My favorite teacher | আমার প্রিয় শিক্ষক | Steem Bangladesh Weekly Contest 24/05/2021 [email protected]
আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমিও আল্লাহর রহমত এ ভালো আছি। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই @STEEM-BANGLADESH কে এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। এরকম সুযোগ খুব একটা হয় না প্রিয় শিক্ষক কে নিয়ে বলার আজ আমি বলতে যাচ্ছি।
সামছু স্যার
বয়স ৬৩
একদিন এক দোকানে আমায় এক লোক ডাক দেন, আমি যাই, আর যাওয়ার সাথে সাথে আমায় ওনি বলেন কান ধরতে, আমি কিছুই বুঝতে ছিলাম না যে আমার কি করা উচিত , অবশেষে কান ধরলাম আর উনি অট্টহাসি দিয়ে বললেন তোর মা কেউ কান ধরিয়েছি তোকেও কেন ধরালাম।
আমার প্রিয় শিক্ষকের নাম সামছুল হক ।
উনি ছিলেন আমার স্কুলের বাংলা শিক্ষক,
মজার ব্যপারটি হচ্ছে ওনি আমার মা এর শিক্ষক ছিলেন আমারো শিক্ষক ছিলেন।
ক্লাসে এসেই সে আমায় পরা ধরতেন না পারলে শাস্তি তখনও মজাই লাগতো আর এখন এইসব মনে পড়তে শুধু দীর্ঘশ্বাস। জিবনের অনেক বড় একটা পাওয়া এটা যে অনি আমার শিক্ষক ছিলন
নাতি ছাত্রও বলতেন ওনি আমাকে । ব্যপার টা মজার ছিলো , ক্লাসের দুষ্টু ছেলে দের এসেই আগে শাস্তি দিতেন আর বলতেন তোরা দুষ্টামি করবি আমি জানি তাই আগেই তোদের থামিয়ে দিলাম, হাহা ভাবলেই অবাক লাগে স্কুল জিবনের দিন গুলো কত জলদি শেষ হয়ে গেছে।
স্যার সব সময় একটা কথা বলেতেন নিজেকে জানো নিজের জন্য জানো।
আর পড়া না পারলে বলতেন জানার কোন শেষ নাই বারি খাওয়ারও কোন শেষ নাই।
সব সময় মজা করে কথা বলেন তিনি আর এই জন্যই হয়তোবা কেউই অমনোযোগী হতে পারতেন না তার ক্লাসে।
একদিন স্কুলে এসেই শুনলাম স্যার রিটায়ার করে চলে যাবেন, সেদিন স্যারের জন্য মন খারপ হয়েছিলো আমাদের পুরো ক্লাসের।
অনেক কিছু শিখেছি স্কুল জিবনে,কিছু অসাধারণ শিক্ষকও পেয়েছি তবুও প্রিয় শিক্ষকের কথা আসলে সামছু স্যারের নামই সবার আগে মাথায় আসে।
স্যার এখনো সুস্থতার সাথেই বেচে আছেন সবাই ওনার জন্য দোয়া করবেন।।