Steem Bangladesh Contest - Book Review || নেভার স্টপ লার্নিং - আয়মান সাদিক

in Steem Bangladesh3 years ago

হ্যালো বই প্রেমীরা


আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে @steem-bangladesh কমিউনিটির এর কনটেস্ট ছিল "বুক রিভিউ"। আর এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আমি আমার সব থেকে পছন্দের আরেকটি বইটির রিভিউ দেব। আশাকরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই বইটি হলো আয়মান সাদিকের লেখা নেভার স্টপ লার্নিং।

Ayman 1.png
Source



রিভিউবুক
বইয়ের নামনেভার স্টপ লার্নিং
লেখকআয়মান সাদিক
প্রচ্ছদঅন্তিক মাহমুদ
প্রকাশনীঅধ্যয়ন
প্রথম প্রকাশফেব্রুয়ারী ২০১৮
ধরনআত্ম-উন্নয়নমূলক
ভাষাবাংলা
বইয়ের দাম২৫৫ টাকা
বইটি কেনার লিংকএখানে


নেভার স্টপ লার্নিং বই এর ভূমিকা

শেখার কোনো নির্দিষ্ট সময়, স্থান কিংবা সীমা-পরিসীমা নেই। আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত নতুন নতুন বিষয় সম্পর্কে জানছি ও শিখছি। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব জীবন ও কর্মমুখী শিক্ষাও সমভাবে প্রয়োজনীয়। আর তাই, সমাজে ও কর্মক্ষেত্রে নিজের অবস্থানকে দৃঢ় করতে আমাদেরকে বেশিকিছু কৌশল রপ্ত করতে হবে। এ কৌশল বা আইডিয়াগুলোই আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ বইটিতে এমনই কিছু ছোট্ট ছোট্ট আইডিয়া, কৌশল, হ্যাক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হয়েছে যাতে করে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা লেখাপড়াকে প্রাধান্য দেয়ার পাশাপাশি নিজেদেরকে দক্ষ, অভিজ্ঞ, যোগ্য, কুশলী এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাটাকেও প্রাধান্য দেয় এবং প্রিয় বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা পালন করতে পারে।

non.JPG
Source



নেভার স্টপ লার্নিং বই এর সূচি

  • আমাদের শিক্ষাব্যবস্থা ও কিছু স্বপ্নের কথা-১১
  • দৃষ্টিভঙ্গী বদলালেই বদলে যাবে জীবন-১৪
  • চীনা বাঁশের গল্প -১৭
  • মাদিবা থেকে আমাদের অনুপ্রেরণা।- ২০
  • আমার ভর্তি যুদ্ধের গল্প।- ২৩
  • এবার মানসিক অশান্তিকে জানাও বিদায়- ২৬
  • একটি ভিডিও বাঁচাতে পারে লক্ষ প্ৰাণ।-২৯
  • দোষটা কি আসলে তেলাপোকার?- ৩২
  • পৃথিবীর সবথেকে ভালো আইডিয়াগুলো কোথায় পাওয়া যায়?-৩৮
  • সুন্দর মানসিকতা গড়ে তোলার ৬টি উপায়।-৪০
  • সিজিপিএ আসলে কতটা প্রয়োজন?- ৪৩
  • মন ভালো করার টোটকা -৪৬
  • একজন বৃক্ষমানবের গল্প। -৪৯
  • সময় বাঁচানোর শতভাগ কার্যকর কৌশল।-৫২
  • ফেসবুক সদ্ব্যবহারের ৩টি কার্যকরী আইডিয়া- ৫৫
  • ছাত্রজীবনে অর্থ উপার্জনের ১০টি উপায়।- ৫৮
  • ডিজিটাল ওরিয়েন্টেশন ও একটি স্বপ্নের কথকতা -৬২
  • শিক্ষাজীবনে যে ১০টি কাজ না করলেই নয়-৬৫
  • প্রতিনিয়ত করে চলেছি যে ৪টি ভুল!- ৬৯
  • বিনোদনের ফাঁকে ফোকাস করো নিজের উন্নতি- ৭২
  • ভোকাবুলারি জয়ের ৫টি কৌশল- ৭৫
  • অপরিচিতের সাথে কিভাবে ফোনে কথা বলবে-৭৭
  • সালাম দেয়া এবং ভালা গুণের প্রশংসা করা।-৮০
  • “তোকে দিয়ে কিছু হবে না” থেকে আত্মরক্ষার কৌশল -৮৩
  • একটি কমন অভ্যাস -৮৬
  • পরিশ্রমকে হ্যা বললা। -৮৯
  • প্ৰতিযোগিতায় যে গুণ গুলো থাকা প্রয়োজন। -৯১
  • আইডিয়াকে কাজে লাগাও, সাফল্যের পথে পা বাড়াও -৯৪
  • নিয়ন্ত্রণে রাখো নিজের সুখ -১০১
  • হয়ে ওঠো পাওয়ার পয়েন্টের জাদুকর -১০৪
  • টলারেন্স নিয়ে আমার অভিজ্ঞতা। -১০৭
  • চ্যাটিং করা থেকে যদি দারুণ কিছু হয়, চ্যাটিং করা ভালো! -১০৮
  • রাজার অসুখ আর দৃষ্টিভঙ্গির পরিবর্তন। -১১১
  • বিশ্ববিদ্যালয় জীবন গড়ে তোলে এক্সট্রা কারিকুলার কার্যক্রম দিয়ে -১১৬
  • Sunk Cost-কে ‘না’ বলো, সাফল্যের পথে এগিয়ে চলো!- ১১৯
  • ইন্টারভিউয়ের কথকতা -১২১
  • এখনই লিখে ফেললা তোমার সিভি! -১২৪
  • ফেসবুকের সঠিক ব্যবহার করে হয়ে ওঠো আদর্শ নাগরিক। -১২৭
  • সময় নষ্টের মূলে যে ৮টি কারণ -১৩০
  • সময় ব্যবস্থাপনার ৫টি কার্যকর কৌশল। -১৩৪
  • সমালোচনা -১৩৭
  • নিজেকে জানা, Elevator Pitch এবং আমাদের অবস্থান। -১৩৯
    Source


আমাদের যদি বই পড়ে বদলে ফেলা যেত নিজেকে

শেখা যেত হতাশা থেকে মুক্তি পাওয়ার, অপরিচিত কারো সাথে প্রথমবারের মতো ফোনে কথা বলার কিংবা সময়কে সঠিকভাবে কাজে লাগানোর মতো দারুণ ও প্রয়োজনীয় কিছু কৌশল। নেভার স্টপ লার্নিং বইটিতে সংক্ষেপে বর্ণিত আছে তেমনি কিছু আইডিয়া যেগুলো বর্তমান প্রজন্মের পাঠকদের ব্যক্তিত্বের বিকাশ ও উন্নয়নে সহায়তা করবে! বইটিতে মূলত চারভাগে ভাগ করে আইডিয়া, হ্যাকস,কৌশল বর্ণনা করা হয়েছে। লাইফ হ্যাকস, প্রেরণামূলক, ক্যারিয়ার এবং পড়াশোনার টিপস।

dhsqhd1111.JPG
Source



বইটি নিয়ে আমি যতটুকু বুজতে পেরেছি এবং আমার মতামত

আয়মান সাদিকের বই বরাবরই আমার ভালো লাগে, প্রত্যেকটা বইয়ে উনি শিক্ষামূলক মেসেজ দেন। বইয়ের কভারও যথেষ্ট মননশীল হয়েছে। অন্তিক মাহমুদের ডিজাইন, আর্ট প্রশংসা না করে উপায় নাই।আর একটা কথা, একটি বই না পড়লে বোঝা যায় না সেটি আমাদের কতটুকু জ্ঞান দেয়। ওভারঅল বই পড়ার চেয়ে ভালো কিছু হতেই পারে না। নতুন ছেলেমেয়েরা এসে নতুন জ্ঞান কাজে লাগিয়ে একটা প্রযুক্তি আপডেট করিয়ে অল্প অভিজ্ঞতা দিয়েও,আপনাকে টপকে সামনে চলে যাবে। তাই বলি, নেভার স্টপ লার্নিং এন্ড ডোন্ট আন্ডার এস্টিমেট দি পাওয়ার অফ দ্যা টেকনোলজি। 'নেভার স্টপ লার্নিং' বইটিতে সংক্ষেপে বর্ণিত আছে তেমনি কিছু আইডিয়া যেগুলো বর্তমান প্রজন্মের পাঠকদের কল্পনা আর সৃজনীশক্তির বিকাশের পাশাপাশি ব্যক্তিত্বের বিকাশ ও উন্নয়নে সহায়ত করবে। কাজেই নিজের পড়াশুনা বাড়ান। লাইব্রেরি বড় করুন। এককালীন পুরানো জ্ঞান বা ডিগ্রী নিয়ে, বছরের পর বছর অভিজ্ঞতা দিয়েও কোন লাভ হবে না, যদি না নিজেকে আপডেট না করেন।

যে কারণে বইটি পড়বেন এবং সাফল্য হবেন


আমাদের অধিকাংশই বই বলতে মূলত দুরকমের বইকে বুঝি। একটা পাঠ্যবই অন্যটা গল্পের বই। হাজারো ফিকশনের ভীড়ে আমরা আজকাল অন্য কোনও বিষয় নিয়েও যে লেখা যেতে পারে তা ভুলতেই বসেছি। বই পড়ে আমরা আমাদের কল্পনাশক্তি সৃজনশীলতা ইত্যাদি গুণাবলির বিকাশ ঘটাতে পারি। কেমন হতো যদি বই পড়ে বদলে ফেলা যেত নিজেকে। শেখা যেতো হতাশা থেকে মুক্তি পাওয়ার, অপরিচিত কারও সাথে প্রথমবারের মতো ফোনে কথা বলার কিংবা সময়কে সঠিকভাবে কাজে লাগানোর মতো দারুণ এবং বাস্তব জীবনে অত্যন্ত প্রয়োজনীয় কিছু কৌশল। 'নেভার স্টপ লার্নিং' বইটিতে সংক্ষেপে বর্ণিত আছে তেমনি কিছু আইডিয়া যেগুলো বর্তমান প্রজন্মের পাঠকদের কল্পনা আর সৃজনীশক্তির বিকাশের পাশাপাশি ব্যক্তিত্বের বিকাশ ও উন্নয়নে সহায়ত করবে।

Ayman 3.jpg
Source



অবশেষে বলবো বইটি অবশ্যই পড়ার চেষ্টা করবেন এবং এই বইটি আমি মনেকরি সকল ছাত্র-ছাত্রীদের জন্য অনেক সাহায্যকারী হবে। বইয়ের নামটি যেমন “নেভার স্টপ লার্নিং" বইটি পড়ার পর আসলেই অনুপ্রেরণা হিসেবে কাজ করবে নতুন কিছু শিখতে।



ধন্যবাদ সবাইকে

@aniksikder

Sort:  

ভালো লিখছেন অনেক

 3 years ago 

শুকরিয়া প্রিয় আপু।

 3 years ago (edited)

অনেক ভালো একটি রিভিউ দিয়েছেন এবং আয়মান সাদিক আমার পছন্দের একজন মানুষ

 3 years ago 

ধন্যবাদ প্রিয় ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61472.96
ETH 2381.86
USDT 1.00
SBD 2.56