বগুড়ার তৈরি মাটির বাটিতে বিক্রিকৃত দই এর তুলনা হয় নাsteemCreated with Sketch.

in Steem For Traditionlast year (edited)

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

বগুড়ার তৈরি মাটির বাটিতে বিক্রিকৃত দই এর তুলনা হয় না
20230810_200814.jpg20230810_200806.jpg

বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা বগুড়া দই এর জন্য বিখ্যাত। বগুড়ার দই এর জুড়ি মেলা ভার। বগুড়ার দই এর কথা শুনলেই জীভে জল চলে আসে৷ বর্তমানে প্রায় প্রত্যেক জেলায় দই তৈরি করা হইতেছে। কিন্তু বগুড়ার দই এর মত হয় না৷ বগুড়ার দই এর স্বাদ অতুলনীয়। বগুড়ার দই খেলে মুখে স্বাদ লেগে থাকে৷ এক বার খেলে বার বার খেতে মন চায়৷ আমাদের এলাকার তৈরিকৃত দই গুলোও মজা তবে বগুড়ার দই এর মত হয় না৷

20230810_200831.jpg20230810_200835.jpg

বগুড়ায় তৈরি হয় বলে আমাদের যে বগুড়ায় যেতে হবে তা নয়৷ বগুড়ার দই সারা বাংলাদেশে পাওয়া যায়৷ আগে প্রায় সব দোকানে বগুড়ার দই পাওয়া যেত৷ তবে এখন সব দোকানে এই দই পাওয়া যায় না৷ প্রত্যেকটি দোকানে তাদের নির্দিষ্ট কারিগর রয়েছে৷ তারা দই তৈরি করে থাকেন৷ আমাদের সৈয়দপুর শহরে একটি দই এর দোকান আছে৷ দোকানটির নাম বগুড়া দই ঘর৷ দোকানটি দিনাজপুর রোডে অবস্থিত। মানুষ ভালো দই এর জন্য ঐ দোকানে গিয়ে ভিড় করে৷ দোকানটিতে মিষ্টিও বিক্রি হয়৷ তবে সারাদিনে দই বেশি বিক্রি হয়৷ মানুষ দোকানে বসে দই খেয়ে থাকেন৷ হিন্দুরা দই আর চিড়া খেয়ে থাকেন৷ আমিও মাঝে মাঝে ঐ দোকানে গিয়ে দই খেয়ে থাকি৷ আমার বগুড়ার দই খেতে ভালো লাগে৷ এমনি আমাদের এলাকার তৈরি দই গুলো আমার কাছে তেমন ভালো লাগে না৷

20230810_200824.jpg

বগুড়ার দই ২০০ বছর আগে প্রথম তৈরি করা হয় বগুড়ার শেরপুর উপজেলায়। বগুড়ার মানুষদের কথা মতে সনাতন ঘোষ সম্প্রদায় দই তৈরি করে বগুড়া জেলাকে বাংলাদেশের সর্বত্র পরিচিত করে তুলে। এর পর আস্তে আস্তে বগুড়ার বড় বড় ব্যবসায়ীরা এই দই তৈরি ও বিক্রি করা শুরু করে৷ অথিতি অপ্যায়নে এই বগুড়ার মিষ্টি দই এর জুড়ি অনেক৷ বিয়ে বাড়িতে এই দই খাওয়ানো হয়ে থাকে৷ অনেক সময় বিয়ে বাড়ির অনুষ্ঠান গুলো দই ছাড়া পূর্ণতাই পায় না৷ ভাত খাওয়ার পর এক বাটি দই হজম শক্তি বাড়াতে সাহায্য করে। দই আমাদের শরীর ঠান্ডাও রাখে৷ শরীরের শক্তি বৃদ্ধি করে৷ দই দুধ দিয়ে তৈরি হয়৷

20230810_200817.jpg20230810_200826.jpg

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ
@toufiq777

Sort:  
 last year 

বগুড়ার দইয়ের প্রশংসা আমি অনেকের কাছ থেকেই শুনেছি। এমনকি অনেকে তো এটাও বলে যে বগুড়া নাকি দইয়ের জন্যই বিখ্যাত। তবে আমি এখনো পর্যন্ত বগুড়ার দই খাইনি। কখনো সুযোগ হলে অবশ্যই খাব। আপনার পোস্টের মাধ্যমে বগুড়ার দই সম্পর্কে আরো কিছু জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

Thank you

 last year 

Thank you

Loading...
 last year 

বগুড়ার দই মানেই আগুন কিছু। আমরা দুই বলতেই বগুড়া চিনি, বগুড়ার দই আমারও অনেক খেতে ভালো লাগে। তবে আপনি ঠিক বলেছেন এখন আর সব দোকানে বগুড়ার দই পাওয়া যায় না। সবাই নিজ নিজ কারিগর থেকে দই তৈরি করেন। বগুড়ার দই নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

ধন্যবাদ

 last year 

বগুড়ার দইয়ের জন্য সারা বাংলাদেশের মানুষ বগুড়া কে চিনে থাকে। তাইতো বগুড়ার দই এত বিখ্যাত।আসলে ভাই আপনি ঠিক কথা বলেছেন অতিথি আপ্যায়নে বগুড়ার দই ও মিষ্টির কোন তুলনা হয় না।দারুন লিখেছেন আপনি ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

বগুড়ার দই এর নাম শুনলে জিভে জল চলে আসে। বগুড়ার দই সব থেকে মিষ্টি এবং নাম করা দই।আপনি ঠিক বলছেন বর্তমান সব জায়গায় তাদের দই এর কারিগর রয়েছে এবং তারা সেগুলো বিক্রি করেন।বগুড়ার দই এর মত কোন দই হয় না। আপনি সুন্দর একটা বিষয় আমাদের মাঝে তুলে ধরছেন ভাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ

 last year 

দই আমার অনেক পছন্দের, আর সেটা যদি হয় বগুড়ার তাহলে তো কথাই নাই। বগুড়ার দইয়ের নামডাক সারা বাংলাদেশ জুড়ে। মাটির পাত্রের এই দই যে একবার খেয়েছে সে বার বার খেতে ইচ্ছে প্রকাশ করবে। আপনি অনেক সুন্দর উপস্থাপন করছেন ভাই। অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ

 last year 

দই আমার অনেক ফেভারিট একটি খাবার। আরো যদি হয় সেটা বগুড়ার দই তাহলে তো কোন কথাই নাই। আগে প্রায় সব হোটেলেই বগুড়ার দই পাওয়া যাইতো। কিন্তু এখন আর আসল বগুড়ার দই পাওয়া যায় না। সবাই নিজের কারিগরের দিয়ে দই বানিয়ে বগুড়ার দই হিসেবে চালিয়ে দেয়। আপনি অনেক সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া, শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65726.71
ETH 2677.61
USDT 1.00
SBD 2.91