শোপিস ঘরের সৌন্দর্য বৃদ্ধি করেsteemCreated with Sketch.

in Steem For Traditionlast year

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

শোপিস ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে

একটা সময় শোপিসের ভালো চর্চা হয়েছিলো৷ প্রত্যেকটি বাড়িতেই শোপিস দেখা যেত৷ তবে এই শোপিস এর ব্যবহার বর্তমানে কমে গেছে৷ শোপিস বিভিন্ন ধরণের হইতো৷ আগে শোপিস গিফট হিসেবে দেওয়া হতো৷ কারো জন্মদিনের অনুষ্ঠানে গেলে বা প্রিয় মানুষকে কোন গিফট দিলেই মানুষ শোপিস দিতেন৷ সব এলাকায় শোপিস এর দোকান দেখতে পাওয়া যায়৷ সেখানে নানান ধরনের শোপিস দেখতে পাওয়া যায়৷ এই শোপিস গুলো দেখলেই মন কেড়ে নেয়৷ তবে এর দাম কিন্তু কম নয়৷ একেকটি শোপিস ১০০-৩০০০০ টাকারও হয়ে থাকে৷ যার যা সামর্থ্য সেই অনুযায়ী শোপিস কিনে থাকেন৷

20230728_175720.jpg20230728_175726.jpg

শোপিস এখন সচারাচর দেখতে পাওয়া যায় না৷ মাঝে মাঝে মেলায় গেলে কিছু দোকানে শোপিস দেখতে পাওয়া যায়৷ তবে এগুলোর মান তেমন ভালো হয় না৷ দাম অনুযায়ী শোপিসের ধরণ ও কোয়ালিটি হয়ে থাকে৷ দামি শোপিস গুলো দেখতেই অসাধারণ হয়৷ এর কারুকাজও অসাধারণ হয়ে থাকে৷ শোপিস মানুষ শোকেসে সাজিয়ে রাখতে পছন্দ করেন৷

20230728_175756.jpg

কিছুদিন আগে আমাদের এখানে ৫ দিন ব্যাপী মহররমের মেলা হয়েছিলো৷ সেখানে বিভিন্ন ধরনের দোকানপাট বসেছিলো৷ এর মধ্যে আমি একটি শোপিসের দোকান দেখতে পেয়েছিলাম৷ সেখানে ঝিনুকের তৈরি বেশ কিছু শোপিস দেখেছিলাম। এছাড়া মাটির তৈরি পুতুলের শোপিস ছিলো৷ এগুলো ছোট বাচ্চাদের আকর্ষণ বেশি করে৷ বিশেষ করে মেয়েদের৷ তবে আমার কাছে ঝিনুকের তৈরি শোপিস গুলো ভালো লেগেছিলো৷ এগুলোর দাম হয়তো ১০০-৫০০ টাকা পর্যন্ত হবে৷ গ্রাম বা শহরের মেলায় এই জিনিসপত্র গুলো এখনও দেখতে পাওয়া যায়৷ এক সময় এর চাহিদা আর থাকবে না৷ এখন মানুষ আধুনিক হয়ে যাচ্ছে৷ আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করতেছেন।

20230728_175848.jpg20230728_175852.jpg

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ
@toufiq777

Sort:  
 last year 

আপনি ঠিক ওই বলেছেন শোপিসের দোকান তেমন দেখা যায় না শুধুমাত্র গ্রামীণ মেলা বা কোন অনুষ্ঠানে এই শোপিসের দোকান গুলো দেখা যায়।আমার বাড়িতে ও কয়েকটি শোপিস রয়েছে পশু পাখির। আপনার দোলনার শোপিস গুলো অনেক সুন্দর লাগতেছে দেখতে দারুণ একটি পোষ্ট উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য শোপিস অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে ভাইয়া। এই শোপিস গুলো মেলা এবং বিভিন্ন পার্ক গুলোতে পাওয়া যায়। এছাড়া আপনি ঠিকই বলেছেন যত বেশি দামি শোপিস কিনা যায় তত বেশি ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। আমার কাছে শামুকের তৈরি শোপিস গুলা একান্ত খুবই ভালো লাগে। শোপিস নিয়ে অনেক সুন্দর আলোচনা করেছেন ভাইয়া। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

ধন্যবাদ

 last year 

Thank you

 last year 

ঠিক বলেছেন ভাইয়া শোপিসের সৌন্দর্য দামের উপর নির্ভর করে। যত দাম দিয়ে শোপিস কিনবেন তত বেশি কারো কাজ ওয়ালা শোপিস পাবেন। আমরা মূলত শোপিস গুলো শোকেজের মধ্যে সাজিয়ে রাখি। এরকম শামুকের তৈরি শোপিস গুলো অনেক বেশি সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

Feedback / Observation

শোপিসের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। মেলায় গেলে বিভিন্ন ধরনের শোপিস চোখে দেখা পড়ে। আমাদের বাসায়ও কিছু কাঠের শোপিস আছে যা ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য সাজিয়ে রাখা হয়।

ভুল বানানঃ নাই। 🙂
অনুপস্থিত শব্দ(Missing Word): 🙂
ভাষার গরমিলঃ নাই। 🙂
Regards
@md-sajalislam (Moderator)
Steem For Tradition

 last year (edited)

ধন্যবাদ