📸 My town 10 pics ♥ || Date : 14th February ||Gafargaon -Bangladesh 🇧🇩
- ছবিটি গফরগাঁও এর রেল স্টেশন কাচা বাজার থেকে তুলা। কিছু দেশীয় জাতের মুরগী এখানে খাঁচায় রাখা হয়েছে বিক্রির উদ্দেশ্যে। কেজি প্রতি এসব মুরগী ৩০০/- থেকে ৪০০/- টাকায় বিক্রি করা হয়। দেশীয় জাতে হওয়ায় বাজারে এদের বেশ কদর রয়েছে।
w3w : https://w3w.co/deferring.blanks.amuses
- একজন ভ্রাম্যমাণ বাদাম বিক্রেতা কিছু বাদাম তার পাত্রে রেখে কাধেঁ ঝুলিয়ে হাটছেন বিক্রির লক্ষে। এভাবেই সাড়া দিন তিনি বাদাম ফেরি করে থাকেন। ছবিটি গফরগাঁও রেলওয়ে স্টেশন চত্বর থেকে তুলা।
w3w : https://w3w.co/fidgeted.indulgent.linguists
- গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রতিদিন অনেক যাত্রি সাধারনের পদচারণ হয়। ট্রেনের জন্য অপেক্ষারত এসব যাত্রী গন স্টেশনের নির্ধারিত যাত্রি বিশ্রামকক্ষ ছারাও এভাবে বসে থাকে বিভিন্ন দোকানের সামনে টং গুলোতে।
w3w : https://w3w.co/deferring.blanks.amuses
- দেশের প্রায় প্রতিটি রেল স্টেশনে আপনি ভ্রাম্যমাণ খাবার দোকান দেখতে পাবেন। হরেক রকমের খাবার আইটেম ওরা দোকানে ঝুলিয়ে রাখে ক্রতাদের জন্য। ছবিটি গাফরগাও রেল স্টেশন থেকে তুলা। এখানে একজন দোকানদার কিছু চিপসের প্যাকেট ঝুলিয়ে রেখেছেন তার দোকানে।
w3w : https://w3w.co/deferring.blanks.amuses
- দেশের প্রায় প্রতিটি রেল স্টেশনে আপনি ভ্রাম্যমাণ খাবার দোকান দেখতে পাবেন। হরেক রকমের খাবার আইটেম ওরা দোকানে ঝুলিয়ে রাখে ক্রতাদের জন্য। ছবিটি গাফরগাও রেল স্টেশন থেকে তুলা। এখানে একজন দোকানদার কিছু চিপস, বিস্কুট, চানাচুর, কোমল পানিয়, মিনারেল ওয়াটার, সহ প্রায় ৫০ রকমের পন্য সাজিয়ে রেখেছেন।
w3w : https://w3w.co/fidgeted.indulgent.linguists
- ছবিতে দেখতে পাচ্ছি গরম তেলে ফুটন্ত অবস্থায় লোভনীয় স্বাদের খাবার, সিংগারা। ছবিটি গফরগাঁও এর সরকারি কলেজ এর সামনে অবস্থিত আনার কফি হাউজ থেকে তুলা। চা, কাফির পাশাপাশি তিনি পিয়াজু, সমুচা এবং সিংগারা বিক্রি করে থাকেন।
w3w : https://w3w.co/deferring.blanks.amuses
- ছবিটি গফরগাঁও সরকারি কলেজ এর সামনে থেকে তুলা। এটি হোন্ডা কোম্পানির বহুল ব্যবহৃত একটি মোটরসাইকেল। ৮০ সিসির এই মোটরসাইকেল টি এক সময় দেশের সবচেয়ে বেশি ব্যবহৃতের তালিকাতে ছিল।
w3w : https://w3w.co/fidgeted.indulgent.linguists
- ভেড়া। এই চতুষ্পদ গৃহপালিত প্রানিটি তৃণভোজী। যদিও আমাদের দেশে এর উপস্থিতি তুলনামূলক কম। তারপরেও অনেক স্থানেই ব্যক্তিগত এবং বাণিজ্যিক ভাবে এই প্রানিটি কে পালন করতে দেখা যায়। এদের সাধারনত ছাগলের মতই পালন করা হয়।
w3w : https://w3w.co/fidgeted.indulgent.linguists
- গফরগাঁও এর প্রাণকেন্দ্র জামতলা মোড় এর একটি কনফেকশনারির সামনে থেকে তুলা এই ছবিটি। এটি স্বনামধন্য একটি কেকের দোকান। বাহারি ধরনের বাহারি স্বাদের কেক এরা দোকানে সাজিয়ে রাখে।
w3w : https://w3w.co/deferring.blanks.amuses
Cc:- @steemcurator01, @steemitblog
♥ Thanks to all of you ♥
JOIN WITH US ON DISCORD SERVER: