পুরানো দিনের সেই চিরচেনা কাঠি আইসক্রিমsteemCreated with Sketch.

in Steem For Traditionlast year (edited)

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

পুরানো দিনের সেই চিরচেনা কাঠি আইসক্রিম

বর্তমানে বাংলাদেশে হরেকরকম আইসক্রিম পাওয়া যায়৷ একেক আইসক্রিম এর একেক রকম স্বাদ। ২০ বছর আগেও বাংলাদেশের একমাত্র আইসক্রিম কোম্পানি ছিলো ইগলু। বর্তমানে বিভিন্ন কোম্পানির আইসক্রিম বাজারে বের হয়েছে৷ ২০ বছর আগে 'কোন' আইসক্রিম এর দাম ছিলো ২০-২৫ টাকা৷ এখন 'কোন' আইসক্রিম এর দাম হয়েছে ৫০-৬০ টাকা৷ তবে আগেকার 'কোন' আইসক্রিম এর কাছে এখনকার 'কোন' আইসক্রিম এর আকাশপাতাল পার্থক্য। দিন দিন আইসক্রিম গুলো তাদের মান হারাচ্ছে। হাজারো কোম্পানির ভিড়ে বাজারে টিকে থাকার জন্য কোম্পানি মালিকরা পণ্যের গুণগত মান না বাড়িয়ে বাজারে তাদের আইসক্রিমের সাপ্লাই কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে বেশি ভাবছেন৷ আগে চকবার তেমন একটা পাওয়া যেত না৷ ইগলু কোম্পানির ভেনিলা ফ্লেবার এর বাটি আইসক্রিম বেশি পাওয়া যাইতো৷

20230809_164451.jpg

তবে আমাদের স্থানীয় কিছু আইসক্রিম কোম্পানির আইসক্রিম ছিলো। যা খেতে অনেক সুস্বাদু ছিলো৷ এ আইসক্রিম গুলো ১,২,৫,১০ টাকায় পাওয়া যাইতো। ৫ টাকার দুধের আইসক্রিম পাওয়া যেত৷ ঐ আইসক্রিমটি বেশি ভালো লাগতো৷ এক বার খেলে বার বার খেতে মন চাইতো৷ কিন্তু তখন ছোট ছিলাম৷ বাবা-মা যা কিনে দিত ঐটা নিয়েই সন্তুষ্ট থাকা লাগতো৷ ১ টি বা ২ টির বেশি খাওয়া হইতো না৷ বেশি খেলে ঠান্ডা লাগবে এটি একটি কমন ডায়লগ ছিলো তখন আমাদের বাবা-মা এর৷ আগে কার আইসক্রিমের সেই স্বাদ এখন হারিয়ে গেছে৷ এখন আমাদের কাছে টাকা আছে কিন্তু আইসক্রিম এর সেই স্বাদ নেই৷ এখন একবার খাইলে দ্বিতীয় বার আর ছুয়েও দেখতে মন চায় না৷

20230809_164520.jpg20230809_164500.jpg

কিছুদিন আগে সোহান ভাতিজের বাড়ির সামনের এক দোকান থেকে ৫ টাকা দিয়ে একটি কাঠি আইসক্রিম কিনেছিলাম। প্রথমে ভাবছিলাম ভালোয় লাগবে হয়তো খেতে৷ পুরানো দিনের সৃতি চোখের সামনে চলে এসেছিলো৷ আগে বাটিতে করে এই আইসক্রিম গুলো খেতাম যেন পানি নিচে পরে না যায়৷ যাই হোক আইসক্রিম খেয়ে বুঝলামই না এতে দুধ দেওয়া না পানি দেওয়া 😐। আইসক্রিমের মাথায় হালকা নারিকেল দেওয়া ছিলো৷ ৫ টাকার আইসক্রিমে আমার মনে হয় ওরা বেশিই নারিকেল দিছে৷ যে দুধ, নারিকেল আর চিনির দাম এখন৷ ৫ টাকায় যে এই আইসক্রিম পাওয়া যায় এটাই তো কপাল৷ ৫ টাকার এই আইসক্রিম যে তিতা লাগে নাই এটাই কপাল 😎। খাওয়া যে গেছে এটাই শুকরিয়া৷

20230809_164509.jpg

অনেক দিন পর কাঠি আইসক্রিম খেয়ে ভালোই লাগলো৷ শেষ ৫ বছর আগে গোপালগঞ্জে গিয়ে হয়তো খেয়েছিলাম৷ গ্রামে অনেক আইসক্রিম বিক্রেতা দেখা যায়৷ যারা পাড়া মহল্লা ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করে থাকেন৷ শহরে সেটা দেখা যায় না৷ তাই আমার খাওয়াও হয়ে উঠে না৷

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ
@toufiq777

Sort:  
 last year 

কাঠি আইস্ক্রিম ছোট বেলায় অনেক খেয়েছি,বিভিন্ন ধরনের পাওয়া যেত দুধের তৈরি,নারিকেল দেয়া,বিভিন্ন রংয়ের।যার দাম ১-৫টাকা ছিল সে সময়।আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন,ফটোগ্রাফিও সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

Thank you

 last year 

Thank you

 last year 

আইসক্রিম ছোট বেলায় অনেক খেতাম। তখন ১ টাকা দিয়ে নারিকেল আইসক্রিম পাওয়া যেতো। ধান দিয়ে এবং কি সুপারি দিয়ে আইসক্রিম কিনে খেতাম। কাটি আইসক্রিম এখন তেমন একটা পাওয়া যায় না। আপনি অনেক সুন্দর লিখছেন ভাই। আপনার পোস্ট পড়ে শৈশবের স্মৃতি মনে পরে গেলো। অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

Feedback / Observation

কাঠি আইসক্রিম আমি প্রায় ২-৩ বছর পর সেদিন খেয়েছিলাম। কিন্তু আইসক্রিমের মধ্যে যে স্বাদ আগে ছিল তার এক সুধ পরিমান ও তা ছিল না। খেতে কেমন জানি লাগছিল। কাঠি নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

ভুল বানানঃ নাই। 🙂
অনুপস্থিত শব্দ(Missing Word): 🙂
ভাষার গরমিলঃ নাই। 🙂
Regards
@md-sajalislam (Moderator)
Steem For Tradition

 last year 

ধন্যবাদ