একজন ভ্রাম্যমাণ আমসত্ত্ব বিক্রেতাsteemCreated with Sketch.

in Steem For Traditionlast year

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

একজন ভ্রাম্যমাণ আমসত্ত্ব বিক্রেতা

আমাদের শহরের বাজার গুলোতে বিভিন্ন পেশার মানুষ দেখা যায়৷ সবাই চায় ভিন্ন ধর্মী ব্যবসা করতে। সকলেই যদি একই ধরনের ব্যবসা করে তাহলে তো আর হবে না৷ সবার পেশা এক হলে চাহিদা কমে যাবে৷ আমাদের আশে ভিন্ন ধর্মী অনেক পেশার লোক রয়েছে৷ কেউ রাতের বেলা ব্যবসা করেন আবার কেউ দিনের বেলা ব্যবসা করেন৷ আমাদের সৈয়দপুর শহরে ফুসকা অনেক জনপ্রিয়। ফুসকা ব্যবসায়ীদের ব্যবসা রাতের বেলা জমজমাট হয়৷ যেমন সন্ধ্যা থেকে শুরু করে রাত ১২ পর্যন্ত তাদের ব্যবসা জমজমাট থাকে৷ সৈয়দপুর শহরের সিএসডি মোড় এ এক লোক ফুসকা বিক্রি করেন৷ তিনি সন্ধ্যায় দোকান খোলেন। তার দোকানে লাইন ধরে ফুসকা কিনে খেতে হয়৷ তার এত বেশি জনপ্রিয়তা যে প্রতিদিন এক বেলা ব্যবসা করে তিনি ৫-১০০০০ টাকা ইনকাম করেন৷ তার দোকানে ৩-৪ জন কর্মচারী কাজ করেন৷

20230806_202417.jpg20230806_202413.jpg

ঠিক এমনি ভাবে আরও বিভিন্ন পেশার লোক আছেন৷ সব ব্যবসার একটা সময় থাকে৷ কাঁচামাল, মাছ ইত্যাদি সকালে বিক্রয় বেশি হয়৷ এগুলো রাতে তেমন পাওয়া যায় না। ভ্রাম্যমান ফলমূল বিক্রেতাদের রাতে দেখা যায় না৷ উনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফল মূল বিক্রি করে থাকেন। আবার বাদাম-বুট, ছোলামাখা, চানাচুরমাখা ইত্যাদি ব্যবসায়ীদের রাতে দেখতে পাবেন।

20230806_202403.jpg20230806_202358.jpg

কালকে আসলাম ভাই এর সাথে বিকালে দেখা করলাম৷ তার সাথে প্রায় সাড়ে তিন ঘন্টা ঘুরাঘুরি করেছিলাম৷ সন্ধ্যার সময় সৈয়দপুর টেকনিক্যাল স্কুল এবং কলেজে গিয়েছিলাম৷ সেখান থেকে হেটে পাঁচমাথা মোড়ে আসলাম৷ পাঁচমাথা মোড় রেলগেট এর পাশে দুইজন ভ্রাম্যমাণ খাবার বিক্রেতাকে দেখলাম৷ এর মধ্যে একজন আমসত্ত্ব বিক্রেতা আরেকজন মোরব্বা বিক্রেতা। আমি মোরব্বা বিক্রেতা লোকটিকে প্রায়ই দেখি৷ তবে আমসত্ত্ব বিক্রেতা লোকটিকে কাল প্রথম দেখেছিলাম৷

20230806_202428.jpg

আসলে আমসত্ত্ব তৈরি করা হয় আম দিয়ে৷ যেহেতু ফেব্রুয়ারি থেকে শুরু করে আগষ্ট মাস পর্যন্ত সময়টা আমের মৌসুম থাকে৷ তাই এই সময় আম দিয়ে তৈরি নানান ধরনের খাবার বেশি লক্ষ্য করা যায়৷ আমসত্ত্ব আম দিয়ে তৈরি হয়৷ এটি একটি আচার এর মত খাবার। মেয়েদের পছন্দের একটি খাবার৷ অনেকে বলে আমসত্ত্ব দেখলে নাকি জীভে জল চলে আসে৷ এটা মনে হয় মেয়েদের ক্ষেত্রে। আমার আমসত্ত্ব দেখে জীভে জল আসে নি৷ আমি কিছু ছবি তুলে রেখেছিলাম৷ যেন এটি নিয়ে একটি পোস্ট লিখতে পারি৷

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ
@toufiq777

Sort:  
 last year 

কালকে অনেক সুন্দর সময় কাটিয়েছি ভাই, ধন্যবাদ আপনাকে এতো সুন্দর সময় আমাকে উপহার দেওয়ার জন্য। সৈয়দপুর শহরে রাতের বেলায় অনেক ভ্রাম্যমাণ দোকানপাট দেখা যায় । পাঁচমাথা মোড়ে আম সত্তা বিক্রেতা অনেক কষ্ট করে জীবন জীবিকা নির্বাহ করে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

Thank you

 last year 

Thank you

 last year 

আমাদের সৈয়দপুর শহরে ফুসকা অনেক জনপ্রিয়।

একমত ভাইয়া, আমরা প্রায় সময় ফুসকা খাওয়ার জন্য সৈয়দপুর যাই, সৈয়দপুরের ফুসকা সত্যি অনেক জনপ্রিয়, আসলাম ভাইয়ের সাথে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন ভাইয়া, আমসত্ত্ব খাওয়ার মুহুর্তটা অনেক সুন্দর ছিলো হয়তো।

 last year 

ধন্যবাদ

 last year 

ভ্রাম্যমান দোকানগুলো থেকে যে কোন খাবার কিনে খেতে ভালই লাগে। তাদের কাছে বানানো জিনিসের যেমন স্বাদ পাওয়া যায় বাড়িতে তৈরি করলে তেমন স্বাদ পাওয়া যায় না। তাছাড়া আমাদের জমিরহাটে একটি দোকানে আমসত্ত্ব পাওয়া যায় খেতে অনেক ভালোই লাগে। আমসত্ত্বের উপরে লবণ ছিটিয়ে দিলে তারপর মুখে দিলে সেই স্বাদ পাওয়া যায়।

 last year 

ধন্যবাদ

 last year 

আসলেই ভাইয়া সৈয়দপুরের ফুসকা মানেই আগুন, আমরা বন্ধুরা মিলে প্রায় সৈয়দপুরে যাই ফুসকা খেতে, তবে আমসত্ত্ব কখনো খাওয়া হয়নি, এবার সৈয়দপুর গেলে অবশ্যই আমসত্ত্ব টেস্ট করবো, আসলাম ভাইয়ের সাথে তো ভালোই সময় কাটিয়েছেন, শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

ছোটবেলায় আগে এইরকম আমসত্ত্ব বিক্রি করা তেমন দেখিনাই। তবে এখন শহর অঞ্চলে এখন আমসত্ত্ব বিক্রি করা হচ্ছে রাস্তার ধারে এসব দোকানে। আমসত্ত্ব খেতে অনেক ভালো লাগে দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপনি দারুন লিখেছেন ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

ধন্যবাদ

 last year 

আমসত্ত্ব অনেক দিন থেকে খাওয়া হয় নাই। আমসত্ত্ব আম দিয়েই তৈরি করা হয়। এর স্বাদ কিছুটা আচারের মতো লাগে। সৈয়দ পাঁচমাথা মোড়ের একটি আমসত্ত্ব দোকান নিয়ে সুন্দর একটি উপস্থাপনা।

 last year 

ধন্যবাদ

 last year 

আমসত্ত্ব আমি খাই নাই।আমসত্ত্ব খাবারের অনেক নাম শুনছি।আপনি অনেক সুন্দর ভাবে আমসত্ত্ব নিয়ে আলোচনা করছেন।আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম আমসত্ত্ব কি।আপনি ঠিক বলছেন এগুলো খাবার মেয়েদের জন্য অনেক জনপ্রিয়।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট করার জন্য ভাই।

 last year 

ধন্যবাদ

 last year 

মেয়েদের পছন্দের একটি খাবার৷ অনেকে বলে আমসত্ত্ব দেখলে নাকি জীভে জল চলে আসে।

উপরের কথাটি ঠিক বলেছেন ভাই। আমসত্ত্ব আমি একবার খেয়েছিলাম আমার কাছে খুব একটা ভালো লাগেনি। বিশেষ করে মেয়েদের কাছে শুনি আমসত্ত্ব নাকি তাদের খুবই প্রিয়। ঘোরাঘুরি তো ভাই ভালোই করলেন। শুভকামনা রইল আপনার জন্য

 last year 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 67059.35
ETH 2672.35
USDT 1.00
SBD 2.72