পৃথিবীর কোন পেশাই ছোট নয়, সব পেশার লোকেরই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রয়োজন রয়েছেsteemCreated with Sketch.

in Steem For Traditionlast year

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

পৃথিবীর কোন পেশাই ছোট নয়, সব পেশার লোকেরই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রয়োজন রয়েছে

আমাদের সৈয়দপুর শহরটি ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে প্রচুর লোকের বসবাস৷ বিভিন্ন শ্রেণী পেশার লোকের আনাগোনা এখানে৷ বিভিন্ন শ্রেণী পেশার লোককে দেখা যায় এখানে৷ সৈয়দপুর শহরের সবথেকে ব্যস্তময় রাস্তা ও বাজার হল পাঁচ মাথা মোড়৷ এখানে সব সময় গ্যান্জাম লেগেই থাকে৷ এই খানে নানার শ্রেণীর কর্মজীবি লোকদের দেখা যায়৷ এর মধ্যে মুসি অন্যতম৷ পাঁচমাথা মোড়ে চারটি মুচির দোকান রয়েছে৷ এর মধ্যে একটি তামান্না সিনেমা হল এর অপর প্রান্তে।

IMG-20230712-WA0004.jpg

মুসিদের কাজই হলো জুতা সেলাই করা৷ জুতা পালিশ করা ও কালি করা৷ মুসি'রা আছে বলে আমাদের কখনও জুতা ছিড়ে গেলে সেটি তৎক্ষনাৎ ভালো করে আবার আমরা রাস্তায় চলতে পারি৷ মুসি কোন বস্তুকে ঘৃণা করে না৷ আপনারা যেমনই জুতা তাদের দেন না কেন উনারা সেটি ঠিক করে দেন৷ আগে হিন্দুদের বেশি মুসি পেশায় দেখা যেত৷ তবে এখন অনেক মুসলিম মানুষকেও মুসি পেশায় দেখা যায়৷ আসলে কিছু করার নাই৷ বাংলাদেশে কর্ম সংস্থানের অনেক অভাব৷ তাই অনেকের অনেক কাজ করার ইচ্ছে না থাকলেও করতে হয়।

IMG-20230712-WA0005.jpgIMG-20230712-WA0006.jpg

মুসিরা ব্যগও সেলাই করে দেন৷ এছাড়া ব্যাগের চেন নষ্ট হলে তারা সেটি ভালো করে দেন৷ তামান্না সিনেমা হলের পাশে বসে থাকা মুসি'টি প্রায় সময় ব্যাগ ঠিক করেন৷ মানুষ যেহেতু জুতা, সেন্ডেল নিত্য দিন ব্যবহার করেন৷ আর সবার তো সামর্থ নেই যে জুতা ছিড়ে গেলে নতুন জুতা কিনে নেওয়ার। যাদের সামর্থ নেই৷ তারা জুতা ছিড়ে গেলে মুসি'দের কাছে গিয়ে জুতা বা সেন্ডেল সেলাই করে নেন৷ আমরা বেশির ভাগ সময় জুতা সেলাই করার জন্যই মুসির কাছে যাই৷ আবার অনেক সময় বিয়ে বাড়ি বা অনুষ্ঠানে যাওয়ার জন্য জুতা কালি করাতে নিয়ে যাই৷ আগে আমি প্রায় সেন্ডেল সেলাই করাইতাম৷ কারণ আগে ক্রিকেট খেলতাম। দৌড়াদৌড়ি করতাম বেশি৷ জুতা ছিড়তোও খুব৷ এখন তেমন একটা ছিড়ে যায় না৷ ভাতিজ তো প্রায় মুসির গোড়ৎ যায় বোধ হয়৷ ভাতিজের জুতায় পট্টি দেখছুনু মনে হয়৷ ভাতিজ হামার সঞ্চয়ী লোক খুবে৷ বিয়ের পরিকল্পনা করোছে৷ তাই সঞ্চয়ী হয়ে গেছে এলা।

IMG-20230712-WA0003.jpg

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ
@toufiq777

Sort:  
 last year 

ঠিক বলেছেন ভাই পৃথিবীর কোন পেশায় ছোট নয়। হালাল উপার্জনের মধ্যে কখনো বৈষম্য থাকতে পারে না।আমাদের সকলেরই উচিত সব পেশার মানুষকে সম্মান করা।ভালো লিখেছেন শুভকামনা রইল

 last year 

ধন্যবাদ

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

Thank you

 last year 

Thank you

 last year 

আপনি ঠিক বলেছেন কোন পেশায় ছোট না। সব পেশাই আমাদের দৈনন্দিন জীবনের সাথে মিশে রয়েছে। জি ভাই মুচি আছে বলে আজকে আমাদের মত মধ্যবিত্তের লোকেরা জুতা সেলাই করতে পারি এবং অনেকদিন ব্যবহার করতে পারি। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

মুসি কোন বস্তুকে ঘৃণা করে না৷ আপনারা যেমনই জুতা তাদের দেন না কেন উনারা সেটি ঠিক করে দেন৷ আগে হিন্দুদের বেশি মুসি পেশায় দেখা যেত৷ তবে এখন অনেক মুসলিম মানুষকেও মুসি পেশায় দেখা যায়

আপনি ঠিকে বলছেন ভাই।মুসিরা কোনো ঘৃণা করে না তাদেরকে যেই ধরনের জুতা দিবেন তারা ঠিক করে দেন।আগে হিন্দু মুসি দেখা যেত বর্তমান এখন মুসলিম মুসিও দেখা যায়।ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

মুচিরা অনেক সময় আমাদের অনেক কাজে লাগে। আপনি ঠিকই বলেছেন যে কোন পেশাই ছোট নয়। সব ধরনের পেশাই আমাদের বিভিন্নভাবে কাজে লাগে। তাতে আমরা এদের নিম্ন শ্রেণীর মানুষ বলে ভুল করে থাকি। তাদের যথার্থ সম্মান দেই না। অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ

With great emotion we notify you that this article has been curated by @radjasalman, member of team #2. Your content is amazing, keep working hard to opt for the weekly top.

Voting date: 20/07/2023

image.png

 last year (edited)

Thank you

 last year 

মুসিদের জীবিকা অর্জনের দিক ছোট হলেও তারা কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে। হাট বাজারে গেলে মুসিদের দেখতে পাওয়া যায়।

 last year 

ধন্যবাদ

 last year 

মুচিদের নিয়ে খুবই চমৎকার একটি পোস্ট করেছেন। আসলে কোনো পেশাই ছোট নয়। একজন প্রকৃত শিক্ষিত ব্যাক্তি কখনোই কোনো পেশাকে ছোট করে দেখে না। আমাদের জমির হাট বাজারে হাটের দিনগুলোতে ৩-৪ জন করে মুচি আসে।

 last year 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58083.18
ETH 2578.52
USDT 1.00
SBD 2.42