Steem Bangladesh Contest -Sport | | by @alamin000 | | 30% benification goes to hive-138339 | | Steemit

in Steem Bangladesh2 years ago

হ্যালো
আমার প্রিয় বন্ধুরা
আমি @alamin000 🇧🇩 বাংলাদেশ থেকে


আশাকরি এই রমজানে আল্লাহর রহমতে সবাই অনেক ভালোই আছেন। তেনার রহমতের স্পর্শে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। Steem Bangladesh কর্তৃক আয়োজিত sport contest এ অংশগ্রহণ করতে যাচ্ছি।

Source


খেলাধুলাঃ

খেলাধুলা মানুষ জাতির শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।আর তাই তো যুগের পর যুগ মানুষ তৈরি করেছে নানান রকমের খেলা।পৃথিবীতে নানান খেলার মধ্যে কিছু খেলা অনেক জনপ্রিয়তা লাভ করেছে।যেমন ক্রিকেট, ফুটবল, ভলিবল, কাবাডি,টেনিস বল,বাস্কেটবল ইত্যাদি। সবার একটা পছন্দের খেলা থাকে। তেমনি করে আমারো একটা পছন্দের খেলা হলো ক্রিকেট। আমি এমনি একজন এই ক্রিকেট পাগল যে বাংলাদেশ জাতীয় দলের তিন ফরমেটের কোনো খেলা বাদ যাইতে দেই না।

images (2).jpeg

Source


ক্রিকেট

ক্রিকেট খেলাটির কখন কোথায় উদ্ভব হয়েছে তা সঠিকভাবে কেউ জানে না।তবে এটি প্রথম আনুষ্ঠানিকভাবে শুরু করে ইংল্যান্ডবাসীরা।ক্রিকেটকে সঠিকভাবে পরিচালনা করার জন্য (ICC) International Cricket Council গঠন করা হয়।যেটির কারনে সারাবিশ্বে ক্রিকেটে শান্তি বিরাজ করে।ক্রিকেটের পিচের মাপ হলো 22 গজ।পিচ থেকে ৬৫-৭০ গজের ব্যাসার্ধ টানা হয়।সেটাই হলো ক্রিকেট মাঠ।ক্রিকেট খেলার তিনটি ফরমেট আছে।৫ দিনের Test Cricket ১ দিনের ODI Cricket এবং ২০ অভারের T-20 Cricket।

images (3).jpeg

Source


ক্রিকেটের গুরুত্বপূর্ণ বিষয়সমুহ

ক্রিকেট খেলার অনেকগুলো নিয়ম কানুন আছে।পিচের দুই দিকের স্টাম্পের দুরত্ব ২০.১২ মিটার হয়ে থাকে।একেকটি স্টাম্প ২২.৮৬ সেন্টিমিটার চওড়া হয়।স্টাম্প গুলো কাঠের তৈরি হয়ে থাকে।মাটি থেকে এগুলো ৭১.১ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে আর উপরে বেলগুলো ১১.১ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে।ক্রিকেট বলগুলো ১৬৩-১৫৫.৯ গ্রামের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকে।মহিলাদের ক্ষেত্রে ১৪০-১৫১ গ্রামের মধ্যে সীমাবদ্ধ। ব্যাট ৩৮ ইঞ্চি লম্বা এবং ৪ ইঞ্চি চওড়া হয়ে থাকে তবে এর ওজনের কোনো সীমাবদ্ধতা নেই।যদি কোনো খেলোয়াড় খেলা চলাকালীন অসুস্থ হয় তবে তার বদলে একজন খেলোয়াড়কে নামানো যাবে। সে শুধু ফিল্ডিং করতে পারবে। প্রতিটি দলে ১১ জন করে খেলোয়াড় খেলতে পারবে।এর মধ্যে একজন উইকেট কিপার আর একজন দলনেতা হতে হবে।


images (4).jpeg

Source

T-20 ক্রিকেট

তিন ফরমেটের সবচাইতে গ্যালারি মাতানো খেলা হচ্ছে T-20। ২০ অভারের এই খেলায় সব সময় গ্যালারি উত্তেজনায় টানটান থাকে।এই খেলাটি খুব অল্প অভারের হওয়ায় দলকে জিতানোর জন্য রানের উপর বেশিরভাগই নির্ভরশীল।বিশ্বে এই ফরমেটে র‍্যাংকিং 1 এ রয়েছে ভারত। ২৭০ রেটিং পয়েন্ট নিয়ে তারা শীর্ষে। এই ফরমেটে আমাদের বাংলাদেশের মাহমুদুল্লাহ বাহিনীর অবস্থান নবম।২৩১ রেটিং পয়েন্ট নিয়ে তারা এই অবস্থানে।

images (1).jpeg

Source


ODI ক্রিকেট

বাংলাদেশ দলের সবচাইতে ভালো একটা ফরম্যাট হলো (ODI) One Day International । এই তামিম বাহিনী ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে ৭ নম্বরে। একমাত্র এই খেলায় বাংলাদেশ দল আমাদের বেশি জয় এনে দিয়েছে।এই ফরমেটে সেরা 1 এ আছে ১২২ রেটিং পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড।

download.jpeg

Source


টেস্ট ক্রিকেট

ক্রিকেট অঙনে এক ব্যাতিক্রমধর্মী খেলা Test Cricket। এই খেলায় খেলোয়াড়দেরসহ আম্পায়ারদের সবারই গায়ে সাদা পোশাক থাকে।এই খেলা ৫ দিনের হয়ে থাকে।বিশাল দিনের খেলা হওয়ায় এই খেলাটিতে উইকেটে বেশি প্রাধান্য থাকে। এই ফরমেটে দলনেতা হলো মমিনুল হক।এই খেলায় বাংলাদেশের অবস্থান ৫৩ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নাম্বারে। সেরা র‍্যাংকিং এ আছে ১১৯ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া।

New_Zealand_cricket_team,_Shoaib_Malik,_Dunedin,_NZ,_2009.jpg

Source


আমার পছন্দের ক্রিকেটার

আমাদের দেশের সর্বকালের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। তিনি বিশ্বের সেরা খেলোয়াড়। তিনি একটানা ১০ বছর বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবে ছিলেন।মাগুরার এই ছেলেটা বাংলাদেশের হয়ে এনে দিয়ে অনেক ক্ষ্যাতি।তিনি টেস্ট এবং ওডি আই ফরমেটে এখনো শীর্ষে আছেন।তিনি ২০১৯ পর্যন্ত বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে ফরমেটে অধিনায়ক ছিলেন।তিনি সবার প্রিয় ছিলেন আছেন আর থাকবেন।

download (2).jpeg

Source


আমার দুইজন ভিনদেশী বন্ধু @ana07 এবং @yeri52 কে এই contest এ পোস্ট করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।


----ধন্যবাদ----


Sort:  

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050YES
#club75NO
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @sohanurrahman

JOIN WITH US ON DISCORD SERVER:

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65834.37
ETH 3292.65
USDT 1.00
SBD 2.70