Steem Bangladesh Contest - Movie review📽️(The greatest game ever played) || 16/06/2021

in Steem Bangladesh3 years ago (edited)

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই ভাল আছেন। আমি আল্লাহ তায়ালার অনুগ্রহে ভাল আছি। আজ আমি স্টিম-বাংলাদেশ সম্প্রদায় আয়োজিত মুভি রিভিউতে অংশ নিতে চলেছি। আমি এই জাতীয় প্রতিযোগিতার আয়োজনের জন্য স্টিম-বাংলাদেশ সম্প্রদায়কে আমার শুভেচ্ছা জানাতে এবং ভালবাসা জানাতে চাই। আজকে আমি আপনাদের মাঝে যে মুভিটি রিভিউ করব মুভিটির নাম হলো:-


images.jpeg
The greatest game ever played
Source



Directed byBill Paxton
Based onThe Greatest Game Ever Played: A True Story
Music byBrian Tyler
Release dateSeptember 30, 2005
Running time120 minutes
CountryUnited States
LanguageEnglish

Source



IMG_20210616_084941.jpg


১৮৭৯ আইস্ল্যান্ড অফ জার্সি ভার্ডন কটেজে একটা ছোট্ট ঘরে সবাই ঘুমাচ্ছিল। ওখান থেকে পিচ্চি একটা ছেলে বাইরে থেকে আসা আওয়াজের কারণে ঘুম ভেঙে যায়।বাইরে গিয়ে দেখে কিছু ইংরেজ আসছে তাদের ঘরের বাইরের জমিতে গল্ফ ক্লাবের জন্য সার্ভে করতে।মুলত গ্লফ হাই প্রোফাইল ক্লাস মানে বড়লোকেদের খেলা ছিল।লো আর মিডল ক্লাস দের এ খেলাতে অনুমতি দেয়া হতনা।



IMG_20210616_084824.jpg


১৯০০ সালে কান্ট্রি ক্লাবে ছোট্ট ফ্রান্সেস শহরের সবচেয়ে ধনীলোক এম্ব্রি ওয়ালিসের ক্যাডির কাজ করা শুরু করে।গোল্ফ খেলাতে যে গেইম খেলে মানে গোল্ফার তার একজন এসিস্ট্যন্ট থাকে যাকে ক্যাডি বলা হয়।যে পুরো গেইম চলাকালীন সময়ে গল্ফ ক্লাব গুলো নিজের কাছে রাখে।



IMG_20210616_085029.jpg


ফ্রান্সিস মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। ক্যাডির কাজ করার সময় ফ্রান্সিস একটি গল্ফ বল পেয়েছিল।যেখানে ঐ সময়ের বিখ্যাত গল্ফার হ্যারি ভার্ডন এর নাম লিখা ছিল।এজন্য তার আগ্রহ হ্যারি ভার্ডনের প্রতি বেড়ে যায়।এরপরের দিন মাস্টার এলিক ক্যাম্পবেল তাকে একটা ক্লাব দেই। বাড়িতে সে প্র‍্যাক্টিস করে।তার মাও সাপোর্ট করে।



IMG_20210616_085010.jpg


ঐ সময়ে শহরে একটা গল্ফ এক্সিবিশন অনুষ্ঠিত হতে যাচ্ছিল। যেখানে অতিথি হিসাবে হ্যারি ভার্ডন ও থাকবে। ফ্রান্সিস তার বাবার কাছে ওখানে যাওয়ার জন্য অনুমতি চাইতে লাগল। কিন্তু তিনি বললেন এটা জেন্টলম্যান্টদের খেলা। বিশেষ অর্থে ধনীলোকদের।কিন্তু তার মা তাকে নিজেই ওখানে নিয়ে যায়।




ফ্রান্সিস এখন বড় হয়ে গেছে।নিজের পরিশ্রমের ফলে পাবলিক হাইস্কুল গল্ফ চ্যাম্পিয়নশিপ জিতেছে।জিতার ফলে কিছু লোক তাকে চিনতে শুরু করল। মি : হ্যাস্টিং তার সাথে খেলার জন্য অফার করেছে।ফ্রান্সিস তার ক্যাডির কাজ করে।গোল্ফ খেলায় যারা ক্যাডির কাজ করে তাদের খেলার পারমিশন দেয়া হইনা। এ স্বত্বেও হ্যাস্টিং খেলার অফার করেছে।



খেলার সময় মাস্টার ক্যাম্পবেল ফ্রান্সিস কে দেখতে আসে।সে নার্ভাস হয়ে কিছু ভুল করে ফেলেছিল।ফ্রান্সিস্কোর স্কোর ছিল ৮১।এক রড এ ১৮ বার গল্ফ কে গর্তে ফেলতে হয়। ও টোটাল ৮১ শর্টস মেরে ১৮ বার গর্তে ফেলেছিল কান্ট্রি কোর্সের টপ গ্রাউন্ডে প্রথমবার।



IMG_20210616_085059.jpg


অথরিটির প্রধান হাওয়ার্ড ফ্রান্সিস্কোর ইন্টারভিউ নেয়। তিনি জানতে পারলেন ফ্রান্সিস কো একজন ক্যাডি।স্টেডম্যান চলে আসে তিনি বলেন সে খেলতে পারবেনা।শুধুমাত্র মেম্বারস রাই কোয়ালিফাই রাউন্ডে খেলতে পারবে। কোয়ালিফাই রাউন্ডে খেলতে হলে ৫০ ডলার এন্ট্রান্স ফি দিতে হবে। যা ঐ সময়ে ফ্রান্সিস্কোর জন্য বেশি ছিল।



IMG_20210616_093432.jpg


পার্টি ধনীদের ছিল বলে সে খানিক টা নার্ভাস ফিল করে।সেখানে সারা ওয়ালিসের সাথে দেখা হয়।সারা ওয়ালিসের বাবা ও ভাই ফ্রান্সিসের সাথে দেখা করে তার ক্লাস মনে করিয়ে দেয় সে যে নিম্ন শ্রেনী থেকে উঠে এসেছে তা মনে করিয়ে তাকে অপমান করে।



ফ্রান্সিস বস্টনে একটা শপে কাজ করা শুরু করে।গোল্ফ ছেড়ে ফ্যামিলিদের সাথে কাজ করে।একদিন হ্যাস্টিং ইউএস গোল্ফের প্রেসিডেন্ট রবার্ট ওয়াটসন কে সাথে করে দেখা করতে নিয়ে আসে। উনি চান ২ সপ্তাহ পর হওয়া ইউএস টুণার্মেন্টে ফ্রান্সিস যাতে অংশগ্রহণ করে।কিন্তু ফ্রান্সিস তার বাবাকে দেয়া ওয়াদার কারণে গোল্ফ খেলবেনা বলে দেয়।



IMG_20210616_093444.jpg


পরের দিন কান্ট্রি ক্লাবে ফ্রান্সিস গোল্ফ সরঞ্জাম ডেলিভারি দিতে গিয়ে তার আইডল হ্যারি ভার্ডন কে দেখতে পায়।পরক্ষণেই সে নিজের মত বদলে রবার্ট ওয়াটসন কে অনুরোধ করে তাকে যেন গোল্ফ খেলতে দেয়া হয়। কোয়ালিফাই রাউন্ডে সে এবার জিতে যায়।এরপরে একটি কনফারেন্স হয় সব প্রফেশনাল গোল্ফারদের নিয়ে।যেখানে বলা হয় ইউএস ওপেন পরবর্তী ২ দিন চলবে ৪ রাউন্ড করে।যেখানে প্রতি রাউন্ডে ১৮ টি হোলস থাকবে।যে জিতবে থাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।



IMG_20210616_093457.jpg


ইউএস ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ম্যাক ডার্মট হ্যারি ভার্ডন ও অন্য ব্রিটিশ গোল্ফার কে এগ্রেসিভ মুডে চ্যালেঞ্জ করে এবার তারা চ্যম্পিয়ন হতে পারবে না। পরের দিন শুরু হওয়া গোল্ফ ম্যাচের আগেই ফ্রান্সিসেরর ক্যাডি ভালো টিম পেয়ে যায় সে মানা করে দেয় ফ্রান্সিসের ক্যাডি হতে।ফ্র‍্যান্সিস সমস্যায় পরে বাধ্য হয়ে তার বন্ধু জ্যাকে কে তার ক্যাডি হওয়ার অফার করে।সে রাজি হয়।



IMG_20210616_084732.jpg


সন্ধ্যার ডিনারে ব্রিটিশ এমিচার চ্যাম্পিয়ন উইল্ফ্রেড রিড হ্যারি আর ট্রেড্রির লো ক্লাস হওয়ার তাদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে।ট্রেড তার সাথে মারপিট শুরু করে। এতে বুঝা যায় উচ্চ শ্রেনীর লোকেরা নিম্ন শ্রেনী বা ওয়ার্কার শ্রেনীর লোকেদের খেলাতে চান্স দিতে চাইনা।



IMG_20210616_093509.jpg

হ্যারি, ট্রেড রি, আর তার পিতা তাকে দেখতে আসে যা দেখে ফ্রান্সিস আবারো ট্র‍্যাক হারিয়ে ফেলে ভুল শর্ট করে ফেলে।এডি তাকে সারা ওয়ালিসের দেয়া লাকি চার্ম টা দেয় ফ্রান্সিস রিল্যাক্স হয়ে আবার গেইম শুরু করে।এদিকে ব্রিটিশ রা মনে করতে শুরু করে গেইম তারাই জিতবে।কিন্তু এখনো টুণার্মেন্ট বাকি।



IMG_20210616_085139.jpg


ফাইনাল রাউন্ডে ফ্রান্সিসের ম্যাচ হ্যারি ও ট্রেড রের সাথে হয়।ফ্রান্সিস শর্ট দিয়ে তাদের থেকে এগিয়ে যেতে থাকে।কিন্তু এক জায়গায় ভুল করে ফেলে।হ্যারি এই চান্স টা নিয়ে ফেলে। ট্রেড রি এমন এক শর্ট করে গোল্ফ বল মাঠের বাইরে জঙলে গিয়ে পরে।সে ম্যাচ থেকে বাদ পরে।



পরের বছর হ্যারি তার ষষ্ঠ ব্রিটিশ চ্যাম্পিয়ন জিতেছিল, এটি একটি রেকর্ড।যদিও তিনি ১৯৩৭ সালে মারা গেছেন, তবুও তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইংলিশ খেলোয়াড় হিসাবে বিবেচিত। অ্যাডি বহু মিলিয়নেয়ার হয়েছেন। ফ্র‍্যান্সিস বিশিষ্ট ব্যবসায়ী হয়েছেন। তিনি দুটি আমেরিকান এমেচিউর চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এবং গেমটির সবচেয়ে প্রশংসিত রাষ্ট্রদূত হয়েছিলেন।



মুভি থেকে শিক্ষা

স্বদিচ্ছা,চেষ্টা,পরিশ্রম,লেগে থাকা মানুষকে কতদুর নিতে পারে তার প্রমাণ ২০ বছরের ইউএস গোল্ফ চ্যাম্পিয়নশিপ ফ্র‍্যান্সিস উইমেট।সফল হওয়ার জন্য কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সেটা ম্যাটার করেনা।কোয়ালিটি দিয়েই নিজের জায়গা নিয়ে নিতে পারে। ভাললাগার ক্ষেত্রটি তে কাজ করলে এগিয়ে যাওয়া ছাড়া পিছিয়ে পরার সম্ভাবনা নেই।


images (1).jpeg

Source



মুভি সম্পর্কে আরো জানতে ঘুরে আসতে পারেন।



আমি এই পোস্টে ব্যবহৃত কিছু ছবি মুভি থেকে নিয়েছি। আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে। পোস্টটিতে কোন ভুল-ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।



ধন্যবাদ সবাইকে

@aniksikder

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 53807.82
ETH 2237.98
USDT 1.00
SBD 2.30