Steem Bangladesh Contest -Science || 20% beneficiaries goes to - @steemit-bd || by @alamin000 || club5050
👽এলিয়েনের সংজ্ঞা👽
এলিয়েন সম্পর্কে শুনলেই সবার মনে একটা উত্তেজনা কাজ করে।কিন্তু এই বিষয় সম্পর্কে অনেকেরই অজানা। Alien শব্দটির বাংলা অর্থ পরক, যার আভিধানিক অর্থ হলো যেসব জীবের জন্ম এই পৃথিবীতে হয়নি বরং পৃথীবির বাইরে মহাবিশ্বের অন্য কোথাও হয়েছে। এই এলিয়েন সম্পর্কে মানুষের মাঝে রয়েছে বিভিন্ন মতবিরোধ। অনেকের মতে এলিয়েন বলতে এই পৃথিবীতে কিছু নেই আবার বিশাল সংখ্যক বিজ্ঞানীরা মনে করেন যে এলিয়েন বলতে কিছু আছে।যদিও এ পর্যন্ত তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি।সাম্প্রতিক কিছু উল্কাপিন্ডে অতি ক্ষুদ্র প্রাণীর ছাপ পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে।কিন্তু পরিক্ষার প্রমান এখনো চুড়ান্ত হয়নি।
💀মহাবিশ্বে এলিয়েন💀
মহাকাশে গমন করার পর মানুষ তেমন কোনো তথ্য মানুষের চোখে না পড়লেও বেশ কিছু ছোট খাটো বিষয় ক্যামেরা বন্দী করেছে অনেক সাইনটিস্ট। পৃথিবীর অনেক দেশের জনগনের দেখা অশনাক্ত উড়ন্ত বস্তু বা UFO এর প্রতিবেদন গুলি বহির্বিশ্বের প্রানকে নির্দেশ করে, এবং অনেকেই দাবি করে এইসব অজানা প্রাণীর দ্বারা আক্রমণের স্বীকার হয়েছিল তারা।তাছাড়া শুক্র, মঙ্গল,বৃহস্পতি,এবং শনির উপগ্রহ ইউসেলাডাস, টাইটান ইত্যাদি যায়গায় পানির বিভিন্ন সম্ভাবনা পাওয়া গেছে।তাই ধারণা করা যায় এগুলোতে প্রানের অস্তিত্ব রয়েছে।
👹পৃথিবীতে এলিয়েনের আবির্ভাব👹
এলিয়েন এর অস্তিত্ব সম্পর্কে মতভেদের কোনো শেষ নেই।মহাজগতের কোনো বস্তু আর প্রানের মধ্যে বিস্তৃত পার্থক্য। এজন্য মিডিয়ার এই যুগে নাসার বিজ্ঞানীরা ও অন্যান্য ভূ-তথ্যবীদরা পৃথিবীতে ভীনগ্রহের কোনো প্রানির আগমন ঘটেনি।কিন্তু তাই বলে যে এলিয়েনের কথা সম্পুর্ন মিথ্যা তা হতে পারে না।ইংল্যান্ড সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন যায়গায় পাওয়া ক্রপ সার্কেল গুলোর বৃহদাকার নকশা অবিশ্বাস্য সৃৃজনশীলতার পরিচয়।তাছাড়া পেরুর নাজকা লাইন,মিশরের পিরামিড, ইস্টার আইল্যান্ডের মো আই,দিল্লিতে চন্দ্র গুপ্তের লোহার থাম এখনো বিশ্ববাসীকে করে রেখেছে হতবিম্ব, শিহরিত, মনথর।
☠️মঙ্গলে প্রানের স্পন্দন☠️
সৌরজগতের গ্রহগুলোর মধ্যে পৃথিবীর পরেই মঙ্গলের অবস্থান। অনেকেই মনে করেন এটিতে কোনো এক সময় পানির অস্তিত্ব ছিলো।কিন্তু এখন তা দেখা যায় না।অনেকেরই ধারনা পানির স্তর ভূ-পৃষ্ঠের নিচে আছে।২০০৮ সালে সেখানকার মাটিতে পানি মেলে।এক রোবট দিয়ে নিয়ন্ত্রিত হাত দিয়ে মাটি নিয়ে একটি পাত্রে রেখে সেখানে পানির নমুনা পাওয়া যায়।তাছাড়া মঙ্গলের আবহাওয়ায় মিথেন পাওয়া গেছে।মার্স গ্লোবাল সার্ভেয়ার এর পাঠানো সাম্প্রতিক ছবিতে প্রমান মেলে যে বিগত ১০ বছর আগে মঙ্গলে পানি প্রবাহ ছিলো।
📖এলিয়েন সম্পর্কে ধর্মগ্রন্থের ব্যাখ্যা📖
যে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন মাজীদে অনেক আগেই সব কিছু মহান আল্লাহ তায়ালা বলে দিয়েছেন সেটার অনেক কিছুই বিজ্ঞানীরা বর্তমান যুগে এসে প্রমান করছে।তদ্রুপ এই এলিয়েন সম্পর্কে আল্লাহ তায়ালা খুব স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে (সুরাঃ শূরা, আয়াত ২৯)একটি সুরায়।আয়াতটি হলো এই -(তার এক নিদর্শন নভোমণ্ডল ও ভূ-মন্ডলের সৃষ্টি এবং এতদুভয়ের মধ্যে তিনি যেসব জীব-জন্তু ছড়িয়ে দিয়েছেন)। তাছাড়া তিনি আরো বলেছেন সুরা তালাকের ১২ নাম্বার আয়াতে(আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন অসংখ্য আকাশ আর অনুরুপ সংখ্যক পৃথিবী। তাদের অপরও আল্লাহর নির্দেশ অবতীর্ণ হয়।এজন্যই যাতে তোমরা অবগত হও,আল্লাহ সর্বশক্তিমান ও সর্বাজ্ঞ।)
আমার দুইজন ভিনদেশী বন্ধু @ana07 এবং @yeri52 কে এই contest এ পোস্ট করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। please post in this contest!
৩ নম্বর ছবিটি চেঞ্জ করুন। ওয়াটারমার্ক ফ্রী এবং কপিরাইট ফ্রী ছবি ব্যবহার করতে হবে। ধন্যবাদ।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
জানিনা কেনো ভুল হইলো ভাই।আমি তো সব ছবি একই সিস্টেমে এখানে আপলোড করছিলাম।যাই হোক আমি ছবিটা পরিবর্তন করলাম।আশা করি পোস্টটি পড়ে আপনাকে ভালই লাগছে।কারন খুব নৈপুণ্যতার সাথে পোস্টটি করেছি ভাই।আশা করি সাপোর্ট দিয়ে পাশে রাখবেন।
pixabay.com এই সাইট থেকে কপিরাইট ফ্রী ইমেজ পাবেন।
আচ্ছা ভাই
এই পোস্ট পরে অনেক সুন্দর ধারনা পেলাম। কোরআন এবং হাদিস থেকেও ধারনা দিয়েছেন,অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাকেও ধন্যবাদ ভাই,,,ঈদ এর দাওয়াত রইল,,,, আমাদের বাসা ঘুরতে আইসেন🙂
ঠিক আছে।
বাহ্। অনেক সুন্দর লিখেছেন।
অনেক ধন্যবাদ আয়াত টি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু আপনাকেও ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য। 😍