পুরানো দিনে অন্যতম একটি মটরযান এইটটি সিসি মোটরসাইকেলsteemCreated with Sketch.

in Steem For Traditionlast year

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

পুরানো দিনে অন্যতম একটি মটরযান এইটটি সিসি মোটরসাইকেল

১০ থেকে ১৫ বছর আগেও বাংলাদেশ অতটা উন্নত ছিলো না৷ এখন ঘরে ঘরে মোটরসাইকেল দেখা যায়৷ তবে তখন অল্প সংখ্যক বাড়িতে মোটরসাইকেল দেখা যেত৷ মোটরসাইকেল সাধারণত অকটেন ও ডিজেল দিয়ে চলে৷ আগে মোটরসাইকেল এর দাম অনেক ছিলো৷ একটি এইটটি সিসি মোটরসাইকেল এর দামও ঐ সময়ের টাকার মান অনুযায়ী অনেক ছিলো৷ ঐ সময় এইটটি সিসি মোটরসাইকেলের খুবই কদর ছিলো৷ আগে এনজিও থেকে কর্মচারীদের মোটরসাইকেল দেওয়া হইতো৷ বেশির ভাগ সময়ই এই এইটটি সিসি মোটরসাইকেল দেওয়া হতো৷

IMG-20230625-WA0014.jpg

এখন যুগের সাথে তাল মিলিয়ে অনেক ধরনের মোটরসাইকেল আবিষ্কার হয়েছে৷ ১০০ থেকে ৩০০ সিসি পর্যন্ত মোটরসাইকেল এখন দেখতে পাওয়া যায়৷ আগে উচ্চপদস্থ ব্যক্তিদের মোটরসাইকেল চালাতে দেখা যেত৷ আর এখন মুসি, ধোপারাও মোটরসাইকেল চালিয়ে বেড়ান৷ যুগ আমাদের উন্নত করছে৷ আমাদের মনের পরিবর্তন ঘঠিয়েছে৷ আগে মানুষ ভাবতো মোটরসাইকেল হলো বড়লোকদের ব্যবহারের জিনিস৷ গরীব বা নিম্ম শ্রেণির লোকদের জন্য এই যানটি ব্যবহার অনুপযোগী। তাই আগের কার সময় এই এইটটি সিসি মোটরসাইকেল সোনার হরিণ ছিলো৷ আর এখন এই এইটটি সিসি মোটরসাইকেল বিলুপ্ত হয়ে যাচ্ছে৷ মানুষ এখন এই মোটরসাইকেল চালায় না বললেই চলে৷ যুগের সাথে তাল মেলাতে গিয়ে এখন কার ছেলে-মেয়েরা এই মোটরসাইকেল গুলো চালাতে লজ্জা পায়।

IMG-20230625-WA0015.jpg

আমার এক মামাতো ভাই মাঝখানে মোটরসাইকেল কেনার জন্য পাগলা হয়ে গিয়েছিলো৷ ওর বাবা মোটরসাইকেল কিনে দিবে না দেখে সে নিজে টাকা জমায় ২০০০০ টাকার এইটটি সিসি মোটরসাইকেল কিনছিলো৷ পরে এই মোটরসাইকেল ব্যবহার করতে লজ্জা পাইতো৷ আর ২০০০০ টাকার মটরসাইকেল বুঝতেই পারতেছেন কতটা ভালো ছিলো৷ ধেধধেরী মোটরসাইকেল ছিলো৷ পরে অবশ্য ওর বাবা ভালো মোটরসাইকেল কিনে দিয়েছেন।

IMG-20230625-WA0016.jpg

এই এইটটি সিসি মোটরসাইকেল গুলো বিলুপ্ত হচ্ছে এর প্রধান কারণ আমাদের মনমানসিকতার পরিবর্তন। আমরা এই মোটরসাইকেল গুলো ব্যবহারে লজ্জা পাই৷ অথচ একসময় এই মোটরসাইকেল গুলো আমাদের বাপদাদারা চোখেও দেখে নাই৷ আর আমরা এখন একে টাইমই দেই না। সময়ের পরিবর্তনের সাথে সাথে সব কিছু তুচ্ছ হয়ে যায়। ছোট বেলায় বাবা-মা, আত্মীয় স্বজন ও পাড়াপ্রতিবেশি সবাই আদর করেন৷ একটু বড় হল বাবা-মা ও আত্মীয় স্বজনদের ভালোবাসা পাওয়া যায়৷ বুড়া বয়সে আর কেউই তেমন ভালোবাসেন না। সবাই দূরে রাখতে পারলেই বাঁচে। এই মোটরসাইকেলের ক্ষেত্রেও হইছে একই দশা 🙂।

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ
@toufiq777

Sort:  
 last year 

এখনো এই হুন্ডাগুলো অনেক দেখা যায়। আমাদের গ্রামে বেশ কয়েকজনের এই হুণ্ডা রয়েছে। আমাদের এলাকায় একজন পশুর ডাক্তার রয়েছে যিনি এই মডেলের মোটরসাইকেল নিয়ে পুরো গ্রামে ঘুরে বেড়ায়। ধন্যবাদ আপনাকে।

 last year 

বৃদ্ধ ডাক্তার নাকি

 last year 

আপনি ঠিকই বলেছেন এখন প্রতিটি ঘরে ঘরে মোটরসাইকেল দেখতে পাওয়া যায়। দিন যত বাড়তেছে নতুন নতুন মোটরসাইকেল মার্কেটে আসতেছে আর ছোট ছোট গাড়িগুলো কম দামে বিক্রি হচ্ছে। তাই আমাদের প্রতি জনের হাতে একটি করে মোটরসাইকেল দেখতে পাওয়া যায়। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

হোন্ডা মোটরসাইকেল আগেকার সময়ে প্রায় দেখা যেতে। কিন্তু সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে এই হোন্ডা মোটরসাইকেল দেখা যায় না। এই হোন্ডা মোটরসাইকেল সাধারণত ইনজিনওতে লোক চালাতো। হোন্ডা মোটরসাইকেলের তেল খুব সাশ্রয়।

 last year 

ধন্যবাদ

 last year 

আগে এ মোটরসাইকেলগুলো খুবই দেখা যেত। আমরা যখন স্কুলে যেতাম তখন দেখতাম অনেক চাকরিজীবী এমন মোটরসাইকেলে করে তাদের কর্মস্থলে যান। এখন এ মোটরসাইকেল গুলো বেশি দেখাই যায় না। রাস্তায় এখন এগুলো খুবই কম দেখা যায়। ধন্যবাদ সুন্দর একটা পোস্ট উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year (edited)

এক সময় এই মোটরসাইকেলের চাহিদা এবং জনপ্রিয়তা দুটোই ছিল অনেক বেশি। এখনো মাঝে মাঝে চোখে পড়ে।আমারও এই মোটরসাইকেল চালানোর সৌভাগ্য হয়েছিল বেশ কয়েকবার। অসাধারণ একটি পোস্ট করেছেন ভাই শুভকামনা রইল

 last year 

ধন্যবাদ

 last year 

পুরানো দিনে অন্যতম একটি মটরযান এইটটি সিসি মোটরসাইকেল নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন। এই মোটরসাইকেল গুলো এখন তেমন একটা দেখা যায় না। সুন্দর একটি পোস্ট করার জন্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ

 last year 

Thank you

 last year 

এই বাইক টি অনেক আগের পূরানো একটি বাইক। এক সময় এই বাইক প্রচুর পরিমানে চলছে। এটি পেট্রোল ও অকটেন পরিহিত বাইক।

 last year 

হ্যা

 last year 

একসময় অনেক জনপ্রিয় ছিলো এই এইটটি মটরসাইকেল। আমার অফিস এর এক ভাই এর আছে এই মোটরসাইকেল। সুন্দর লিখছেন ভাই। অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58304.13
ETH 2575.50
USDT 1.00
SBD 2.43