কাঠের তৈরি গ্রামীণ খেলনা - পার্ট ২steemCreated with Sketch.

in Steem For Traditionlast year

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

কাঠের তৈরি গ্রামীণ খেলনা - পার্ট ২

১৯৭০ সালের পরে যারা জন্মগ্রহণ করেছেন৷ তাদের খেলনার মধ্যে উল্লেখযোগ্য ছিলো এই খেলনাটি। এই খেলনাটিকে টমটম গাড়ি বলে৷ এর গাড়িটি কাট দিয়েই তৈরি৷ গাড়িতে দুটি ছোট লাঠি লাগানো থাকে৷ আর সামনে একটি প্লেটের মত থাকে৷ গাড়িটি এমন ভাবে তৈরি করা হয় যেন সামনে দিয়ে টানলে লাঠি গুলো সেই প্লেটে গিয়ে বারি মারে। এতে টমটম শব্দ হয়। ছোট বেলায় প্রায় এই গাড়ি মেলা থেকে কিনে আনতাম৷ আর সারাদিন এটি দিয়ে খেলতাম৷ এই গাড়িটি নিচের অংশে চাকা লাগানো থাকে৷ চাকা গুলো চিনামাটি দিয়েই তৈরি করা হয়৷ এই গাড়ি গুলোতে বর্ণীল রং করা হয়৷ এই খেলনা গুলো পহেলা বৈশাখের মেলা গুলোয় বেশি দেখা যায়৷

20230519_152643.jpg20230519_152640.jpg
20230519_152632.jpg

এই খেলনা গুলো গ্রামীণ ঐতিহ্য। শহরের বড় বড় দোকানে এই খেলনা চোখে পরবে না৷ এই খেলনা গুলো পেতে হলে গ্রামীণ মেলায় যেতে হবে৷ বর্তমানে বাচ্চারা ঘরমূখী হয়ে যাচ্ছে৷ সারাদিন পড়াশোনা আর মোবাইলে গেমস ও ভিডিও দেখে এরা সময় পার করে৷ বাইরে গিয়ে যে খেলবে বা বাইরের সংস্কৃতির সাথে মিশবে এটি তারা করে না৷ করবে কি করে তাদের বাবা-মায়েরাই তো তাদের আধুনিক করে গড়ে তুলছে৷ এতে করে আমাদের গ্রামীণ সংস্কৃতি গুলো প্রায় হারিয়ে যেতে বসেছে৷

20230519_152637.jpg20230519_152635.jpg

আর কিছুদিন পর এই খেলনা গুলো আর পাওয়া যাবে না৷ আসলে সেই খেলনার ব্যবহার হয় না সেগুলো তো আর কারিগরেরা বানাবেন না৷ কারণ কোন কিছু বানাতে অর্থ প্রয়োজন হয়৷ এর পর যদি সেটি বিক্রি করতে না পারে তাহলে তো কারিগর এর ক্ষতি। দিন দিন এই খেলনা গুলোর ব্যবহার কমে যাওয়ায় খেলনা গুলো এখন বিলুপ্তির মুখে৷ আর হয়তো ১০-২০ বছর পর এই খেলনা গুলো আর দেখাই যাবে না।

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ
@toufiq777

Sort:  
 last year 

অসাধারণ একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাইয়া যা দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। এই টুনটুনি গাড়ির ড্রাইভার আমিও ছিলাম একসময়। আপনি যে বরাবর বলেন এখনকার বাচ্চারা বয়লার আপনি ঠিক এই বলেন। আমরা যে সময় এইসব খেলতাম এখনকার বাচ্চারা সেই সময় ভিডিও গেম এবং নানান কাজ করে সময় অতিবাহিত করছে। ধন্যবাদ ভাই আপনার এই পোষ্টের মাধ্যমে আমার শৈশবের কথা মনে করিয়ে দেওয়ার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

টমটম এই খেলনাটি একটি ঐতিহ্যবাহী গ্রামীণ খেলনা। ৯০ দশকের পোলাপান আমরা যে শৈশব পেয়েছি, বর্তমান পোলাপান ভার্চুয়াল জগতের সাথে সম্পৃক্ত। টমটম খেলনা নিয়ে খুব সুন্দর উপস্থাপন করেছেন ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই, হয়তো কিছুদিন পর ঐতিহ্যবাহী খেলনা বিলুপ্ত হয়ে যাবে।

 last year 

ধন্যবাদ

 last year 

Thank you

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 last year 

Thank you

 last year 

এই খেলনাটির নাম হল টমটম। এই খেলনাটি বিশেষ করে ছোট বাচ্চারা অনেক পছন্দ করে থাকে, কিন্তু বর্তমানে দিন দিন এই খেলনাটি বিলুপ্তির পথে। যাই হোক দারুন লিখেছেন আপনি ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

এই টমটম গাড়ি দিয়ে অনেক খেলেছি ভাইয়া, ইদ, মেলা চরক হাটিতে টমটম গাড়ি কিনতাম এবং সারাদিন গাড়ি নিয়ে বেড়াতাম, বাড়ির লোকদের কান ঝালাপালা করে দিতাম, টমটম গাড়ি নিয়ে অনেক সুন্দর আলোচনা করেছেন ভাইয়া, ফটোগ্রাফি অনেক জোস ছিলো, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

 last year 

ধন্যবাদ

 last year 

এই টমটম গাড়ি গুলো আমার কাছে খুবই কিউট লাগে। আমি ছোটবেলায় এমন টমটম গাড়ি নিয়ে খেলেছি। এখনো বিভিন্ন মেলায় এসব টমটম গাড়ি কিনতে পাওয়া যায়।কিন্তু আমি দেখেছি আগের জিনিসের মান অনেক ভাল।অনেক সুন্দর একটি বিষয় শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

Thank you

 last year 

ছোটবেলা এরকম টমটম গাড়ি নিয়ে আমি অনেক খেলেছি।এই খেলানাগুলো সাধারণত গ্রামীণ মেলাতে বেশি দেখা যায়।কিন্তু আগের মতো এখন আর তেমন এই টমটম খেলনাটি দেখা যায় না।ধন্যবাদ ভাইয়া টমটম গাড়ি নিয়ে সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58522.85
ETH 2614.85
USDT 1.00
SBD 2.43