আমার ছাত্র জীবনের পথ চলা কেলোকা প্রীপারেটরী স্কুল থেকে শুরু হয়েছিলোsteemCreated with Sketch.

in Steem For Traditionlast year (edited)

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

আমার ছাত্র জীবনের পথ চলা কেলোকা প্রীপারেটরী স্কুল থেকে শুরু হয়েছিলো
20230805_144026.jpg

বর্তমানে শিক্ষা ছাড়া মানুষের কোন দাম নাই৷ মানুষ সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে বলেই পৃথিবী আজ উন্নতির শিখরে চলে যাচ্ছে। ২০ বছর আগেও বাংলাদেশের শিক্ষার প্রচার বেশি ছিলো না৷ গ্রামের ৭০% লোকই অশিক্ষিত ছিলো৷ বাবা-মায়েরা তাদের ছেলে-মেয়েদের পড়াশোনা করাতো না৷ সবাই ভাবতো পড়ালেখা কোন কাজে আসবে না৷ ছেলে-মেয়েদের দিয়ে বাড়ির বা বাইরে কাজ কর্ম করাতো৷ তখন শিক্ষার সম্প্রচারের জন্য সরকার থেকে নানান ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিলো। উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছিলো। নানান ধরনের কার্যক্রম এর ফলে বর্তমানে বাংলাদেশে শিক্ষার প্রচার বাড়ছে৷ শহর ও গ্রাম সব জায়গার মানুষ এখন সুশিক্ষায় শিক্ষিত৷ বর্তমানে বাবা-মা নিজে কর্ম করে হলেও বাচ্চাদের পড়াশোনা করানোর চেষ্টা করছেন।

20230805_143716.jpg20230805_143709.jpg
20230805_144136.jpg

আমি ২০০০ সালে নার্সারীতে ভর্তি হয়েছিলাম৷ তখন আমার বয়স ৪ বছর ছিলো৷ আগে আমরা কেলোকা আবাসিক এলাকায় থাকতাম৷ আমাদের আবাসিকের ভিতরে একটি প্রাইমারি স্কুল ছিলো৷ এই স্কুলে নার্সারী থেকে ক্লাস ৫ পর্যন্ত পড়াশোনা করা যাইতো৷ আমার ছাত্র জীবনের পথ চলা এই স্কুল থেকে শুরু হয়। স্কুলটি এখনও টিকে আছে। আমাদের সময় যে সার ও ম্যাডাম'রা ছিলো৷ তারা অধিকাংশরাই বর্তমানে নেই।

20230805_143929.jpg20230805_143913.jpg

আমাদের ছোট বেলা ছিলো অনেক সুন্দর৷ ঐ সময় কেলোকায় অনেক লোকজন ছিলো৷ আর সবাই সবার ছেলে-মেয়েদের ঐ স্কুলে পড়াশোনা করাইতো। তখন স্কুল জমজমাট ছিলো৷ স্কুলে যেতেও ভালো লাগতো৷ আমাদের প্রতি বছর ক্রীয়া প্রতিযোগিতা হইতো, সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো, বনভোজন হইতো। আমাদের সময়টা সেই রকম সুন্দর ছিলো। স্কুলটি বাহির থেকে যতটা না সুন্দর, ভেতর থেকেও অনেক সুন্দর ছিলো৷ স্কুলের মাঝে ফাঁকা জায়গা ছিলো। সেখানে ফুলের বাগান ছিলো। স্কুলের সামনে খেলার মাঠ রয়েছে৷ বর্তমানে স্কুলের পিছনে শহীদমিনার তৈরি করা হয়েছে৷ স্কুলের এক পাশে বাচ্চাদের জন্য বিনদনের ব্যবস্থা করা হয়েছে। মনোরম পরিবেশে স্কুলটি অবস্থিত। যে কারোরি ঐ স্কুলে পড়াশোনা করতে ভালো লাগবে৷ আমাদের সময় বাহির থেকেও অনেকে ঐ স্কুলে পড়াশোনা করতে আসতো।

20230805_143853.jpg20230805_143847.jpg

জীবনের পথ চলা এই স্কুল থেকে৷ এখনও এই স্কুলের কথা মনে পড়ে৷ স্কুলে আমাদের অনেক গুলো ভ্যান ছিলো। আবাসিক এর বাহিরের বাচ্চাদের আনায়নের জন্য এই ভ্যান গুলো ব্যবহার করা হইতো৷ আমরা মাঝে মাঝে ঐ ভ্যান গুলো চালাতাম, মজা করতাম৷ এই স্কুলের সাথে আমাদের অনেক সৃতি জড়িয়ে আছে৷ ভাতিজ প্রথম প্রেমে পড়ছিলো। আমারও একটা ক্রাশ ছিলো।

20230805_143834.jpg20230805_143802.jpg
20230805_143749.jpg

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ
@toufiq777

Sort:  
 last year 

Thank you

 last year 

কেলোকা প্রাইমারি স্কুলটিত আমি দুইবার গিয়েছিলাম ভাই। স্কুলটি অনেক সুন্দর। এখন সেখানে ছোটদের জন্য অনেক দোলনা লাগানো হয়েছে। আগেকার দিন যারা পড়ালেখা করত তারা বেশির ভাগই সরকারি চাকরি করেছে ভাই। কিন্তু অনেক পরিবার থেকেই পড়ালেখা করাতো না।

 last year 

হ্যা

 last year 

কেলোকা প্রিপারেটরী স্কুলে আমি একবার গিয়েছিলাম শামীমের সাথে। অনেক সুন্দর পরিবেশ দেখে মুগ্ধ হয়ে গেছিলাম, আপনার স্কুল জীবন প্রীপারেটরী স্কুল থেকে শুনে ভালো লাগলো ভালো লাগলো। আপনি আর সোহানুর ভাই তাহলে একসাথেই পড়াশোনা করেছেন? ফটোগ্রাফি অসাধারণ হয়েছে, অসংখ্য ধন্যবাদ ভাই

 last year 

ধন্যবাদ

 last year 

গ্রামের ৭০% লোকই অশিক্ষিত ছিলো৷

ঠিক কথা বলেছেন ভাইয়া, আগে যেমন অশিক্ষিত বেশি ছিলো ঠিক তেমনই শিক্ষার মূল্য ছিলো, তবে আগের স্কুলের স্মৃতি গুলো ভুলে যাওয়া মত না, আপনার শৈশবের সৃতি গুলো জেনে খুবই ভালো লাগলো, অনেক সুন্দর করে স্মৃতি গুলো তুলে ধরেছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 last year 

ধন্যবাদ

 last year 

স্কুল জীবন আমাদের সবার কাছে অনেক প্রিয় একটি সময় এবং স্মৃতি হিসেবে রয়ে গেছে। আপনি আপনার ফেলে আসা সেই শৈশবের স্কুলটি নিয়ে আমাদের সাথে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

এই স্কুলের ডিজাইনটি অন্যান্য সব স্কুলের থেকে সম্পূর্ণরূপে আলাদা। তাছাড়া এর আশে পাশের পরিবেশও অনেক সুন্দর। আপনি আপনার স্কুল জীবন অনেক সুন্দর ভাবে পার করেছেন। এখানে নাকি আবার আপনার ক্রাশও ছিল। সবারই স্কুল জীবনের অনেক মজার স্মৃতি থাকে।এই স্কুলটি আমি আগে কখনো দেখিনি । আপনার পোষ্টের মাধ্যমে প্রথম দেখতে পেলাম। অনেক ধন্যবাদ আপনার স্মৃতিগুলো শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year (edited)

আপনার পথ চলার কেলোকা প্রীপারেটরী স্কুল নিয়ে সুন্দর একটা পোস্ট করেছেন ভাই।আগের দিনে পড়া লেখার তেমন কারো চাহিদা ছিল না।বর্তমান সবার এখন পড়া লেখার চাহিদা বেড়ে উঠছে।আপনি ঠিক বলছেন আগে পড়া লেখা করার জন্য সরকার নানান ধরনের ব্যবস্থা নিতো।আপনার পুরো পোস্ট পড়ে খুব ভালো লাগলো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ

 last year 

কেলোকা প্রাইমারি স্কুলটি দেখতে আসলেই অনেক সুন্দর ভাইয়া।পরিবেশ ও অনেক সুন্দর ও মনোরম। পোস্টটি পড়ে মনে হচ্ছে আপনি আপনার স্কুল জীবনটি অনেক সুন্দর ভাবে কাটিয়েছেন।আমি এই স্কুলটি সম্পর্কে সম্পর্কে আজকেই প্রথম জানলাম। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 last year 

ধন্যবাদ

 last year 

কেলোকায় এই স্কুল এর পরিবেশ অনেক সুন্দর এবং নিরিবিলি পরিবেশে অবস্থিত। অবশ্য এই স্কুলে অনেক কয়েকবার গিয়েছি আমি। আবাসিক এলাকায় ভিতরে এমন স্কুল খুবই কম দেখা যায়। দারুণ ফটোগ্রাফি করেছেন আপনি। ধন্যবাদ ভাই

 last year 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 67163.45
ETH 2666.94
USDT 1.00
SBD 2.70