My town in 10 pics |Chittagong, Bangladesh | 23.04.2022

in Steem Bangladesh2 years ago

Assalamualaikum.

Good wishes to everyone


Hope all of you are well and enjoying the great platform of steemit.



If u like the fairy tales, visit the old town. (Ferguson)

Picture -1

IMG_20190211_172547 copy.jpg

এই ছবিটি সাগরের তীর থেকে তোলা। কিছুদিন আগে আমি ছেড়া দ্বীপ গিয়েছিলাম তখন আমি এই ছবিটি তুলি। ছবিতে দেখা যাচ্ছে কিছু জেলে তাদের মাছ ধরার নৌকা নিয়ে গভীর সাগরে যাবার জন্য প্রস্তুত হচ্ছে। সাগর এমনিতেই ভালো লাগে তার উপর জদী এরকম ছোট নৌকা থাকে তাহলে আরো সুন্দর হয় ছবি গুলা।

Location



Picture -2


20210301_124205.jpg

এই ছবিতে কিছু খেলনা গাড়ি দেখা যাচ্ছে । এগুলো মূলত বাচ্চাদের খেলার গাড়ি। এই গাড়ি গুলো চালাতে বেশ ভালো লাগে । আমাদের দেশের অধিকাংশ পার্কেই এখন এই খেওলনা গাড়ি গুলো দেখা জায়।

Location



picture -3


IMG_20210204_164157.jpg

এটি এক্টি আইস্ক্রীম শপ। এই শপ্টিতে বিভিন্ন কালারের এবং স্বাদের আইস্ক্রীম হয়। গরমের দিন এই দোকানে অনেক ভীড় থাকে। এই দোকানটি আমাদের বাজারের একদম মাঝে অবস্থিত।

Location



Picture -4


IMG_20210207_125023.jpg

এইটি দোয়েল চত্বর। আমাদের সবার খুব পরিচিত এক্টি জায়গা। এই জায়গাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এটি শহরের ব্যাস্ততম এলাকা এর এক পাশে ঢাকা মেডিকেল কলেজ রয়েছে। এছাড়াও এর এক পাশে কার্জন হল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান রয়েছে।

Location



Picture - 5


IMG_20210301_093256.jpg

জাতীয় স্মৃতিসৌধ সামনের রাস্তা এটি। আমাদের জাতীয় স্থাপনার ভেতরে অন্যতম। ১৬ ডিসেম্বর এবং ২৬ মার্চ এই জায়গায় বিপুল জন সমাগম হয়ে থাকে। এই জায়গাটি অত্যন্ত সুন্দর ভাবে সাজানো হয়েছে এবং এখানে ঢুকলেই যে কারো মন ভালো হয়ে যাবে।

Location



Picture -6


IMG_20210301_111553.jpg

এটি আহসান মঞ্জিলের একটি রেপ্লিকা।এর আসল স্থাপনাটি পুরান ঢাকায় অবস্থিত। এই ছবিটি গত কিছুদিন আগে আমি এওক্টি পার্কের ভেতর থেকে তুলেছিলাম। আমাদের দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনার রেপ্লিকা এখানে রয়েছে।

Location



Picture -7


IMG20220102153442_01.jpg

বাচ্চাদের রিং কার এটি। এই রিং কারটি বাচ্চাদের খুব প্রিয় একটি রাইদ। মাটি থেকে ২০ ফুট উপরে একটি লাইনের উপর দিয়ে এই কারটি চালানো হয়। এটিটে সাইকেলের মত প্যাডেল রয়েছে। রাইডটি দেখতেও অনেক সুন্দর।

Location



Picture- 8


IMG20220121123423_01 copy.jpg

আমাদের বাসার পাশে অবস্থিত এই দীঘির নাম লাল দিঘি। এই দিঘির পানি গুলো খুবই পরিস্কার। এর পাড়ে অনেক গুলো বসার জায়গা রয়েছে। বিকেল বেলা এখানে লোকজন বসে সময় কাটায়।

Location



Picture -9


IMG20220311171354_01.jpg

ছবিটে এক্টি ফেরি দেখা কাচ্ছে। এই ফেরিতে করে প্রতিদিন হাজারো মানুষ নদী পারাপার হয়।এই ফেরিঘাট মুন্সিগঞ্জে অবস্থিত। পদ্মা সেতু চালু হয়ে গেলে এই ঘাটটি বন্ধ হয়ে যাবে।

Location


Picture -10


IMG20220311175227_01.jpg

এটি একটি খাবার হোটেল। এই হোটেলটি পদ্মা নদীর পাশেই অবস্থিত। নদীর তাজা ইলিশ এই হোটেল গুলোতে রান্না এবং ভাজি করা হয়। এই জায়গায় অনেক দূর থেকে মানুষ নদীর তাজা ইলিশ খাওয়ার জন্য ছুটে আসে।

Location



আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য @ana07@mn14 কে আমন্ত্রণ যানাচ্ছি।

Thanks For reading.



Sort:  
 2 years ago 

সমুদ্র সৈকতের ছবিটি সত্যিই দৃষ্টিনন্দন। চট্টগ্রাম শহরের আসাধারণ কিচু ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75YES
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67130.22
ETH 3466.74
USDT 1.00
SBD 2.73