Steem Bangladesh Contest -Technology || by @alamin000 ||30% benification goes to hive- 138339 || club5050 || steemit||

in Steem Bangladesh2 years ago

হ্যালো

আমার প্রিয় বন্ধুরা

আমি @alamin000 🇧🇩 বাংলাদেশ থেকে


আপনাদের সকলকে আমার প্রান ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি।আর ভালো না থেকে যাবই বা কোথায়। প্রযুক্তির এই দুনিয়ায় মানুষের চাওয়ার ও যেমন শেষ নেই তেমনি করে না পাওয়ার ও কোনো প্রসঙ্গ ওঠে না।প্রযুক্তি মানুষের জীবনের ভোগবিলাসীতাকে অনেকাংশে বৃদ্ধি করে দিয়েছে। এক সময় পৃথিবীতে মানুষের সংখ্যা অনেক কম ছিল কিন্তু তেমন কোনো সুখ শান্তিতে তাদের দিন অতিবাহিত হয়নি।কারন তখন ছিলো না কোনো ভালো প্রযুক্তি। বর্তমানে নানান রকমের প্রযুক্তি মানুষের জীবন যাত্রাকে করেছে সুখময়।এর মধ্যে একটা বড় অংশ হলো মোবাইল ফোন।

21796692282_638df0693c_b.jpg

Source


মোবাইল ফোনের আবিষ্কার


সর্বপ্রথম সত্তরের দশকে ততকালীন মটোরোলা কম্পানিতে কর্মরত দুইজন প্রকৌশলীর হাত ধরে ১৯৭৩ সালের ৩রা এপ্রিল মোবাইল ফোন আবিষ্কৃত হয়।তারা হলেন মার্টিন কুপার আর জন ফ্রান্সিস মিসেল। সেই সময় সেটির কাজ ছিলো জাহাজের রেডিও কমিউনিকেশনে পেশাগতভাবে ব্যাবহার। তখন তারা ভাবেনি যে তাদের আজকের এই আবিষ্কার কোনো একদিন বিশ্ব জয় করবে।সেই সময় আবিষ্কৃত ফোনটির ওজন ছিলো ১ কেজি। এর ১০ বছর পর ১৯৮৩ সালে সর্বপ্রথম বাজারজাত করনের উদ্যেশে একটি মোবাইল ফোন তৈরি করা হয়। যেটির কোনো ডিসপ্লে ছিলো না।শুধু সেটাতে কল দেয়ার অপসন ছিলো। এটার নাম ছিলো মেট্রোরোলা ডায়না টিএসি ৮০০০এক্স(Dayna TAC 8000x)

images.jpeg

Source


মোবাইল ফোনের দৈনন্দিন ব্যাবহার


পৃথিবীতে দৈহিক যেগুলো ইলেকট্রনিক ডিভাইস মানুষ তাদের দৈনন্দিন কাজে ব্যবহার সেগুলোর মধ্যে সর্বাধিক ব্যবহৃত ডিভাইস হচ্ছে মোবাইল ফোন।সিনেমা দেখা, গান শোনা, অডিও রেকর্ড করা,ভিডিও রেকর্ড করা,ক্যালকুলেশন করাসহ ছবি তোলা,কথা বলা,এডিটিং, ডিজাইনিং, পেইন্টিং পর্যন্ত সকলপ্রকার কাজ এই মোবাইল ফোনের দ্বারা বর্তমানে সম্ভব। তাছাড়া বিকাশের কার্যক্রম এই ফোনের দ্বারাই পরিচালিত হয়ে থাকে।

Man_speaking_on_mobile_phone.jpg

Source


শিক্ষা ক্ষেত্রে মোবাইল ফোন


তাছাড়া বর্তমানে কোভিড যখন পৃথিবীটাকে গ্রাস করে ফেলতে শুরু করেছিলো তখন শিক্ষার্থীদের পড়াশোনা ধ্বংস হওয়ার পথে।এমতাবস্থায় এই মোবাইল ফোনের দ্বারা লাখ লাখ ছেলেমেয়ে তাদের পড়াশোনাকে চালু রেখে যেতে পেরেছে এই অনলাইন ক্লাস দিয়ে।একসময় শিক্ষার্থীদের পরিক্ষার ফল জানার জন্য ৭-৮ দিন সময় লেগে যেত।কিন্তু বর্তমানে তা কয়েক মিনিটের মধ্যেই সম্ভব হয়ে যাচ্ছে।একদেশে বসে থেকেই আরেক দেশের ভালো ভালো লাইব্রেরিতে বই পড়ে মেধার বিকাশ ঘটাতে পারছে।আর এগুলা সবই সম্ভব হয়েছে আধুনিক স্মার্ট ফোনের দ্বারাই।

download (1).jpeg

Source


অনলাইনে টিকেট সংগ্রহে মোবাইল ফোন

মানুষ আগে সঠিক সময়ে স্টেশন পৌঁছাতে না পেরে ট্রেন অথবা বিমান মিস করে ফেলতো।এতে করে তাদের জীবনে আনেকের অনেক বড় বড় ক্ষতি হয়ে যেত।কিন্তু এখন মানুষ ঘরে বসেই অনলাইনে টিকেট কাটে রাখছে।এতে যেমনি বেচেছে সময় তেমনি বেচে যাচ্ছে হাজার হাজার মানুষের স্বপ্ন।কেউ বা আবার অনলাইনে রোগীর জন্য সিরিয়াল করে রাখছে।এতে করে সময় অনেকাংশে বেচে যাচ্ছে।বেশি দুরের কথা না।আমি আমার নিজের কথা বলি-এবার আমাদের HSC ফরম পূরনের জন্য আমি নিজেই আমার ফোনের মাধ্যমে ফরম পুরন করি।এতে করে আমার অনেক সময় বেচে গেছিলো। আর কোভিডের ভোগান্তিতে ও পড়তে হয়নি আমাকে।

images (2).jpeg

Source


বিভিন্ন প্রয়োজনীয় কাজে মোবাইল ফোন

তাছাড়া মানুষের জন্ম নিবন্ধন সনদ,বিভিন্ন সরকারি নথিপত্র সবকিছুই এই ফোনের দ্বারা পাওয়া যাচ্ছে।সবার হাতে হাতে মোবাইল ফোন থাকার কারনে কাউকে আর হারিয়ে যেতে হবে না।লোকেশন ট্রাকিং এর মাধ্যমে খুব সহজেই তাকে বের করা সম্ভব হচ্ছে।


মোবাইল ফোনের খারাপ দিক

সব কিছুরেই ভালো আর খারাপ দুইটি দিক আছে। তেমনি করে মোবাইল ফোনের বেলায় ও ব্যাতিক্রম না।করোনা ভাইরাসের এই কালে মানুষ ফোনের সাথে এমনভাবে জড়িয়ে গেছে যে দৈনিক ১০ ঘন্টার বেশি সময় এইখানে ব্যায় করছে।এতে করে মানুষ অন্য আরেকজনের সাথে গল্প গুজব, আড্ডা দেওয়া ভুলে যাচ্ছে।ধীরে ধীরে তারা নিঃসঙ্গ হয়ে পড়ছে।এইভাবে তারা নানান মানুষিক রোগের সৃ্ষ্টি হচ্ছে।এই মোবাইল ফোনে আসক্তির কারনে অনিদ্রার মতো এক বিশেষ রোগ জন্ম নেয়।এভাবে মানুষ তার ক্রিয়েটিভ কাজকর্ম যেমন ছবি আকা, গান বলা,নাচ করা এইসবের ইচ্ছা নষ্ট হয়ে যাচ্ছে।


images (1).jpeg

Source

তাছাড়া ছোট ছোট কোমলমতি শিশুরা নানান গেমস এ আসক্ত হচ্ছে।তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে।চোখের নানাবিধ সমস্যা হচ্ছে।কেউ কেউ আবার অশ্লীলতার দিকে ধাবিত হচ্ছে।এতে করে তারা তাদের সর্বস্ব নস্যাৎ করে ফেলছে।কেউ আবার এই ফোনের দ্বারাই ভুয়া চাকরির জন্য প্রতারিত হচ্ছে,কেউ আবার ATM কার্ডের মাধ্যমে মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।কখনো কখনো স্সাধারন জনগণের পরিচয় দিয়ে নানান অপরাধমূলক কাজে লিপ্ত হচ্ছে।

download (2).jpeg

Source


আমার মতামত

মোটকথা আমাদের সবাইকে সবকিছুর খারাপ দিকটি পরিহার করে চলার চেষ্টা করতে হবে।ভালো দিকটি কাজে লাগাতে হবে।ছোট শিশুদের হাতে স্মার্ট ফোন দেওয়া থেকে বিরত থাকতে হবে। বেশিক্ষণ ফোনের সামনে থাকা যাবে না।সবকিছু সীমার পরিসরে ব্যাবহার করতে হবে।প্রতারক থেকে সাবধান থাকতে হবে।স্মার্ট ফোনকে আমাদের আশির্বাদ মনে করতে হবে।তাহলে অবশ্যই দেখবে পৃথিবীটা অনেক সুন্দর।

images.png

Source


আমার ভিনদেশী দুই বন্ধুকে এই Contest র পোস্ট করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
@ana07 & @yeri52... please post in this contest!


----ধন্যবাদ----

Sort:  

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050YES
#club75NO
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @sohanurrahman

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

অনেক সুন্দর একটা বিষয় আমাদের মাঝে শেয়ার করেছেন। মোবাইল ফোন এর অনেক সুবিধা আছে তেমনি তার ক্ষতি কর দিকে রয়েছে। অনেক সুন্দর হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

আপনি মোবাইল ফোনের বিষয়ে অনেক সুন্দর তথ্য উপস্থাপন করেছেন।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

I wow this participation. This #technology is very essential today as a lot are carried out through it

 2 years ago 

thank you bro

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64534.17
ETH 3150.15
USDT 1.00
SBD 4.01