ধারণ ক্ষমতার বাইরে ধানের বস্তা পরিবহন করা ঝুকিপূর্ণ একটি কাজsteemCreated with Sketch.

in Steem For Traditionlast year

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

ধারণ ক্ষমতার বাইরে ধানের বস্তা পরিবহন করা ঝুকিপূর্ণ একটি কাজ

আমাদের দেশের মানুষজন অসচেতন। এরা বেশি লাভ করার জন্য ঝুঁকিপূর্ণ কাজ বেশি করেন৷ এরা সব কিছুকে হেলাফেলা মনে করেন৷ আমাদের দেশে মালবাহী ট্রাক, ট্রাক্টর গুলো লক্ষ্য করে দেখবেন৷ এরা প্রয়োজনের অতিরিক্ত মাল গাড়িতে বোঝাই করে থাকেন৷ আমি একবার দেখেছিলাম৷ যখন পার্বতীপুরে থাকতাম৷ একদিন টার্মিনালে এক ট্রাকে দেখলাম তারা এত বস্তা উঠাইছে যে ট্রাকটি এক পাশে কাত হয়ে গিয়েছিলো৷ আসলে মোড় ঘুরার সময় এই ট্রাক গুলো ঝুঁকির মধ্যে থাকে৷ একটু কাত হলেই উল্টে যাওয়ার ভয় থাকে৷ ঐদিন ঐ ট্রাকটি একটুর জন্য উল্টায় যায় নি৷ ট্রাকটি উল্টায় গেলে পাশের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হইতো৷

20230809_150757.jpg

আমাদের কিছু অসচেতনতার কারণেই আমাদের দেশে বেশি বেশি এক্সিডেন্ট হয়ে থাকে৷ প্রায় প্রত্যেকদিনেই টিভিতে নিউজে দেখা যায় অমুক জায়গায় এক্সিডেন্ট তমুক জায়গায় এক্সিডেন্ট হয়েছে৷ এর বেশির ভাগ হয় মালবাহী ট্রাক গুলোকে কেন্দ্র করে৷

এছাড়া অতিরিক্ত মাল বহনের কারণে রাস্তাঘাট তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়৷ প্রত্যেকটি রাস্তার একটি নির্ধারিত ধারণ ক্ষমতা থাকে৷ আমাদের বাংলাদেশে এমনিই দুর্নীতি হয়৷ রাস্তার বাজেট ১০০ কোটি হলে খরচ করে ২০ কোটি৷ তার উপর এই রাস্তা গুলোতে ভারী যানবহন চলার কিছু রুলস দেওয়া হয়৷ কিন্তু গাড়ির মালিকেরা অতিরিক্ত লাভের আশায় ১০ টনের ট্রাকে ৩০ টন মাল উঠায়৷ বিশেষ করে পাথর বোঝাই ট্রাক গুলো অতিরিক্ত পাথর উঠায় এর কারণে রাস্তা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়৷

20230809_150754.jpg

দুই দিন আগে ফুলবাড়ি গিয়েছিলাম৷ রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক্টর দেখতে পেয়েছিলাম৷ ট্রাক্টরটিতে প্রচুর ধানের বস্তা ছিলো৷ আমার মনে হয় ট্রাক্টরটি অতিরিক্ত ধানের বস্তা বহন করেছিলো। এই ট্রাক্টর গুলো সচেতন ভাবে না চালালে যখন তখন এক্সিডেন্ট হতে পারে৷ এতে করে অনেক সাধারণ জনগণ মরতে পারে৷ আমাদের সকলের একটু সচেতন হওয়া দরকার৷ আপনারা জীবনে যদি কখনও ট্রাক বা ট্রাক্টর কিনেন৷ তাহলে অবশ্যই চেষ্টা করবেন ধারণ ক্ষমতা অনুয়ায়ী পণ্য পরিবহন করতে৷

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ
@toufiq777

Sort:  

আপনি একদম সঠিক কথা বলেছেন৷

 last year 

ধন্যবাদ

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

Thank you

 last year 

Thank you

 last year 

অতিরিক্ত মাল বহন রাস্তা এবং মানুষের জন্য অনেক বেশি ক্ষতিকর। আমার চোখের সামনেই এমন অতিরিক্ত মাল নেওয়ার কারনে ঘুরাতে গিয়ে উল্টে যায় গাড়ি। রাস্তার কথা ঠিক বলেছেন ১০০ কোটি বাজেট হলে কাজ করে ৩০ কোটির। এমন ওভার লোড গাড়িগুলোকে জরিমানা না করলে দূর্ঘটনা এড়ানো যাবে না ভাই।

 last year 

হ্যা৷ যে ট্রাফিক পুলিশ ওমার কাছে টাকা খায়৷ কি জরিমানা করবে।

 last year 

রাস্তার বাজেট ১০০ কোটি হলে খরচ করে ২০ কোটি৷

আপনার সাথে আমিও একমত ভাইয়া। বাংলাদেশ মানেই দুর্নীতির জায়গা, তবে ট্রাক ডাইভারদের উচিত, যতটুকু মাল বহন করা দরকার ঠিক ততটুকুই নেওয়া উচিত। অতিরিক্ত মাল নেওয়ার কারণে নিজের ক্ষতি এবং আশেপাশের মানুষরাও ঝুঁকিপূর্ণ থাকে। অনেক দরকারি একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো, শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

 last year 

ধন্যবাদ

 last year 
ভারী যানবাহন রাস্তায় চলাচলের কাজে বেশ কিছু নিয়ম রয়েছে। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য একটি নিয়ম হল গাড়িতে অতিরিক্ত ভর নেওয়া যাবে না। প্রায় প্রায়ই দেখা যায় অতিরিক্ত ভর নেওয়ার কারণে ট্রাকগুলো উল্টে যায়। এর কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আপনি কিছু গুরুত্বপূর্ণ কথা লিখেছেন। এই গাড়িগুলোতে রডও বহন করা হয়। কিন্তু দেখা যায় যে পিছনের দিকে রডগুলো বের হয়ে থাকে।এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ একটি কাজ। যেকোনো সময়েই মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত। ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরার জন্য।
 last year 

ধন্যবাদ

 last year 

অতিরিক্ত মাল বহন করলে যেমন রাস্তার ক্ষতি গাড়ির ক্ষতি এবং কি মানুষের ক্ষতি। ওভারলোড এর কারণে যেকোনো সময় এক্সিডেন্ট হতে পারে। জি ভাই আমাদের অসচেতনতার জন্য প্রতিনিয়তই ঘটে যাচ্ছে এক্সিডেন্ট। টিভির সামনে বসলেই এক্সিডেন্ট এর খবর পাওয়া যায়। অসংখ্য ধন্যবাদ ভাই সচেতনতামূলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

দিনাজপুর জেলার মধ্যে আমাদের চিরিরবন্দর উপজেলায় সব থেকে বেশি এই ধানের বস্তার গাড়ি দিয়ে এক্সিডেন্ট হয় ।এতে অনেক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে। এসব গাড়িওয়ালা কোন নিয়ম কানুন মানে না দারুন লিখেছেন ভাই। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

জ্বি ভাইয়া আপনার সাথে আমিও একমত আমাদের চলার পথের রাস্তাগুলোতে এখন ধারণ ক্ষমতার বাইরে ধানের বস্তা পরিবহন করা ঝুকিপূর্ণ একটি কাজ করে যাচ্ছে তারা শুধুমাত্র অধিক মুনাফা লাভের জন্য। এবং আমাদের বাংলাদেশে এখন এতটাই দুর্নীতি বেড়ে গেছে যে বলার বাহিরে। অনেক সুন্দর একটি মতামত আমাদের মাঝে শেয়ার করছেন ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল

 last year 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.030
BTC 65663.89
ETH 2670.06
USDT 1.00
SBD 2.91