মনের সাথে মিল নাহলে ভালোবাসা হয় নাsteemCreated with Sketch.

in Steem For Traditionlast year

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

মনের সাথে মিল নাহলে ভালোবাসা হয় না
IMG-20230808-WA0014.jpg

সৃষ্টির শুরু থেকেই ভালোবাসা বিদ্যমান ছিলো৷ সৃষ্টির শুরু হয়েছে আদম ও হাওয়া (আ:) কে দিয়ে৷ তারা ছিলেন স্বামী স্ত্রী। তাদের মধ্যে স্বামী-স্ত্রীর ভালোবাসা ছিলো৷ ভালোবাসা ছাড়া কখনই কোন সম্পর্ক এগোয় না৷ ভালোবাসা পর্যাপ্ত পরিমাণে না থাকলে, সম্পর্ক অল্প দিনের মধ্যে নষ্ট হয়েছে। পৃথিবীতে নানান ধরনের ভালেবাসার সম্পর্ক রয়েছে৷ এর মধ্যে মা-বাবা ও সন্তানের ভালোবাসার সম্পর্ক সবথেকে শক্তিশালী৷ এরপর ভাই-বোন তারপর স্বামী-স্ত্রী৷ এই ভালোবাসার সম্পর্ক গুলো হালাল সম্পর্ক। এখন বর্তমান সমাজে প্রেমের মাধ্যমে হারাম সম্পর্কের সূচনা হয়েছে৷ এই সম্পর্কে ভালোবাসা রয়েছে৷ কিন্তু এটি ইসলামি দৃষ্টিভঙ্গিতে হালাল নয়৷ এটি করা থেকে বিরত থাকতে হবে।

IMG-20230808-WA0016.jpgIMG-20230808-WA0015.jpg

আজ মূলত ভালোবাসা নিয়ে পোস্টটি লিখতেছি৷ আমরা কম বেশি সবাই ভালোবাসার সাথে জড়িত৷ ভালোবাসা আছে বলেই পৃথিবীটা সুন্দর রয়েছে৷ কারো প্রতি কারো ভালোবাসা না থাকলে পথে পথে খুন হত৷ লাশ পরে থাকতে দেখা যেত৷

IMG-20230808-WA0017.jpgIMG-20230807-WA0008.jpg

আমাদের প্রত্যেকের বাড়িতেই নানান ধরনের পোষা প্রাণী রয়েছে। আমরা ঐ পোষা প্রাণী গুলোকে ভালোবাসি৷ তাদের আদর যত্ন করি বলেই তারা অল্প সময়েই আমাদের পোষ মেনে যায়৷ আপনি একটি প্রাণীর সাথে কয়েকদিন খারাপ আচরণ করেন৷ সেই প্রাণীটি এমনিই আপনার কাছে থেকে দূরে সরে যাবে৷ হয়তো তারা কথা বলতে পারে না৷ মনের ভাব প্রকাশ করতে পারে না৷ তবুও তাদের অঙ্গভঙ্গি দিয়ে বুঝিয়ে দিবে যে সে আপনাকে পছন্দ করতেছে না৷

IMG-20230808-WA0006.jpg

হামার ভাতিজ প্রেম আর বিয়ে করতে না পারলেও বিড়াল পটানোর কায়দা ভালো জানে৷ ভাতিজ হইলো বিড়াল প্রেমী। তার বাড়িতে দুইটা বিড়াল আছে৷ একটা কালো আর একটা সাদা। বিড়াল চঞ্চল ও অলস প্রকৃতির হয়ে থাকে৷ এরা সারাদিন ঘুমায়৷ আর ঘুম থেকে উঠলে খেলায় মেতে থাকে৷ আপনি তার সাথে যত সময় দিবেন৷ সে আপনার সাথে তত ঘনিষ্ঠ হবে৷ সব সময় আপনার সাথে থাকবে৷ ভাতিজ বিয়ে করিবার না পারলে কি হবে৷ সে বিড়াল দিয়ে মনের কষ্ট দূর করোছে৷

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ
@toufiq777

Sort:  
 last year 

বেড়াল পোষা সুন্নত। তবে সবার কাছেই বিড়াল পোষ মানে না। আপনার ভাতিজার আসলেই ট্যালেন্ট ভালো। আপনি অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাইয়া। ভালোবাসার সংজ্ঞাগুলো বিভক্তিহীন। সুন্দর সংজ্ঞা দিয়েছেন ভালোবাসার। ভিন্ন রকম একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

Thank you

 last year 

Thank you

 last year 

মনের সাথে মনের মিল না থাকলে ভালোবাসা হয় না। কথাটা একদম সঠিক বলেছেন ভাই। সে আদি যুগ থেকেই আদি পিতা আদম (আ) এবং আদি মাতা হাওয়া তাদের মধ্যে অনেক ভালোবাসা ছিলো তারা স্বামী স্ত্রী ছিলেন। গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন ভাই। পোষা প্রাণী প্রায় সবার বাড়িতে রয়েছে। তাদের সাথে খারাপ ব্যবহার করলে সেগুলো কাছে আসতে চায় না, মানুষ তো দূরের কথা। জেনে ভালো লাগলো যে সোহানুর ভাইয়ার বাড়িতে দুটি বিড়াল রয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

মনের মিল ভালোবাসার জন্য খুব বেশি দরকার। বর্তমানে আমাদের সমাজে হারাম ভালোবাসা বেশি বেড়ে গেছে। অনেকেই আবার হারাম সম্পর্ক করে তারপর ছ্যাকা খেয়ে এসে আমাদের জ্ঞান দেয় 😃। ভাতিজার বিয়ে দেন পাত্রী আমি দেখতেছি।

 last year 

ওর বিয়ে হবা নায়

 last year 

হাহা 😃😃

 last year 

ভালোবাসা নিয়ে অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন, এবং অনেক হালাল সম্পর্কের দিক নির্দেশনা দিয়েছেন, আর বর্তমান প্রেমের নামে যে হারাম সম্পর্কটা রয়েছে, এটি একতো হারাম আবার অনেক মানুষের জীবন ধ্বংস করে দেয়, তবে ভাতিজ এর অনেক ট্যালেন আছে বলা চলে,, কষ্টের পরে খুবই ভালো লাগলো, আপনার এবং ভাতিজ এর জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 last year 

ধন্যবাদ

 last year 

Feedback / Observation

মনের সাথে মিল নাহলে ভালোবাসা হয় না এটা নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। পোষা প্রাণী কথা বলতে না পারলেও সবার কথা সে বুঝতে পারে। কোন পোষা প্রাণীকে আঘাত দেওয়া উচিৎ নয়। সকলকে ভালোবাসা দিয়ে আগলে রাখা দরকার।

ভুল বানানঃ নাই। 🙂
অনুপস্থিত শব্দ(Missing Word): 🙂
ভাষার গরমিলঃ নাই। 🙂
Regards
@md-sajalislam (Moderator)
Steem For Tradition

 last year 

Thank you