Steem Bangladesh Contest -Poetry || লিচু চোর || কাজী নজরুল ইসলাম || by @alamin000 || 30% beneficiaries goes to hive -138339 || Steemit
আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালোই আছেন।আল্লাহর রহমতে আমিও বেশ ভালোই আছি।Steem Bangladesh
কর্তৃক আয়োজিত Poetry Recitation contest --এ অংশগ্রহণ করতে যাচ্ছি।আমার আবৃতি করা কবিতাটি হলো কবি কাজী নজরুল ইসলাম রচিত লিচু চোর ।তো চলুন কবিতাটি শুনে আসা যাক।
লিচু চোর
--কাজী নজরুল ইসলাম --
বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।
পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,
ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।
আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল! …
সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা…!
আমার ভিনদেশী দুই বন্ধু @ana07 এবং @yeri52 কে এই contest এ অংশগ্রহণ করতে আহবান জানাচ্ছি।Please Post in this contest!
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER: