THE DIARY GAME : 27-10-2021

in Steem Bangladesh4 years ago (edited)

সকাল ৫.৩০ এ ঘুম থেকে উঠার পর দাঁত ব্রাশ করলাম। আজকেও সকালে বেশ কুয়াশা পরতেছিলো।

সকাল ৮.৩০ মিনিটে নাস্তা করতে গেলাম হোটেলে৷ সকালের নাস্তায় পরাটা ও ডিম খাইলাম। নাস্তা শেষে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। এরপর বাজারে গেলাম।

20211028_105207.jpg

দুপুর ১ টার সময় বাড়িতে এসে গোসল করলাম। গোসল শেষে আমি হোটেলে গিয়ে দুপুরের খাবার খাইলাম৷ এরপর বাড়িতে চলে আসলাম৷ এরপর ঘন্টাখানেক ঘুমাইলাম।

20211025_131100.jpg

আজকে দুপুরে প্রচুর গমর পরছে। তাই খালি গায়ে শুয়েছিলাম।

বিকালে হাটতে হাটতে মাঠে গেলাম। মাঠে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিলাম।

20211025_131157.jpg

সন্ধ্যায় টার্মিনালে গেলাম৷ হোটেলে নাস্তা করে টার্মিনালের ভেতরে গিয়ে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম।

20211024_165714.jpg

রাত ১০ টার সময় হোটেল গিয়ে রাতের খাবার খাইলাম। এরপর বাড়িতে আসলাম৷ বাড়িতে আসার পর কিছুক্ষণ টিভি দেখার পর ঘুমিয়ে পরলাম।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.032
BTC 108078.09
ETH 3939.27
USDT 1.00
SBD 0.61