GAME REVIEW || 🎮 PUBG MOBILE GAME REVIEW 🎮 || THE MOST POPULAR GAME OF THE WORLD

in Steem Bangladesh3 years ago

হ্যালো বন্ধুরা।।


আমি আশা করছি সবাই সুস্থ ,সুন্দর আর নিরাপদ রয়েছেন ।


আমাদের আজকের টপ পোস্ট টপিক গেম রিভিউ নিয়ে। এখন পর্যন্ত আমি যত গু্লি গেম খেলেছি তার ভিতরে পাবজি মোবাইল গেমটি অন্যতম। আমি এই গেম নিয়ে এই পোস্টে উল্লেখযোগ্য কিছু বিষয় তুলে ধরছি।



"just play, have fan, enjoy the game". (Michael jordan)


পাবজি গেম নিয়ে সংক্ষিপ্ত কিছু কথাঃ

প্লেয়ার আননোওন্স ব্যাটলগ্রাউন্ড এর সংক্ষিপ্ত রুপ হচ্চে পাবজি।এই গেমটি প্রথমে মাইক্রোসফটে আসে ২০১৩ সালের দিকে এবং এর এন্ড্রয়েড ভার্সন বাজারে আসে আর অনেক পরে ২০১৮ সালে।পাবজি হল একটি অনলাইন মাল্টিপ্লেয়ার যুদ্ধের রয়েল গেম যা দক্ষিন কোরিয়ার ভিডিও গেম সংস্থা বলুহোলের সহায়ক সংস্থা পাবজি কর্পোরেশন দ্বারা বিকশিত ও প্রকাশিত। গেমটির পরিচালক,প্রজোজক ,রচয়িতা যথাক্রমে গ্রীন, গ্যাং হান কিম এবং টিম সাল্টি। গেমটি বাজারে রাজত্ব করছে প্রায় চার বছর ধরে এবং দশ কোটি বারের অধিক বার এটি প্লে স্টোর থেকে ডাউনলোড হয়েছে। এটি বিশ্বে অন্যতম সেরা গেম গুলির ভিতরে একটি। ২জিবি র‍্যাম সমপরিমাণ একটি মোবাইলেই গেমটি সুন্দর ভাবে খেলা যায়।

image.png

Source



গেমের ভিতরের কিছু কথাঃ

এটি মূলত একটি যুদ্ধ ভিত্তিক গেম। এর ভিতরে ৮*৮ আকারের বড় একটি দ্বীপে বিমান থেকে নেমে যুদ্ধ করতে হবে। প্রতিটি খেলায় মোট ১০০জন প্লেয়ার অংশগ্রহন করেন।এর ভিতর থেকে একজন বিজয়ী হন। তবে এই গেমটি ৪ জনের গ্রুপ ভিত্তিক করেও খেলা জায়। সেইক্ষেত্রে যে কন একটি গ্রুপ বিজয় অর্জন করে। গেমটির কয়রক্তি মুড রয়েছে যেমনঃ কাস্টম রম ,ট্রেনিং মুড, ওয়্যার মুড ইত্যাদি । এই গেমের অন্যতম বৈশিষ্ট্য নিজের দলের সদস্যদের সাথেও গেম চলাকালীন সময়েও কথোপকথন করা জায়।


1245717.jpg

source



গেমটি কিভাবে খেলতে হয়ঃ

পাবজি মূলত প্লেয়ার শুটার গেম। প্লেয়াররা যুদ্ধ করে বেচে থাকার জন্য। গেমটিতে ঢুকলে প্রথমে ফ্রি একটি চরিত্র দেয়া হয়। কিন্তু আপনার যুদ্ধে লড়াই করার মত কোন পোশাক থাকবেনা। কিছু কাজ সফল ভাবে শেষ করলে তবেই পোশাক পাওয়া যায়।গেমটির স্টার্ট বাটনে ক্লিক করলে সরাসরি প্যারেড গ্রাউন্ডে নিয়ে যাবে।তারপর যে ম্যাপটি বাছাই করা হবে তার উপর বিমান নিয়ে যাবে ,প্রতিটি বিমানে ১০০জন সদস্য থাকে এবং বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে নিচে নামতে হবে।

2314115.jpg

source



বিমান থেকে নামার পর আপনি অস্ত্র শূন্য অবস্থায় থাকবেন এবং সেই সময় আপনাকে অস্ত্রলুট করে যুদ্ধ সুরু করতে হবে। এছাড়াও ব্যাগ ,বোমা, স্নাইপার বন্দুক যোগাড় করতে হবে। তারপর সত্রুদেরকে খুজে খুজে মারতে হবে। সবার শেষ পর্যন্ত যে জীবিত থাকবে সে বিজয়ী হবে। গেমটি প্রথমে একটু কঠিন লাগতে পারে তবে সময়ের সাথে ঠিক হয়ে যায়।

1245687.jpg

source



পাবজি গেমের অন্যতম প্রধান অস্ত্র বন্দুক, নিম্নে বন্দুকগুলি সম্পরকে সামান্য ধারনা দিচ্ছিঃ

বন্দুকের ধরণ্মডেল
এল.এম.জিDP-28
শটগানS12K
এস.এমUMP9,Vector
স্নাইপারAWM
এ্যাসসোল্ট রাইফেলAUG,AKM

801671.jpg

2314135.jpg

source



এই গেমটি খেলতে হলে বন্দুক ছাড়াও আরো জেসব জিনিসের প্রয়োজন রয়েছে তা নিয়ে সংক্ষিপ্ত বর্ণনাঃ

ব্যাগঃ যুদ্ধ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস হল ব্যাগ। ব্যাগের ভিতরে আপনি প্রয়োজনীয় জিনিস যেমনঃ বুলেট,বোমা, ব্যান্ডেজ ইত্যাদি রাখতে পারবেন।

ভেস্টঃ ভেস্ট এর কাজ হলো ড্যামেজ কমানো। এতে করে শত্রুপক্ষের গুলি গায়ে লাগলেও আপনি আঘাত প্রাপ্ত কম হবেন। লেভেল থ্রি এর ভেস্ট সবচেয়ে ভালো।

মেডিকিটঃ শত্রুরুর গুলু শরীরে লাগ্লে লাইফ কমে জেতে থাকে। এটি মুলত লাইফ রিকভার করে লাইফ পুনরায় ১০০% করে দিতে পারে।

হেলমেটঃএটি শত্রুর গুলি থেকে আপনার মস্তিস্ককে রক্ষা করবে। যুদ্ধ ক্ষেত্রে এটি অন্যতম একটি গুরুতপূর্ণ জিনিস । স্নাইপারের একটি গুলি আপনাকে নক করে দিতে পারে।
ব্যান্ডেজঃ এটিও খেলার ক্ষেত্রে লাইফলাইনের কাজে সাহায্য করে। এটি দিয়ে ১০% লাইফ পূরন করা যায়।

ফাস্ট এইড কিটঃ এটিও মেডিকিটের মতই তবে এটি মেডিকিটের মত ১০০% লাইফ দিতে পারে না। এর সক্ষমতা ৭৫%।

পেইন কিলার ও এনার্জি ড্রিংকঃ ফাস্ট এইড কিট ব্যবহারের পর বাকি যে ২৫% থাকে এটি দিয়ে তা পূরন করা যায়। এছাড়াও এগুলো যুদ্ধ ক্ষেত্রে বাড়তি শক্তি যোগায় তখন জোরে দোড়ানো যায় এবং ক্ষতি কম হয়।

image.png

source



প্লেয়ার ক্যাটাগরিঃ পাবজি গেমে তিন ধরনের খেলোয়াড় রয়েছে যথাঃ

(১) বট-নতুন/প্রাথমিক/ দুর্বল খেলোয়াড়।
(২)নুব- মাঝারি মানের খেলোয়াড়
(৩)প্রো- দক্ষ খেলোয়াড়।
.

2314132.jpg

source



পারফরমেন্সঃ

আমার কাছে গেমটি ওভারল খুবি ভালো লেগেছে। বিশেষ করে গেমটির সাউন্ড এবং গেমটির গ্রাফিক্স এক কথায় অতুলনীয়। এই গেমটি আপনাকে সম্পূর্ণ সত্তিকারের যুদ্ধের অনুভূতি দিবে। এছাড়াও গেমের প্রতিটি ফিচার আমার কাছে ভাল লেগেছে।

2314124.jpg

source



গেমটির রেটিং নিয়ে কিছু কথাঃ

পাবলিকেলিকেশন্সস্কোর
আইজিএন৮/১০
গেম স্পট৮.৪/১০
গেম রাডার প্লাস৪/৫ স্টার
গেম স্টপ৪.৫/৫
মেটাক্রিটিক৮২%

আমার রেটিং গেমটি নিয়েঃ ৯/১০

407192.jpg

source



উপসংহারঃ

পাবজি গেমটি মোবাইলে খেলা গেলেও এটি আসল মজা পেতে হলে আপনাকে পিসিতে খেলতে হবে। গেমটি এখন পর্যন্ত বেশ কয়েকবার তাদের সংস্করণ বদলে নিয়েছে। যদিও গেমটি খেলে আয় করা যায় এবং এটিকে অনেকে বিনোদনের অন্যতম উৎস হিসেবে গ্রহণ করেছে তথাপী এটির অতিরিক্ত আসক্তি আমাদের মূল্যবান সময়কেও নষ্ট করে দিচ্ছে। তাই গেমটি উপভোগের পাশাপাশি আমাদের গেমটি ব্যবহারেও আরও সতর্ক হতে হবে।

530677.jpg

source



সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।



Cc:-

@steemcurator01, @steemitblog, @steemcurator02,



Sort:  
 3 years ago 

Good job bro

Screenshot_20210401-211759_Chrome.jpg

 3 years ago 

Thanks brother. 💕💕

 3 years ago (edited)

Nicely written bro. You have described the game beautifully.

 3 years ago 

Thanks bro for your complement. 💓💓

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.12
JST 0.027
BTC 63049.68
ETH 3022.53
USDT 1.00
SBD 2.50