THE DIARY GAME : 08/10/2020- CLEANING MY ROOM
MORNING 6 A.M
বন্ধুগণ আজকের দিনের বেশিরভাগ সময়টা কেটে গেছে আমার নিজের ঘর পরিষ্কার করতে করতে। আজকে সকালে ঘুম থেকে উঠেছি ছয়টার সময় এবং ঘুম থেকে উঠবার পর আমি হাটতে বের হয়। আজকে খুব বেশিদূর হাঁটতে যায়নি এবং আজকে 30 মিনিটের হেঁটে আমি বাড়িতে ফিরে আসি। বাড়িতে ফিরে এসে দাঁত ব্রাশ করে আমি আটটার দিকে সকালের নাস্তা খাই। আজকের সকালের নাস্তায় দুইটা রুটি ও ডিম ভাজি খেয়েছি। সকালের খাবার খেয়েই আমি শুরু করি আমার ঘর পরিষ্কারের কাজ। অনেকদিন ঘর পরিষ্কার না করার কারণে ঘরে অনেক ময়লা জমে ছিল। আজকে তাই সকালে উঠেই ভেবেছি ঘর পরিষ্কারের কাজ শুরু করব। তাই সকাল দশটায় শুরু করি ঘর পরিষ্কারের কাজ। আমি ও আমার মা দুজনে মিলে একসাথে ঘর পরিষ্কার করার কাজ শুরু করি। ঘরে অনেক ময়লা থাকবার কারণে অনেকটা সময় লেগে যায় পরিষ্কার করতে। আমি সকাল দশটায় শুরু করি ঘর পরিষ্কারের কাজ এবং ঘর পরিষ্কার করতে প্রায় দুইটা বেজে যায়। তাই আজকে দুপুরের খাবার খেতে অনেকটা দেরি হয়ে যায়।
2.00 P.M
দুইটার সময় আমি গোসল করতে যাই এবং গোসল করে এসে দুপুরের খাবার খায়। দুপুরের খাবারে বিশেষ কিছু ছিল না এবং আজকে দুপুরে খেয়েছি ভাত ও ডাউল ছিল। দুপুরের খাবার খেতে খেতে তিনটা বেজে যায় এবং দুপুরের খাবার শেষ করে আমি একটা কার্টুন দেখতে শুরু করি । প্রায় চারটা পর্যন্ত আমি কার্টুন দেখতে থাকি।তারপর আমি কিছুক্ষণ পড়তে থাকি একটা গল্পের বই।
5.00 P.M
তারপর পাঁচটার দিকে আমি বন্ধুদের সাথে ঘুরতে বের হই এবং আছে ঘুরতে ঘুরতে গিয়েছিলাম নদীর ধারে। নদীর ধারে গিয়ে দেখলাম নদীতে প্রচুর ভিড় রয়েছে তবে সেখান থেকে আজকে ছবি তুলতে পারিনি। কারণ মোবাইলে চার্জ ছিল না এবং মোবাইলটা বাড়িতে চার্জে দিয়ে রেখেছিলাম। তারপর আমি সাতটার দিকে বাড়িতে ফিরে আসি এবং বাড়িতে ফিরে এসে একটা নাটক দেখতে শুরু করি। নাটকটা আমি ইউটিউবে গিয়ে দেখি এবং নাটকটা মজার ছিল এবং আমার পছন্দের একজন নায়ক ছিল সেই নাটকে। নাটকটা দেখে শেষে আমি নয়টার দিকে এই পোস্টটা লিখতে শুরু করি। এই পোস্টটা লেখা শেষে আমি রাতের খাবার খায়। এই ভাবেই আমার আজকের দিনটা শেষ হয়েছে এবং প্রার্থনা করি আপনাদের দিনটা আনন্দের সাথে শেষ হোক।
নিজের ঘর গোছানো খুব ভালো কাজ ভাই। আমি গোছাই আবার আগের মতই হয়েযায়। কত বার যে আমার টেবিল গোছাইছি কিন্তু যেই লাউ সেই কদু।
#onepercent
#bangladesh