একজন ভ্রাম্যমাণ লেবুর সরবত বিক্রেতাsteemCreated with Sketch.

in Steem For Traditionlast year (edited)

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

একজন ভ্রাম্যমাণ লেবুর সরবত বিক্রেতা

বর্তমানে ঋতু পরিবর্তন হয়ে গেছে৷ যেমন গ্রীষ্মে কালে বন্যা হচ্ছে৷ বর্ষা কালে প্রচন্ড গরম হচ্ছে৷ শীতকাল শেষ হয়ে যাওয়ার পর ঠান্ডা পরতেছে৷ মানে সব কিছুই উল্টাপাল্টা হয়ে গেছে। পৃথিবীর জলবায়ু পরিবর্তন হয়ে গেছে৷ এত এত কলকারখানা তৈরি হয়েছে৷ চারিদিক কলকারখানা'র কালো ধোয়ায় ছেয়ে গেছে৷ আর মানুষ বাড়তেছে বাসস্থানের সংকট হচ্ছে৷ তাই বনাঞ্চল উজার করে বাসস্থান তৈরি করা হচ্ছে৷ এটা শুধু আমাদের বাংলাদেশে নয়। সারা পৃথিবীতে এমনই অবস্থা৷ পৃথিবীতে গাছপালা যত বেশি হবে পৃথিবী তত ভালো থাকবে৷ কিন্তু আমরা মানুষরাই অসচেতন৷ আমাদের অসচেতনতার কারণে আজ আমাদের পরিণতি এমন হয়ে যাচ্ছে।

20230817_120023.jpg

১-২ মাস আগে প্রচন্ড গরম ছিলো৷ প্রায় ১ মাস ধরে আমাদের বাংলাদেশে কোথাও বৃষ্টি হচ্ছিলো না৷ অথচ বর্ষা কাল ছিলো৷ পরে অনেক জায়গায় বৃষ্টির জন্য কান্নাকাটি করে নামাজ আদায় করে আল্লাহর কাছে মোনাজাত করা হয়েছিলো৷ দিনাজপুরে নামাজ আদায়ের ১-২ দিন পর হালকা বৃষ্টি হয়েছে। মানুষ একটু স্বস্তির নিশ্বাস ফেলছিলো তখন৷ আর আমাদের দেশে একটাই সমস্যা বেশি গরম হলে কারেন্ট থাকে না৷ গরম যত বেশি কারেন্ট তত বেশি আপ-ডাউন করে৷ একবার গেলে ১-২ ঘন্টা খবর থাকে না৷ মাঝখানে কিছুদিন এত বৃষ্টি হইছে যে চারিদিকে বন্যা হয়ে গেলো৷ চট্টগ্রাম এমন বন্যার স্বাক্ষী হল যা তারা ৪৫ বছরেও দেখে নাই৷ এর আগের বছর সিলেটে এমন অবস্থা হয়েছিলো৷ এরকমটা হবে৷ দুনিয়া এখন আগের জায়গায় নাই৷ এগুলো আমাদের কর্মফল৷ তাই আমাদের এটা মেনে নিতে হবে।

20230817_120032.jpg

আবহাওয়া ঠান্ডা থাকলে কারেন্টও ঠান্ডা থাকে৷ কিছুদিন ধরে কারেন্ট এর সমস্যা ছিলো না৷ কিন্তু ২-৩ দিন ধরে আবার গরম শুরু হইছে৷ বৃষ্টি হচ্ছে না৷ যেই গরম শুরু হলো কারেন্ট আপ-ডাউন শুরু হয়ে গেছে৷ হায়রে গরম তার মাঝে কারেন্ট নাই৷ মানুষজন অতিষ্ট হয়ে গেছে৷ আমাদের সৈয়দপুর শহরে অনেক দোকানদার আছেন৷ যাদের দোকান গুলো এতটাই ছোট বসারও জায়গা নাই৷ ঐ দোকানে যদি ১-২ ঘন্টা কারেন্ট না থাকে৷ তাহলে বুঝতেই পারতেছেন এই গরমে তাদের কি হবে৷ এছাড়া অনেকে আকাশের নিচে দোকানদারি করেন৷ এদের অবস্থাও এই গরমে নাজেহাল।

20230817_120031.jpg

এই গরম থেকে বাঁচতে অনেকেই লেবুর সরবত। এছাড়া নানান ধরনের জুস খেয়ে থাকেন৷ রাস্তার পাশে অনেক জুস বিক্রেতা ও লেবুর সরবত বিক্রেতা দেখা যায়৷ যারা অস্বাস্থ্যকর পরিবেশে এসব তৈরি করেন৷ কিন্তু আমরা গরম সয্য করতে না পেরে এসব খেয়ে ফেলি৷ এতে আমাদের কোন উপকার তো হয়েই না উল্টা ক্ষতি হয়ে থাকে৷

20230817_120026.jpg

কালকে বাজারে গিয়েছিলাম সকাল বেলা৷ বাজারে মূলত গেছিলাম চাল কিনতে৷ তো পাঁচমাথা রাস্তার মোড়ে এক ছেলেকে দেখলাম লেবুর সরবত বিক্রি করতেছে৷ সে দুই চাকাওয়ালা একটি কাঠের ঠেলা গাড়িতে করে লেবুর সরবত বিক্রি করতেছিলো৷ তার গাড়িতে অনেক গুলো লেবু রাখা ছিলো৷ একটি ফিল্টারে পানি রাখা ছিলো৷ কালকে প্রচুর গরম ছিলো৷ লোকজন মনে হচ্ছিলো দোকানে বসেই অতিষ্ঠ হয়ে যাচ্ছিলো৷ তাই অনেকেই তার কাছে থেকে লেবুর সরবত খাচ্ছিলেন৷ আল্লাহ প্রত্যেকটি মানুষের রিযিকের ব্যবস্থা করে দেন৷ গরম বেশি তাই এই পেশার লোকগুলো এখন ভালো ব্যবসা করতে পারতেছেন৷ আল্লাহ কখন কাকে কোন অছিলায় খাবার খাওয়ান সেটা তিনি ছাড়া কেউ ভালো জানেন না৷

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ
@toufiq777

Sort:  
 last year 

Feedback / Observation

প্রচন্ড এই গরমে শরীরকে সতেজ ও শীতল রাখতে লেবুর শরবত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। লেবুর শরবত বিক্রির দোকান এখন সচরাচর সব জায়গায় দেখতে পাওয়া যায়।

ভুল বানানঃ নাই। 🙂
অনুপস্থিত শব্দ(Missing Word): 🙂
ভাষার গরমিলঃ নাই। 🙂
Regards
@md-sajalislam (Moderator)
Steem For Tradition

 last year 

ধন্যবাদ