আমাদের দৈনন্দিন জীবনে বাঁশের তৈরি ডালি'র ব্যবহার অপরিসীমsteemCreated with Sketch.

in Steem For Traditionlast year

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

আমাদের দৈনন্দিন জীবনে বাঁশের তৈরি ডালি'র ব্যবহার অপরিসীম

আমাদের দৈনন্দিন জীবনে বাঁশ উল্লেখযোগ্য ভূমিকা রাখে৷ বাঁশ দিয়ে নানান ধরনের জিনিসপত্র তৈরি করা হয়৷ এর মধ্যে ডালি অন্যতম৷ ডালি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়৷ কাঁচা মাল এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার জন্য ডালি ব্যবহার করা হয়৷ এছাড়া মাছ ডালিতে করে বাজারে বিক্রি করা হয়৷ নানান ধরনের বিক্রেতারা ডালিতে করে পণ্য বিক্রি করে থাকেন৷

IMG-20230712-WA0047.jpg

ডালি দিয়ে দিন মজুরেরা মাটি বহন করেন৷ ডালি গুলো বাঁশ দিয়ে মজবুত করে তৈরি করা হয়৷ ডালি তৈরিতে প্রধান উপাদান হল বাঁশ। আর গুনা ব্যবহার করা হয় বাঁধার জন্য৷ বাঁশ দিয়ে তৈরিকৃত জিনিসগুলো একটু মজবুত ও শক্তিশালী হয়৷ দিনমজুরেরা সাধারণত জমি খনন করে মাটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যান৷ তারা এই ডালিতে করে মাটি বহন করেন। এছাড়া বাসাবাড়ি নির্মাণের কাজে বালু বহন করতে ডালি ব্যবহার করা হয়৷

IMG-20230712-WA0041.jpg

অনেক ভ্রাম্যমাণ ফল বিক্রেতারা ডালি ব্যবহার করেন৷ তারা ডালিতে করে ফল নিয়ে বসে থাকেন৷ আমাদের বাড়ি ঘরেও ডালি'র ব্যবহার উল্লেখযোগ্য। ধান সংগ্রহের জন্য ডালি ব্যবহার করা হয়৷ এছাড়া ডালিতে করে বিভিন্ন ধরনের জিনিস বহন করা হয়৷ আলু, পেয়াজ, মরিচ, রসুন ও আদা মাটিতে রাখলে নষ্ট হয়ে যায়৷ তাই এগুলো ডালিতে রেখে সংরক্ষণ করা হয়৷

IMG-20230712-WA0044.jpg

একটি বাঁশের তৈরি ডালি'র দাম খুব বেশি না৷ একেকটি ডালি'র দাম এক-দুই শত টাকা। ডালি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয় বলে এর চাহিদা প্রচুর৷ ডালি'র ব্যবহার সর্বত্রই বিরাজমান৷ এমন কোন কাজ নেই যে কাজ করতে ডালি ব্যবহার করা হয় না৷ কিন্তু এই পণ্যটির দাম এখনও আমাদের নাগালের মধ্যেই রয়েছে৷ এর দাম বেশি নয়৷ তাই যে কারোরিই পক্ষে ডালি ক্রয় করা সম্ভব হয়৷

IMG-20230712-WA0043.jpgIMG-20230712-WA0045.jpg

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ
@toufiq777

Sort:  
 last year 

বাশের তৈরি ডালিগুলো গ্রামে খুব দেখা যায়। গ্রামের মহিলারা এগুলো বাড়ির ময়লা ফেলতে, কোনো জিনিসপত্র রাখতে, ধান উঠাতে ব্যবহার করে থাকে। তবে দিন দিন এই বাশের তৈরি ডালির ব্যবহার কমে যাচ্ছে। বাশের তৈরি ডালি নিয়ে চমৎকার একটি পোস্ট করেছেন।

 last year 

ধন্যবাদ

 last year 

ধন্যবাদ

 last year 

ধন্যবাদ

 last year 

আমাদের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় একটি জিনিস বাঁশের তৈরি ডালা। বাঁশের তৈরি ডালা আমাদের বিভিন্ন কাজে আসে। আমাদের বাড়িতে তিন থেকে চারটা ডালা রয়েছে। বাঁশ দিয়ে তৈরি কারুকার্য গুলো কারিগর নিখুঁতভাবে তৈরি করে আসতেছে যুগ যুগ ধরে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

বাঁশের তৈরি প্রতিটি পণ্যই আমাদের অনেক প্রয়োজনীয়। এই ডালি দিয়ে গ্রাম-গঞ্জের মানুষ মাটি কাটে তবে সেগুলো আর একটু ছোট আকারের হয়। আবার এই ডালি করে সবজিওয়ালা সবজি বিক্রি করে। ফলের ঝুড়ি হিসেবে ব্যবহার করা হয়। এটি একটি অতিপ্রয়োজনীয় মাধ্যম। অসংখ্য ধন্যবাদ ভাই বাঁশের তৈরি ডালি নিয়ে এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

গ্রামীণ সমাজের নিত্যদিনের প্রয়োজনীয় একটি জিনিস হল এই বাঁশের তৈরি ডালা। এই ডালা গুলো দিয়ে বিভিন্ন রকম কাজ করা হয়।আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম আরো বিস্তারিত। দারুণ একটি পোস্ট শেয়ার করেছেন ভাই ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ

 last year 

বাঁশের তৈরি ডালি গ্রাম-বাংলার ঐতিহ্য। ডালি দিয়ে গ্রামের লোকেরা ধান,গম,আলু, ময়লা আর্বজনা প্রভূতি কাজে ব্যবহার করা হয়। ডালি বাঁশ ও বেত দিয়ে তৈরি করা হয়।

 last year 

ধন্যবাদ

 last year 

গ্রাম অঞ্চলে গৃহস্থলীর বিভিন্ন কাজে বাঁশের ডালি ব্যবহার করা হয়। বিভিন্ন হাটে এরকম বাঁশের ডালি কিনতে পাওয়া যায়। বাঁশের ডালির দাম মোটামুটি কম। অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন ভাই, শুভকামনা রইল

 last year 

ধন্যবাদ

 last year 

বাঁশ দিয়ে তৈরি ডালা এর ব্যবহার ব্যাপক। বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে বাঁশ দিয়ে তৈরি ডালাগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। আপনি আপনার পোস্টে ডালার বিভিন্ন ব্যবহার আমাদের সামনে তুলে ধরেছেন। যা দেখে সকলেই এর ব্যবহার করে জানতে পারবে। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

বাঁশের তৈরি ডালা ঐতিহ্য বহন করে। ঐতিহ্যবাহী বাঁশের ডালা গুলো বিশেষ কাজে ব্যবহার করা হয়। ডালা দিয়ে ধান চাল,গম, ইত্যাদি যাবতীয় জিনিস তুলে ওঠা যায়। বাঁশের তৈরি ডালা গুলো নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।

 last year 

ধন্যবাদ

 last year 

ডালি আমাদের নিত্য-প্রয়োজনীয় সঙ্গী। আমাদের গ্রাম অঞ্চলের ধান মাড়া থেকে শুরু করে কৃষি জাতীয় সকল কাজ ডালি দিয়ে করা হয়। ময়লা আর্বজনা ফেলার কাজেও ডালি ব্যবহার করা হয়।

 last year 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58334.82
ETH 2595.71
USDT 1.00
SBD 2.40