Top post Topic "sports "//Kabadi//by@akash09

in Steem Bangladesh3 years ago

আসসালামু আলাইকুম

This is @akash09/center>

আশা করি সবাই অনেক ভাল আছেন।আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি।@SteemBangladesh কর্তৃক আয়োজিত sports প্রতিযোগিতায় যোগদান করছি। আজ আমি আপনাদের মাঝে হা-ডু-ডু/কাবাডি খেলাটি তুলে ধরলাম।আশা করি সকলের ভাল লাগবে।

হা-ডু-ডু/কাবাডি খেলার সংক্ষিপ্ত ইতিহাস, মাঠ ও নিয়মাবলি

প্রতিটি দেশের একটি জাতীয় খেলা থাকে।যেমনঃআমেরিকানদের জাতীয় খেলা বেস বল।ইংরেজদের জাতীয় খেলা ক্রিকেট।ঠিক তেমন আমাদের জাতীয় খেলা হা-ডু-ডু বা কাবাডি।তবে বর্তমানে এই খেলার কদর হারিয়ে যেতে বসেছে।আমাদের মাঝ থেকে এই খেলাটি বিলুপ্ত হয়ে যাচ্ছে।অনেকে হা ডু ডু খেলার নিয়মটাও জানে না।এটি এশিয়া মহাদেশের গ্রীষ্মকালীন জনপ্রিয় খেলা।

images.jpeg

Source

এটি একটি ঐক্যবদ্ধ নিয়মে খেলাটি প্রচলন করার জন্য ১৯৫০ সালে ভারতে জাতীয় কাবাডি ফেডারেশন গঠিত হয়। এবং ১৯৫৩ সালে কাবাডি এই ফেডারেশন খেলার নিয়মকানুন প্রণয়ন করে।১৯৬০ সালে কয়েক বছর ধরে বিচার ও বিশ্লেষণ করে কিছু নিয়মকানুন সংযোজন ও সংশোধন হয়। এরপর ১৯৭৪ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম কাবাডি টেস্ট বাংলাদেশে অনুষ্ঠিত হয় করা হয়।তারই প্রচেষ্টায় ১৯৮৪ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান খেলাতে কাবাডি অন্তর্ভূক্ত হয়।এবং হা-ডু-ডু বা কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা।

কাবাডি মাঠ

কবাডি বা হা-ডু-ডু খেলার মাঠ হবে নরম ও সমান্তরাল।কাবাডি খেলার মাঠ প্রস্তুতকরণের জন্য মাটি ও নারিকেলের ছোবার হাত দিয়ে গুড়া করে মাটি মিশিয়ে নরম ভাবে তৈরি করা হয়।যাতে খেলার সময় পড়ে গিয়ে কেউ আঘাত না পায়। কাবাডি বা হা-ডু-ডু খেলার মাঠ বালকদের জন্য লম্বায় ১২.৫০ মিটার চওড়ায় ১০ মিটার হয়। এবং বিরতি সময়ঃ ৫ মিনিট সহ দুই ভাগে পুরুষদের ২৫ মিনিট করে এবং মেয়েদের ২০ মিনিট করে খেলা হবে।

কোর্টের মাপ

images.png

source

বৈশিষ্ট্যসমূহ

কাবাডি বা হা-ডু-ডু খেলার একটি উপনাম আছে নামটি হলো কাউডি।
কাবাডি বা হা-ডু-ডু খেলায় দুটি দল থাকে। দুটি দলে মোট ১২ জন সদস্য থাকে।প্রত্যেক দলের সদস্য সংখ্যা ৭ জন করে।কাবাডি বা হা-ডু-ডু খেলায় মিশ্রিত লিঙ্গ এর অনুমতি আছে। এছাড়া হাডুডু খেলার সব থেকে ভালো দিক হচ্ছে।কাবাডি বা হা-ডু-ডু খেলায় কোনো সরঞ্জাম লাগে না। কাবাডি বা হা-ডু-ডু বতমানে আন্তর্জাতিক ভাবেও জনপ্রিয়তা অর্জন করেছে।এছারা বাংলাদেশ সাধীন হওয়ার পর বাংলাদেশে কাবাডি বা হা-ডু-ডু ফেডারেশন গঠিত হয়েছে। আগে কাবাডি বা হা-ডু-ডু খেলার প্রচলন ছিলো কেবল মাত্র গ্রামে।বর্তমানে সব জায়গায় কাবাডি বা হা-ডু-ডু খেলার প্রচলিত হয়।১৯৮০ সালের ফেব্রুয়ারি মাসে কাবাডি বা হা-ডু-ডু কলকাতায় প্রথম এশিয়ান প্রতিযোগিতা হয়।এটি বাংলাদেশের জাতীয় খেলা এক কথাই বলতে পারি আমাদের জাতীয়খেলা বা ঐক্য। আর এভাবে ধীরে
ধীরে কাবাডি বা হা-ডু-ডু খেলা জনপ্রিয় হয়ে ওঠে।

পরিচালক

কাবাডি বা হা-ডু-ডু খেলা পরিচালনার জন্য পরিচালক প্রয়োজন ছয় জন।

আশা করি সবার ভালো লাগবে।

Everyone Please Support Me

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 60580.16
ETH 2342.43
USDT 1.00
SBD 2.47