আমাদের বাংলাদেশের প্রসিদ্ধ একটি খাবার "খোরমা"steemCreated with Sketch.

in Steem For Traditionlast year (edited)

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

আমাদের বাংলাদেশের প্রসিদ্ধ একটি খাবার "খোরমা"

মানুষ ভোজনরসিক৷ পৃথিবীর যেকোন প্রন্তের মানুষই একই রকম৷ তাদের দেশে বা জেলায় বা গ্রামে বিভিন্ন ধরনের প্রসিদ্ধ খাবার রয়েছে। আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী প্রসিদ্ধ খাবার রয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের প্রসিদ্ধ খাবার দেখতে পাওয়া যায়৷ এরমধ্যে রংপুরের চিনি দিয়ে আবৃত খোরমা বিখ্যাত। এই খোরমা গুলোর ভিতরে হালকা ময়দার মন্ড থাকে এবং তার উপরে শুধু চিনিই থাকে৷ আগে ছোট বেলায় এই খোরমা গুলো খেয়েছিলাম৷ এই খোরমা গুলো শুধু রংপুরেই দেখতে পাওয়া যায়।

IMG-20230529-WA0017.jpgIMG-20230529-WA0016.jpg

পার্বতীপুর ও সৈয়দপুরে আমি খোরমা বিক্রি করতে দেখেছি হোটেল গুলোতে৷ তবে এই খোরমা গুলোতে ময়দার মন্ড বেশি লক্ষ্য করা যায়৷ এবং উপরে হালকা চিনির সিরা দেওয়া থাকে৷ এই খোরমা গুলো অতটা মিষ্টি লাগে না৷ আসলে খোরমা হালকা মিষ্টিই খেতে বেশি ভালো লাগে। খোরমা তৈরিতে ময়দা ও চিনি'র প্রয়োজন হয়৷ আমি শুনেছিলাম বাশি পরাটা থেকে নাকি খোরমা তৈরি করা হয়৷ অনেক আগে শুনছিলাম৷ আসলে এই কথাটা কতটা সত্য কথা আমি সিয়র নই৷ শুনেছি তাই শেয়ার করলাম।

IMG-20230529-WA0015.jpgIMG-20230529-WA0018.jpg

খোরমা বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করা হয়৷ আগে স্কুল কলেজের বিদায় অনুষ্ঠানে খোরমা বিতরণ করা হতো৷ এছাড়া মসজিদে মিলাদে মাঝে মাঝে খোরমা দেওয়া হয়৷ খোরমা শুকনা খাবার৷ খোরমা অনেকদিন পর্যন্ত সংগ্রহ করা যায়। খোরমা ছোট বড় সকল মানুষই পছন্দ করে থাকেন। খোরমা চারকোনা ও গোল আকৃতির ছোট বড় হয়ে থাকে। হোটেল গুলোতে খোরমা মাঝে মাঝে দেখতে পাওয়া যায়৷ খোরমার ওর্ডার পাইলে হোটেল মালিকরা খোরমা তৈরি করে থাকেন৷ এমনি সময় টাটকা খোরমা পাওয়া যায় না৷ খোরমা তেমন একটা বিক্রি হয় না৷ তাই বাশি খোরমা বেশি দেখতে পাওয়া যায় হোটেল গুলোতে৷ অনেক হোটেলে হাফ কেজি বা এক কেজি প্যাকেট করে খোরমা বিক্রি করা হয়৷

IMG-20230529-WA0019.jpgIMG-20230529-WA0020.jpg

আগে খোরমা আমার পছন্দের খাবার ছিলো৷ আগে মাঝে মাঝে খোরমা কিনে খাইতাম৷ তবে এখন আর তেমন খাওয়া হয় না৷ কিছুদিন আগে বাজারে গিয়ে এক পোয়া খোরমা চল্লিশ টাকা দিয়ে কিনে এনেছিলাম৷ এখন জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে৷ সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় সংলগ্ন এলাকায় একটি দোকানে খোরমা বিক্রি করা হয়৷ ঐখান থেকেই খোরমা কিনেছিলাম।

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ
@toufiq777

Sort:  
 last year 

খোরমা খেতে অনেক ভালো লাগে। আমাদের মুসলিম ধর্মাবলম্বীদের মিলাদ মাহফিলে খোরমা দেওয়া হয়। গ্রাম অঞ্চলে খোরমাকে খুরমা নামে ডাক হয়। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

ধন্যবাদ

 last year 

খোরমা নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন। খোরমা আমার অনেক পছন্দের একটি খাবার। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সেয়ার করেছেন।ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ

 last year 

খোরমার ওর্ডার পাইলে হোটেল মালিকরা খোরমা তৈরি করে থাকেন

ঠিক বলেছেন ভাই।
খোরমা আমার অনেক প্রিয় খাবার। পার্বতীপুরে যখন ছিলাম আবাসিকের মসজিদে মিলাদের সময় খোরমা দেওয়া হতো। চমৎকার ফটোগ্রাফি করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 last year 

ধন্যবাদ

 last year 

গরম গরম খুরমা খেতে অনেক ভালো লাগে আমাকে।আপনার পোস্ট দেখে মসজিদে খুরমা নেওয়ার কথা মনে পড়ে গেল।আমি অবশ্য তেমন খুরমা পছন্দ করি না।দারুন লিখেছেন ভাই ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ

 last year 

খোরমা খেতে অনেক মজার। মসজিদে মাঝে মাঝে মিলাদ দেওয়া হয়ে থাকে। আর এই খোরমা গুলো দেওয়া হয়। সুন্দর লিখেছেন ভাই আপনি। ধন্যবাদ

 last year 

ধন্যবাদ

 last year 

খুরমা খেতে আমাক বেশ ভালোই লাগে। আমাদের কমিউনিটিতে একজন মেম্বার রয়েছে নাম তাহার @saikat01 সে এতো পরিমান খুরমা ভালোবাসে তা বলার বাহিরে। মসজিদে খুরমার জন্য অপেক্ষা আমি দুই বছর হয়ে গেলো এখনো খুরমা খাইনি।

 last year 

ভালো তো

 last year 

খোরমা অনেক দিন যাবত খাওয়া হয় না। গ্রামের মসজিদে শুক্রবারে মিলাদ এর পর খোরমা দিতো। আপনি অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন ভাই। অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

বাংলাদেশের প্রসিদ্ধ একটি খাবার হলো খোরমা। খোরমা আমাদের দেশের প্রায় প্রতিটি হাট-বাজারে পাওয়া যায়।এই খোরমা বিশেষ করে মসজিদে মাহাফিল হলে দেয়। আর বিশেষ অনুষ্ঠান বলতে বিয়ের শেষ হলে এই খোরমা বিতরণ করা হয়। খোরমা আমার পছন্দের একটি খাবার।

 last year 

ধন্যবাদ

 last year 

খোরমা আমার অনেক পছন্দের একটা খাবার। আপনি খোরমা নিয়ে সুন্দর একটা পোস্ট উপস্থাপন করেছেন ভাই।খোরমা অনেক দিন ধরে খাওয়া হয় নাই।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58471.44
ETH 2587.53
USDT 1.00
SBD 2.44