পার্লে-জি হল ভারতের পার্লে পণ্য দ্বারা উৎপাদিত বিস্কুটের একটি ব্র্যান্ড ছিলো

in Steem For Tradition2 years ago

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

পার্লে-জি হল ভারতের পার্লে পণ্য দ্বারা উৎপাদিত বিস্কুটের একটি ব্র্যান্ড ছিলো, বর্তমানে এটি বিলুপ্ত প্রায়

উনিশদশক ও দুইহাজার দশ সাল পর্যন্ত এই বিস্কুটটি খুবই চলেছিলো। এই বিস্কুটটির নাম হল পার্লে জি। এই বিস্কুটটি ভারতের তৈরি একটি বিস্কুট ছিলো৷ এই বিস্কুট ছোট থেকে বড় সবারই অনেক পছন্দের ছিলো। পৃথিবীতে অনেক ধরনের বিস্কুট রয়েছে৷ তবে পার্লে জি বিস্কুট খুবই নামকরা বিস্কুট ছিলো৷ উনিশদশকের সবাই জানেন এই বিস্কুট সম্বন্ধে।

Screenshot_20230405-105725_Firefox.jpg
ছবি সংগ্রহ

দুইহাজার সালে বাংলাদেশে দুই টাকা প্যাকেট পার্লে জি পাওয়া যেত৷ এই দুই টাকার বিস্কুটের প্যাকেটটি খুবই জনপ্রিয় ছিলো। ছোট বাচ্চারা এটি খেত৷ পার্লে জি বিস্কুট দুধ দিয়ে খেতে খুবই ভালো লাগতো৷ আমিও এই বিস্কুটটি খেতাম৷ আমি সাধারণ দুধ দিয়ে খেতাম৷ মাঝে মাঝে সকাল বেলা পার্লে জি বিস্কুট খেয়ে স্কুল যেতাম।

পার্লে জি বর্তমানে দেখতে পাওয়া যায় না বাংলাদেশে৷ হাজারো নতুন নতুন বিস্কুটের ভিরে এখন এই বিস্কুটটি বাংলাদেশে বিলুপ্ত হয়ে গেছে। আসলেই কিছু কিছু জিনিস হারিয়ে গেছে কিন্তু তাদের পন্যের গুনগত মানের জন্য এখনও লোকমুখে ছড়িয়ে আছে৷ আগে খাবারে ভেজাল কম ছিলো। তারা সবসময় মানুষকে গুণগত খাবার খাওয়ানোর চেষ্টা করতো৷ মাত্র দশ থেকে পনেরো বছরের মধ্যে পৃথিবীর অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন মানুষ দশ টাকা লাভের জন্য ভেজাল খাবার বিক্রি করতেও দ্বিধাবোধ করে না৷ তাই এখন মানুষ কোন পণ্যের প্রতি আকৃষ্ট হয় না৷ যেমন আগেকার মানুষ হইতো। পার্লে জি বিস্কুটের দাম সহজে বাড়েও নাই৷ একটি নির্দিষ্ট দামে সীমাবদ্ধ ছিলো।

Screenshot_20230405-105505_Firefox.jpg
ছবি সংগ্রহ

পার্লে জি বিস্কুট হয়তো এখনকার বাচ্চারা চিনবে না৷ এই বিস্কুটটি সত্যিই নামকরা ছিলো। যারা এই বিস্কুট খেয়েছে তারা এখন এই বিস্কুটের স্বাদ মনে রেখেছে৷ এই বিস্কুটটি হয়তো গম দিয়ে তৈরি হইতো। এই বিস্কুট খেলে পেট ভরে যেত। সত্যিই অসাধারণ একটি বিস্কুট ছিলো।

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ
@toufiq777

Sort:  
 2 years ago 

ছোটবেলায় যখন টিভিতে শক্তিমান দেখতাম। তখন এই বিস্কুটের বিজ্ঞাপন দিত।বাজার থেকে অনেক সময় এই বিস্কুট কিনে খেয়েছি। অনেক মজার ছিল। পুরনো স্মৃতি মনে পড়ে গেল ভাই।শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ ভাই

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

Thank you

 2 years ago 

ছোটবেলায় আগে টিভিতে অ্যাড দেখতাম এই বিস্কুটটির। দুধে তৈরী এই বিস্কুটটি খেতে খুব আসলে মজা ছিল। একটা এডের কথা আমার মনে পড়ে সেখানে একটি বাচ্চার অ্যাড হয় জি মানে জিনিয়াস এই কথাটি বলে। এই এডভেটাইজটা আমার এখনো মনে আছে। খুব সুন্দর পোস্ট করেছেন ভাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago (edited)

পার্ল জে বিস্কুটটি অনেক মজাদার এর স্বাদ গমের। তবে এই বিস্কুট ছোটবেলা থেকেই দেখে আসছি।বর্তমানে পার্লে জি বিস্কুট আর দেখা যায় না। অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই। আপনার জন্য শুভকামনা রইলো ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

পার্লে-জি বিস্কুট নিয়ে খুব সুন্দর একটি পোস্ট করেছেন। এই বিস্কুট আমিও কখনো খাইনি। আপনি ঠিকই বলেছেন এ বিস্কিট টি বাংলাদেশ থেকে এখন মোটামুটি বিলুপ্ত হয়ে গিয়েছে তবে ইন্ডিয়াতে এ বিস্কিটের এখনো বেশ চাহিদা রয়েছে। ইন্ডিয়ান চ্যানেল গুলোতে বড় বড় সেলিব্রেটিরা এই বিস্কিটের এড করে থাকে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

পার্লে জি বিস্কুট কখনো খাইনি ভাই। আজি আমি প্রথম দেখলাম, তবে মনে হচ্ছে বিস্কুটটি অনেক সুস্বাদ্য ছিল। কিন্তু মনে পড়ে গেলো, এই বিস্কুট নিয়ে সাদা কালো টেলিভিশনে অ্যাড দেখেছি। আপনি অনেক সুন্দর তথ্য দিয়েছেন এই পার্লে জি বিস্কুট নিয়ে। অজানা তথ্য জানতে পারলাম অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

পারলে বিস্কুট আমি এর আগে কখনো দেখিনি এবং এর টেস্ট দিচ্ছিল সেটাও কখনো গ্রহণ করা হয়নি। আপনার পোষ্টের মাধ্যমে এই বিস্কুট সম্পর্কে আমি জানতে পারলাম এবং এই বিস্কুটের নাম জানলাম। যাইহোক আপনার পোষ্ট থেকে আমি নতুন একটি উপন্যাস সম্পর্কে ধারণা পেলাম। অসংখ্য ধন্যবাদ এমন একটি নতুন বিস্কিট সম্পর্কে জানানোর জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

পারলে বিস্কুট আজ প্রথম এই নামটি শুনলাম। আপনার পোষ্টের মাধ্যমে এই বিস্কুট সম্পর্কে জানতে পারলাম। আপনার পোস্টে আরও জানলাম এ বিস্কুট গম দিয়ে তৈরি হতো। এ পোস্টের মাধ্যমে একটি নতুন জিনিস সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। হয়তো এ বিস্কুট এর সাদ অনেক বেশি ভালো ছিলো। এ পোস্টটি দেখে এখন পারলে বিস্কুট খেতে ইচ্ছে করছে। আপনার ফটোগ্রাফি সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্টর মাধ্যমে একটি আজানা বিষয় জানিয়ে দেবার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

পার্লে জি বিস্কুট এর আগে কখনো দেখি নাই। ছোট বেলায় খেয়েছি কিনা সেটাও বলতে পারবো না। আপনার পোস্ট এর মাধ্যমে পার্লে জি বিস্কুটির কথা এবং স্বাদ সম্পর্কে জানতে পারলাম। অজানা কিছু তথ্য জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

আমিও প্রচুর পরিমানে বিস্কুট খেয়েছি কিন্তু পার্লে জি খেয়েছি কিনা তা বলতে পারি না। অবশ্য আমাদের দোকান ছিল এখনো আছে অনেক বিস্কিট হাত দিয়ে বেচা-কেনা করেছি কিন্তু এই বিস্কিটা বেচাকেনা করেছি কিনা তা মনে পড়তেছে না। যাইহোক আপনার মাধ্যমে এই বিস্কিট সম্পর্কে বিস্তারিত কিছু ধারনা পেলাম। আপনার কথা মতো এই বিস্কিটির গুণগতমান অনেক বেশি। আসলেই গম দিয়ে তৈরিকৃত যে কোন জিনিসের পুষ্টিগুণ বেশি থাকে এবং যা ক্ষুধা মিটায়। ধন্যবাদ ভাই হারিয়ে যাওয়া এই পার্লে জি বিস্কুট নিয়ে আমাদের সামনে বিস্তারিত কিছু আলোচনা করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.040
BTC 94242.56
ETH 3408.52
USDT 1.00
SBD 3.35