Jibon Shongit | Poetry by @alokroy647 | Steem Bangladesh

in Steem Bangladesh3 years ago (edited)

Hello Everyone,

This is @alokroy647 from Dhaka, Bangladesh

How are you all????? I hope you all are doing well by the blessings of Almighty. Today i have tried by bestyo recite a poem "Jibon Shongit". I hope you all may like my poetry.

Poetry Video Link :-

কবিতার চরণ:-

জীবন-সঙ্গীত

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে
এ জীবন নিশার স্বপন,
দারা পুত্র পরিবার, তুমি কার কে তোমার
বলে জীব করো না ক্রন্দন;
মানব-জনম সার, এমন পাবে না আর
বাহ্যদৃশ্যে ভুলো না রে মন;
কর যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়,
ওহে জীব কর আকিঞ্চন।
করো না সুখের আশ, পরো না দুখের ফাঁস,
জীবনের উদ্দেশ্য তা নয়,
সংসারে সংসারী সাজ, করো নিত্য নিজ কাজ,
ভবের উন্নতি যাতে হয়।
দিন যায় ক্ষণ যায়, সময় কাহারো নয়
বেগে ধায় নাহি রহে স্থির,
সহায় সম্পদ বল, সকলি ঘুচায় না রে মন;
আয়ু যেন শৈবালের নীর।
সংসার-সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ়পণে,
ভয়ে ভীত হই(ও) না মানব;
কর যুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ
মহিমাই জগতে দুর্লভ।
মনোহর মূর্তি হেরে, ওহে জীব অন্ধকারে,
ভবিষ্যতে ক’রো না নির্ভর;
অতীত সুখের দিনে, পুনঃ আর ডেকে এনে,
চিন্তা ক’রে হইও না কাতর।
সাধিতে আপন ব্রত, স্বীয় কার্যে হও রত,
একমনে ডাক ভগবান,
সঙ্কল্প-সাধন হবে ধরাতলে কীর্তি রবে,
সময়ের সার বর্তমান।
মহাজ্ঞানী মহাজন, যে পথে ক’রে গমন,
হয়েছেন প্রাতঃস্মরণীয়,
সেই পথ লক্ষ্য ক’রে স্বীয় কীর্তি ধ্বজা ধ’রে
আমরাও হব বরণীয়।
সমর-সাগর-তীরে পদাঙ্ক অঙ্কিত ক’রে
আমরাও হব হে অমর;
সেই চিহ্ন লক্ষ্য ক’রে অন্য কোন জন পরে,
যশোদ্বারে আসিবে সত্বর।
ক’রো না মানবগণ, বৃথা ক্ষয় এ জীবন,
সংসার-সমরাঙ্গন মাঝে;
সঙ্কল্প করেছ যাহা, সাধন করহ তাহা,
রত হয়ে নিজ নিজ কাজে।

DeviceRealme Narzo 20

💗💗Thank You💗💗

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.20
JST 0.036
BTC 93175.22
ETH 3418.88
USDT 1.00
SBD 3.94