উত্তরবঙ্গের অ্যামাজন আশুরার বিল 🌳

in Steem For Traditionlast year
স্টিম ফর ট্রেডিশন
আজকের তারিখঃ
দিনমাসবছরধরন
এপ্রিল২০২৩ইংরেজি
১৮চৈত্র১৪২৯বঙ্গাব্দ
১১রমজান১৪৪৪হিজরি
IMG-20210902-WA0009-01.jpeg

প্রিয় ব্লগারবাসী,
আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সামনে উত্তর বঙ্গের অ্যামাজন খ্যাত আশুরার বিল সম্পর্কে বিস্তারিত বেশ কিছু তথ্য ছবিসহ উপস্থাপন করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। রমজান মোবারক দিয়ে শুরু করছি আজকের আলোচ্য বিষয়।

20200830_154611-01.jpeg

নানান ঐতিহ্যে ঘেরা বাংলাদেশের উত্তরবঙ্গের আশুরার বিল ফরেস্ট। আশুরার বিল দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত। এই বিল কে মানুষ বিভিন্ন নামে চিনে। এর বেশ কয়েকটি নাম রয়েছে। আশুরার বিল ছাড়াও মানুষ এটিকে নবাবগঞ্জ জাতীয় উদ্যান, শেখ রাসেল কাঠের সেতু, কাঠের ব্রিজ ও শেখ রাসেল জাতীয় উদ্যান নামে চেনে।

IMG_20200603_014201_484.jpg

এই বনের প্রধান বৃক্ষ শাল গাছ। বড় বড় শাল গাছের জন্য একে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শালবনও বলা হয়। ২০১০ সালে এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছিল।

IMG_20200802_180920-01.jpeg

দিনে দিনে এখানে পর্যটকদের আগমন বেড়েই চলেছে। বিশেষ করে সরকারি ছুটির দিনগুলোতে এবং বিভিন্ন ধর্মীয় উৎসবে এখানে অতিমাত্রায় ভিড় জমে। পর্যটনের জন্য উত্তরবঙ্গের মানুষদের এই আশুরার বিলই হচ্ছে প্রধান আকর্ষণ। কেননা এটি বাংলাদেশের অন্যতম এবং আকর্ষণীয় একটি প্রাকৃতিক পর্যটন কেন্দ্র।

20200526_175707.jpg
IMG-20210902-WA0005.jpg

অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই আশুরার বিল। প্রায় ১২৭৯ একর জমি নিয়ে এই পুরো জাতীয় উদ্যানটির অবস্থান। প্রায় ৫ কিলোমিটার জায়গা জুড়ে এই বিলটির অবস্থান। শাল গাছ ছাড়াও এই বনে ২০ থেকে ৩০ প্রজাতির গাছপালা রয়েছে। এই বনে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। তবে বর্তমানে প্রাণীদের মধ্যে এখন শুধু বন বিড়াল, শিয়াল আর কয়েক প্রজাতির সাপ দেখা যায়। এছাড়াও বিভিন্ন রকমের পাখিও রয়েছে। এখানে প্রতি বছর বিভিন্ন ধরনের অতিথি পাখির আগমনও ঘটে থাকে। একবার শুনেছিলাম এই বিলে নাকি সাত থেকে আট প্রজাতির বিলুপ্তপ্রায় মাছ ধরা পড়ে। তাছাড়াও আরো দেশি প্রজাতির প্রায় ১২০ মেট্রিক টন মাছ পাওয়া যায় এই বিল থেকে। এই বিলের বোয়াল এবং পাবদা মাছ সুস্বাদের জন্য বিখ্যাত। এই বিলের পানি ধরে রাখার ব্যবস্থাও রয়েছে। এছাড়াও বিল ও বনের মাঝে সংযোগ স্থাপনের জন্য আঁকাবাঁকা অসাধারণ সুন্দর একটি কাঠের সেতু গড়ে তোলা হয়েছে।

20190817_120412.jpg

কাঠের ব্রিজ থেকে এই বিলের অপূর্ব সৌন্দর্য উপভোগ করা যায়। ব্রিজের উপর থেকে বিভিন্ন ধরনের শাপলা এবং পদ্ম ফুলের দেখা মিলে। কাঠের সেতুটি প্রায় ৯০ মিটার লম্বা। এই জাতীয় উদ্যানটি কে নিয়ে স্থানীয় প্রশাসন অনেক বড় বড় মহাপরিকল্পনা ইতোমধ্যে গ্রহণ করেছেন। আশা করা যায় খুব দ্রুতই তা বাস্তবায়ন হবে। এই মেগা প্রজেক্টটি বাস্তবায়িত হলে আশেপাশের খেটে খাওয়া বহু দরিদ্র মানুষদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আশুরার বিল জাতীয় উদ্যান আমাদের উত্তরবঙ্গের মানুষের গর্ব। প্রতিবছরে এই বিলের বিভিন্ন রুপ লক্ষ্য করা যায়।

IMG_20200603_014201_486.jpg

বর্ষাকালে বিলের পানি ভরাট হয়ে যায়। আশেপাশের জায়গাগুলো কাদায় কর্দমাক্ত হয়ে যায়। এর ফলে পর্যটকদের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়।অতিরিক্ত পর্যটকের ভারে একবার ব্রিজের একপাশ ভেঙ্গে যাওয়ার মত ঘটনা ঘটেছিল। সেখানে অবশ্য কারো ক্ষতি হয়নি।

IMG_20200802_182447-01.jpeg

গ্রামের কিছু মানুষ এখানে নৌকা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। তারা নৌকায় পর্যটকদের উঠিয়ে বিলের একপাশ থেকে অন্য পাশে নিয়ে যায়। বছরের অন্য সময় আবার বিলের সব পানি শুকিয়ে যায়। স্থানীয় গ্রামবাসীরা এখানে ধান গাছের চারা রোপন করেন। আমার বাড়ি থেকে আশুরার বিল খুব কাছে বিধায় আমি বহুবার এখানে এসেছি।

20200526_174225-01-01.jpeg
IMG-20220521-WA0026.jpg

বন্ধুবান্ধব, বড় ভাই, আত্মীয়-স্বজনদের সাথে এখানে অনেক ঘুরেছি। সত্যিই আশুরার বিল একটি অসম্ভব সুন্দর দর্শনীয় স্থান।

20200526_175721-01.jpeg

আজকে তাহলে এই পর্যন্তই। লিখার ভুল ত্রুটি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সকালে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।

ধন্যবাদান্তে,
tawhid4159

মোবাইলের নাম
মডেল
Samsung GalaxyA30s
ক্যামেরা 📷 26
ফটোগ্রাফার@tawhid4159
আমার পরিচয়
IMG_20230319_015038_128.jpg
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার নাম মোঃ নূর-এ তাওহীদ। আমার স্টিমেট ইউজার নেম @tawhid4159। আমি দিনাজপুর সদর থানার একজন বাসিন্দা। বর্তমানে আমি দিনাজপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পঞ্চম পর্বে কম্পিউটার সাইন্স বিভাগে অধ্যায়ন করছি। পড়াশোনার পাশাপাশি আমি স্টিমিট প্ল্যাটফর্মেও কাজ করছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।

Black & White Minimalist Business Logo.png


You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness


Sort:  
 last year 

আশুরার বিল নিয়ে অসাধারণ লেখছেন আপনি, আমি এই আশুরার বিলকে কাঠের ব্রিজ বলে চিনি।আমি কিছু দিন আগে এই কাঠের ব্রিজে ঘুরতে গেছিলাম, আমি আমার অনেক ফ্রেন্ড মিলে এই জায়গায় ভ্রমন করি।জায়গায় টা আমার কাছে অনেক সুন্দর লাগছিল, যখন আমরা কাঠের ব্রিজে যায় তখন চারদিক দিয়ে এই গাছ গুলো দেখা যায়, গাছ গুলো দেখে খুব সুন্দর লাগে, আমরা যখন ভ্রমন করতে যায় তখন কিন্তু এইরকম ভিড় ছিল না,তবে এখন দেখে মনে হচ্ছে এই আশুরার বিল দেখতে অনেক মানুষ আসে। আপনি অনেক সুন্দর লেখছেন ভাই আপনার পোস্ট পরে আমি অনেক আনন্দিত, আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া 🖤

 last year 

নবাবগঞ্জ থানার একটি জনপ্রিয় ভ্রমন স্থান আশুরার বিল। প্রতিদিন বিকালবেলা অনেক মানুষের ভিড় দেখতে পাওয়া যায় এইখানে। আপনি অনেক সুন্দর ছবি তুলেছেন আবার অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।আপনাকে অনেক ধন্যবাদ জানাই এমন একটি জায়গা নিয়ে সুন্দর তত্ব প্রকাশ করেছেন।

 last year 

ধন্যবাদ

 last year 

আশুরাড় বিল খুব সুন্দর একটা জায়গা। সবার মুখে শুনি। বাট কখনো যাওয়া হয় নি। আপনার ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে আশুরাড় বিলে অনেক লোক হয়। সেখানে একটা উদ্যান আছে যায় নাম শেখ রাসেল উদ্যান।সেখানে কাঠের ব্রিজ রয়েছে। কাঠের ব্রিজ দিয়ে এপার থেকে ওপারে যায়। আপনি পোস্ট অনেক বড় করে লিখেছেন। আপনি খুব সুন্দর করে উপাস্থপনা করেছেন ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

ধন্যবাদ ভাইয়া

 last year 

বাহ্ চমৎকার তো, আশুরার বিলটা অনেক প্রাকৃতিক। জায়গাটা অনেক দর্শনীয় স্থান মনে হচ্ছে। কখনো যাওয়া হয় নাই। লোকমুখে শুনেছি। কখনো,আপনার মাধ্যমে দেখতে পেলাম। অনেক সুন্দর উপস্থাপন করছেন ভাই। অনেক সুন্দর ফটোগ্রাফি করছেন। অনেক ধন্যবাদ আপনাকে

 last year 

ধন্যবাদ ভাই

Loading...
 last year 

আশুরার বিল নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।এই কাঠের সেতুটি প্রায় ৯০ মিটার লম্বা।আশুরার বিল দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত।সুন্দর একটি পোস্ট আমাদের কাছে সেয়ার করেছেন সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

আশুরিয়ার বিল একটি অনেক সুন্দর জায়গা। এখানে আমার এখনো যাওয়া হয়নি তবে অনেকের মুখে শুনেছি জায়গাটি একটি অনেক ভালো দর্শনীয় স্থান। এখানে একটি জাতীয় উদ্যান রয়েছে যার নাম শেখ রাসেল জাতীয় উদ্যান। এখানে অনেক গাছ রয়েছে । আপনার তোলা ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। পোস্টটিকে আপনি অনেক সুন্দর করে সাজিয়েছেন। যা আপনার পোষ্টের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

আশুরার বিল নিয়ে অসাধারণ একটি পোস্ট করেছেন আপনি। এত বছর দিনাজপুরে ছিলাম কিন্তু এত সুন্দর জায়গা ছিল আগে জানতে পারিনি। আপনার পোস্ট কোয়ালিটি অনেক ভালো হয়েছে ফটোগ্রাফিগুলো অসাধারণ। শুভকামনা রইল ভাই। সামনে আরো অনেক ভালো কাজ করেন

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া ❤️

 last year 

উত্তরবঙ্গের অ্যামাজন আশুরার বিল নিয়ে সুন্দর ও চমৎকার একটি উপস্থাপনা। আমি কখনো এখানে যায়নি। তবে আশুরার বিল নিয়ে আপনি অনেক কিছু লিখেছেন। ছবি গুলো অসাধারণ হয়েছে।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

নবাবগঞ্জের আশুরার বিলটি আমার কখনো দেখা হয়নি। তবে এই বিলটি দেখার অনেক ইচ্ছে রয়েছে। এগুলোর কথা আমি অনেক শুনেছি এবং অনেক ছবি দেখেছি। খুব দ্রুতই আমি এই বিলটি দেখতে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে এই বিলটি নিয়ে আমাদের সাথে লেখা শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু 🤍

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64542.61
ETH 3460.20
USDT 1.00
SBD 2.51