াজ দিয়ে সাজিয়ে তার ভেতর মাংস রেখে দেই খাবার টেবিলে পরিবেশনের জন্য।

IMG_20210516_123538.jpg



ধাপ-১১ঃ

একেবারে শেষ পর্যায়ে আমি আমার রান্না করা খাবারটির সাথে একটি ছবি তুলে রাখি।
IMG_20210516_123712.jpg



সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।🌸🌸🌸

Sort:  
 2 years ago 

ওহ গরুর গোস্ত নাম শুনলেই জীবে জল চলে আসে ।খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন ভাই ।ধন্যবাদ ।

 2 years ago 

ভাই দুই দিন পর পর গরুর মাংস খায়, বড়লোক মানুষ। খুবই সুন্দর বর্ণনা দিয়েছেন।

 2 years ago 

tor moto choto vai thakle kew gorib thakte pare na.

 2 years ago 

গরুরু মাংস আমার খুবই প্রিয়। ভাই দাওয়াত দিবেন কবে? আপনার রেসিপি পোস্টটি বেশ তথ্যপূর্ন ছিল। ভালোভাবে উপস্থাপন করেছেন।

 2 years ago 

তুমি তো ঝোল খাও, মাংস খেতে চাও না। দাওয়াত দিয়ে কি লাভ।

 2 years ago 

গরুর মাংসের ভুনা দেখে জিভে জল এসে গেল। কিন্তু আফসোস যে খেতে পারব না শুধু দেখেই যেতে হবে।😒

 2 years ago 

গরুর মাংস ভুনা দেখে তো খাইতে ইচ্ছে করতেছে।কিন্তুু খেতে পারবো না। দেখতে হবে শুধু।

 2 years ago 

পোস্টটি অসাধারণ হয়েছে। ধারাবাহিকভাবে বিবরণ দেয়ায় পোস্টটি পড়তে সুবিধা হচ্ছে।

 2 years ago 

evabe ranna korar try korte paro.

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64928.52
ETH 3525.30
USDT 1.00
SBD 2.36