Steem Bangladesh Contest || Sports🏆 || Mustafizur Rahman || 6th June, 2021

in Steem Bangladesh3 years ago (edited)

আসসালামু আলাইকুম
আমি @aniksikder from Bangladesh🇧🇩

Contest of Sports
Today is Sunday
May 06-06-2021



আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। #steem-bangladesh প্রতিদিনই কন্টেস্টের আয়োজন করে যাচ্ছে। আজকের কন্টেস্টের টপিক হলো স্পোর্টস। আজকে আমি কথা বলবো একজন ক্রিকেট ইতিহাসের কাটার মাস্টারকে নিয়ে। তিনি আমাদের গর্ব,বাংলাদেশের গর্ব,সাতক্ষীরা বাসীর গর্ব মোস্তাফিজুর রহমান।



মোস্তাফিজুর রহমান


images (16).jpeg
Source

মোস্তাফিজুর রহমান বাংলাদেশের ক্রিকেটার একজন ঊজ্জল সম্ভাবনার নাম। বাংলাদেশের মানুষের ভালোবাসার এক অপর নাম। যার জাদুকরী বলে কেপে উঠে কোটি হৃদয়। তার একেকটি বল যেন ভ্যান গগের এক একটি অপূর্ব শিল্প কর্ম। আর মুস্তাফিজ সেই হলো ক্রিকেট মাঠের ভ্যান গগ। ছোটবেলা থেকে পছন্দের খেলা ছিলো ক্রিকেট । কৈশোরে তাঁর একটু একটু করে বেড়ে উঠা ক্রিকেটের প্রতি। ব্যাটিং তাঁকে খুব আকর্ষণ না করলেও ফাস্ট বোলার হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তার অসাধারণ বোলিং নৈপুণ্যের জন্য তিনি কাটার মাস্টার খেতাব পান।



ক্রিকেট জীবনের তথ্যাবলি


images (17).jpeg
Source

খেলোয়াড়মুস্তাফিজুর রহমান
খেলাক্রিকেট
উচ্চতা৫ ফুট ১১ ইঞ্চি
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনফাস্ট বোলিং (বামহাতি)
জাতীয় দলবাংলাদেশ
টেস্ট অভিষেক২১ জুলাই ২০১৫
ওডিআই অভিষেক১৮ জুন ২০১৫
টি২০ অভিষেক২৪ এপ্রিল ২০১৫


টেস্ট পরিসংখ্যান


images (19).jpeg
Source

ম্যাচ১৪
রান৫৬
গড় রান৪.৩০
সর্বোচ্চ রান১৬
মোট উইকেট৩০
বোলিং গড়৩৬,৭৩
সেরা বোলিং৪/৩৭


ওডিআই পরিসংখ্যান


images (18).jpeg
Source

ম্যাচ৬৩
রান৭৮
গড় রান৭.০৯
সর্বোচ্চ রান১৮*
মোট উইকেট১০৭
বোলিং গড়২২,৭২
সেরা বোলিং৬/৪৩


টি২০ পরিসংখ্যান


images (20).jpeg
Source

ম্যাচ৪১
রান৪৩
গড় রান৪.৩
সর্বোচ্চ রান১৫
মোট উইকেট৫৮
বোলিং গড়২০.৫৩
সেরা বোলিং৫/২২


ঘরোয়া লীগে খেলা দল সমূহ


images (21).jpeg
Source

  • খুলনা বিভাগ
  • মোহামেডান স্পোর্টিং ক্লাব
  • ঢাকা ডায়নামাইটস
  • লাহোর কালান্দার্স
  • সানরাইজার্স হায়দ্রাবাদ
  • সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব
  • গাজী গ্রুপ চট্টগ্রাম
  • বর্তমান রাজস্থান রয়্যালস


কাটার মাষ্টারের জীবন বৃত্তান্ত


images (22).jpeg
Source

মুস্তাফিজুর রহমানের জন্ম সাতক্ষীরায় ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর। সাতক্ষীরা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে মুস্তাফিজের বাড়ি। মুস্তাফিজ ৪ ভাই ও দুই বোনের ভিতরে সবার ছোট তিনি এবং আর দশটি মদ্ধবিত্ত পরিবারের মতো মুস্তাফিজের জন্ম। মুস্তাফিজের বাবা মায়ের ইচ্ছা ছিল ডাক্তার অথবা ইঞ্জিনের বানানবে। কিন্তু ছোট বেলা থেকে ক্রিকেটের প্রতি তার বেশি ইচ্ছা ছিল এবং সারা দিন বই খাতার বদলে ব্যাট ও বল নিয়ে পরে থাকতেন। নিজ শহর সাতক্ষীরায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতায় চমকপ্রদ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেন। এরপর তাকে বিসিবি পেস ফাউন্ডেশনে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে থাকাকালীন দল নির্বাচকমণ্ডলী কর্তৃক ২০১৫ সালের বিশ্বকাপের জন্যও তিনি মনোযোগ আকর্ষণ করেন।


মুস্তাফিজের ২০১৩-১৪ মৌসুমে খুলনার পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে তার অভিষেক ঘটে। এরপর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে আট উইকেট লাভ করেন এবং এরফলে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ এ দলের সফরে অন্যতম সদস্য মনোনীত হন। এ সংক্ষিপ্ত সফরের পর অন্যতম সেরা বোলার হিসেবে তিনি বিবেচিত হন ও ধীরে ধীরে বলের বৈচিত্র্যতা বৃদ্ধিতে সচেষ্ট হন। শুরুতে তার বলে পেস কম থাকলেও ২০১৪-১৫ মৌসুমে ১৯.০৮ গড়ে ২৬ উইকেট দখল করেন। বাংলাদেশের ১৫ মার্চ ২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদ হামলা হলে বাংলাদেশ টেস্ট দলের কয়েকজন সদস্যের সাথে তিনিও সন্ত্রাসী হামলার প্রত্যক্ষদর্শী হন এবং অল্পের জন্য বেঁচে যান। তারপরে ২০১৯ সালের ২২ মার্চ তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।



যেসব জায়গায় মুস্তাফিজ বিশেষ


images (23).jpeg
Source

মুস্তাফিজ তিন ম্যাচের কোন আন্তর্জাতিক ওয়ানডে সিরিজে মুস্তাফিজের নেয়া উইকেটের সমান সংখ্যক উইকেট কেউ পায়নি কখনও। ২০১৫ সালে ভারতের বিপক্ষে ৩ ম্যাচে তিনি পেয়েছিলেন ১৩ উইকেট। মুস্তাফিজ ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে অভিষেকেই ম্যাচ সেরার পুরষ্কার পেয়েছেন। ওয়ানডে ভারতের বিপক্ষে, টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট পাওয়া বোলারদের তালিকায় আছেন মুস্তাফিজুর রহমান। বোলারদের স্ট্রাইক রেটের তালিকায় মুস্তাফিজ বিশ্বে ছয় নম্বরে আছেন। প্রতি ২৬.৬ বলে একটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজ।



ফিজকে নিয়ে আমার মতামত


images (24).jpeg
Source

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একজন অসাধারণ প্লেয়ার এবং আমরা এখন চিনি কাটার মাস্টার হিসাবে। মুস্তাফিজকে ব্যাক্তি হিসাবে আমার অনেক ভালো লাগে এবং মুস্তাফিজ অনেক নরম ও শান্ত মানুষ। মুস্তাফিজের ভিতরে কোনো রাগ এবং অহংকার নেই তাই বেশি ভালোবাসি। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতির একটা কথা এখনো মনে পরে, কিশোরগঞ্জে এক জনসভায় এমন উচ্ছ্বাস প্রকাশ পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের কণ্ঠে। "কাটারের পর কাটার, এমন কাটার জীবনেও দেখিনি।


আমাদের এখনো মনে আছে ভারতের সাথে দুটো ম্যাচে - নিদাহাস ট্রফির ফাইনাল ও এশিয়া কাপের ফাইনাল। বাংলাদেশের বেশ হৃদয় বিদারক পরাজয় ঘটেছিল সেবার, তবে বাংলাদেশকে যদি কেউ জয়ের কাছাকাছি নিয়ে গিয়ে থাকেন, তিনি সেই মুস্তাফিজই। সর্বশেষে বলতে চাই বাংলাদেশ ক্রিকেট অনেক ধুরে এগিয়ে যাবে এবং ফিজের কাটার দিয়ে সামনে বিশ্ব ক্রিকেটয়ে মাথাউচু করে দাঁড়াতে পারবে বাংলাদেশ।



Thanks

@aniksikder

Sort:  
 3 years ago (edited)

স্টীম বাংলাদেশ কমিউনিটি আপনার পাশে থাকবে যদি আপনি পাওয়ার আপ করেন৷ ১ সপ্তাহ আমরা আপনাকে লক্ষ্য করবো আপনি পাওয়ার আপ করতেছেন কিনা। যদি আপনি পাওয়ার আপ করতে ব্যর্থ হন৷ তাহলে আমরা কমিউনিটি থেকে আপনাকে আর সাপোর্ট করবে না। আর কমিউনিটি একাউন্টে ডেলিগেশন করুন।

 3 years ago 

অবশ্যই আমি প্রস্তুত ডেলিগশন করার জন্য। আমি 5 দিন পরে স্টিম বাংলাদেশের ডেলিগশন করবো ইনশাআল্লাহ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68804.96
ETH 2441.52
USDT 1.00
SBD 2.33