Steem Bangladesh contest - The Diary Game | | by @alamin000

in Steem Bangladesh2 years ago

হ্যালো

আমার প্রিয় বন্ধুরা

আমি @alamin000 🇧🇩 বাংলাদেশ থেকে

হ্যালো বন্ধুগণ। আশা করি সবাই ভালোই আছেন।আল্লাহর রহমতে আমিও বেশ ভালোই আছি।মানুষ তার দৈনন্দিন জীবনে অনেক কিছুর মুখাপেক্ষী হয়ে থাকে।ভোর থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত প্রকৃতির সাথেই সুখে দুঃখে মিলে মিশে কেটে যায়।দৈনন্দিন দিনের মতো সাধারণ একটি দিন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই।

IMG_20220327_195313.jpg

সকাল বেলা

প্রত্যেকদিনের মতোই দিনটির শুরুটা ছিলো পাখির কলকাকলীতে ঘুম ভাঙার মধ্য দিয়েই।ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমি ফ্রেশ হয়ে নেই।আমি বাড়ির বাইরে একটি ছোট রাস্তায় হাটতে যাই।কিছুক্ষণ হাটার পর আমি একটি দোকানে বসি।সেখানেই কিছুক্ষণ বসে নাস্তা করে নিই।তারপর আবার বাসার দিকে রওনা করতে থাকি।বাসায় এসে দেখি মা আরো নাস্তা বানিয়েছে।সেগুলো ও একটু খেয়ে নেই।মা একটু অসুস্থ থাকায় আমি তাকে একটু রান্নার সাহায্য করি।পানি এনে দেওয়াসহ ভর্তা পিষে দেওয়া ইত্যাদি ছোটো খাটো কাজএ সাহায্য করে থাকি।

IMG_20220327_173158.jpg

দুপুর বেলা

রান্নাবান্না শেষে সবাই একসাথে খাওয়া করে নেই।তারপর আমি গরুর জন্য ঘাস আনতে আমাদের জমিতে যাই।সেখান থেকে এক বোঝা ঘাস নিয়ে বাসায় আসি।ছগলের জন্ন্যে গাছের পাতা কেটে দেই।তারপর জমিতে গিয়ে ফসলের অবস্থা দেখে আসি।বাসায় আসার পর গোসল করতে যাই।গোসল সেরে এসে টেলিভিশন এর সামনে বসি।সেখানে কিছু সময় কাটিয়ে আমি দুপুরের খাওয়া করে নিই।তার পর আমি কিছুক্ষন আমার পছন্দের বইটি পড়ি।তারপর আমি বাড়ির পাশের ইট ভাটায় ঘুরতে যাই।কিছুক্ষণ ঘুরাঘুরি করি। ছবি তুলি।

IMG_20220327_173333.jpg

বিকেল বেলা

বাসায় ফিরেই গরুদের জন্য গোয়াল ঘরে খাবারের ব্যবস্থা করি।খড় কেটে দেই।ঘাস কেটে ছোট ছোট করে দেই।তারপর গরুদের পানি পান করিয়ে গোয়ালে প্রবেশ করাই।মশারী টাঙিয়ে মশাগুলাকে তাড়িয়ে দেই।তারপর কয়েল লাগিয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসি।

IMG_20220327_200300.jpg

সন্ধ্যা বেলা

তারপর আমার বন্ধু আমাকে বাজারে যাওয়ার জন্য ফোন করে।সেখানে গিয়ে দেখি সব বন্ধুরাই বাজারে এসেছে।দেখে খুব আনন্দিত হলাম।অনেকদিন পর তাদের দেখা পেয়ে সত্যি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না।তাদের সাথে অনকেক্ষন গল্পগুজব করলাম।তারপর গল্প শেষে আমারা নাস্তা করার পর সবাই সবার বাড়ির দিকে রওনা হলাম। সৈকতের বাসা আর আমার বাসা এক রাস্তা দিয়ে আসা জায় বলে আমরা দুজন একসাথে আসলাম।বাকিরা অন্যদিকে গেলো।

IMG_20220327_200602.jpg

রাত্রি বেলা

বাড়ি এসেই আমি প্রতিদিন এর মতো কয়েকজন ছোট্ট বাচ্ছাদের টিউশনি করাই।তাদেরকে পড়ানোর পাশাপাশি তাদের সাথে অনেক খুনশুটি করি।কখনো বা তাদের সাথে সেলফি তুলি আবার কখনো বা তাদেরকে নানান ব্যায়াম করতে লাগিয়ে দেই। যেমন বুকডাউন করাই।এতে আমরা খুব মজা করি।৮ টা বাজার সাথে সাথে তাদেরকে ছুটি দেই।

IMG_20220327_200008.jpg

তারপর আবার আমি আমার পরিবারের লোকজনদের সাথে কিছু সময় কাটাই।টিভি দেখি।গল্প করি।এদিকে বাবা বাজার থেকে মাছ এনেছে।মা সেগুলো রান্না করে আমাদেরকে খেতে দেয়।সব শেষে সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করে সবাই সবার রুমে যায়।আমিও আমার রুমে চলে আসি।তারপর যথারীতি আমি আমার দৈনন্দিন পড়াশোনা করি।তার পাশাপাশি পছন্দের সব কাজ গুলাও করে থাকি।যেমন ছবি আকা। এর পর আমি মেসেঞ্জারে এসে আমার ফেসবুক বন্ধদের সাথে যোগাযোগ করি।তারপর আমি আমার রুমের অ্যানার্জি লাইট বন্ধ করে জিরো লাইন চালু করে ঘুমিয়ে যাই।আর এভাবেই আমার একটি সুন্দর দিনের সমাপ্তি ঘটে।

https://what3words.com/handrail.unevenness.thrilling)

@saikat000 @ana07

Sort:  

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveNO
#club5050NO
#club75NO
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

সুন্দর ছিল আপনার ডায়েরি। সারাদিন অনেক পরিশ্রম করেছেন। কোন ক্লাসের বাচ্চাদের পড়ান?

 2 years ago 

চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বাচ্চাদের পড়াই ভাইয়া

কিছু স্টীম পাওয়ার আপ করে ক্লাব৫০৫০ তে জশেন করুন।

 2 years ago 

আপনি যেমনটা বলবেন ভাই

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 68047.64
ETH 3789.51
USDT 1.00
SBD 3.61