কোন এক বৃষ্টিভেজা সকালে ছাতা হাতে একটি মেয়ের ছবি অঙ্কন

in Steem For Traditionlast year (edited)
নিজে নতুন কিছু তৈরি করি

IMG-20230314-WA0011.jpg

ছবি আঁকতে আমার অনেক ভালো লাগে। এই ছোট্ট ছোট্ট আর্টগুলো আমার আজকাল অনেক ভালো লাগছে।তাই আমি আজকে আমার প্রথম পোস্টটি আপনাদের সামনে উপস্থাপন করছি। অবসর সময়ে মূলত আমি অংকন করে থাকি। তাই আজ বিভিন্ন কাজের ফাঁকে বসে পড়লাম।আজ আমি আপনাদের সাথে এক বৃষ্টিভেজা সকালে ছাতা হাতে একটি মেয়ের ছবি অংকন করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক।

উপকরণগুলো হচ্ছে :

  • A4 কাগজ
  • রুল
  • রাবার।

20230315_004122.jpg

তো চলুন শুরু করি


বানানোর কাজ চলছে
ধাপঃ১
  • প্রথমে একটি অর্ধবৃত্ত অঙ্কন করে নিব এবং তার রুলের সাহায্যে অঙ্কন করে নিব।

IMG-20230314-WA0009.jpg

ধাপঃ২
  • এরপর অর্ধ বৃত্তের নিচে ফুলের মত করে গোল করে নিব এবং হালকা করে দাগ দিয়ে নিব।

IMG-20230314-WA0016.jpg

ধাপঃ৩
  • এরপরে ছাতার বাকি অংশগুলো ভালো মতো অঙ্কন করব।
IMG-20230314-WA0015.jpgIMG-20230314-WA0014.jpg
ধাপঃ৪
  • এরপরে ছবিটিতে মেয়েটিকে হালকাভাবে অংকন করবো এবং এর পরবর্তী ধাপে জুতোগুলো আঁকিয়ে নেব।

IMG-20230314-WA0013.jpg

ধাপঃ৫
  • শেষ পর্যায়ে গিয়ে পেন্সিল দিয়ে স্কেচ করে পুরো ছবিটির একটি বাস্তব রুপে নিয়ে আসবো ও বৃষ্টির ফোঁটা গুলো সুন্দর ভাবে অঙ্কন করে নেব। ব্যাস অংকন করা হয়ে গেল।

IMG-20230314-WA0011.jpg

এর সর্বশেষ আউটলুকটি দেখতে এমন হবে।ধন্যবাদ সবাইকে।

IMG-20230314-WA0012.jpg



  • ডিভাইস সংক্রান্ত : মোবাইলের নাম : Samsung Galaxy, মডেল : A22 5G,ক্যামেরা :48 mp,ফটোগ্রাফার : @tawhid4159
Sort:  
 last year 

বাহ আপনি তো খুব সুন্দর করে ছবি অংকন করেন। প্রতিটি ধাপ সুন্দর করে উপাস্থপনা করেছেন। আপনার ছবি অংকন দেখে আরো একটা ছবি অংকন শিখে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

ধন্যবাদ ভাই ❤️

 last year 

বাহ্! আপনার সাদাকালো স্কেচ ছবিটি অনেক সুন্দর হয়েছে। ছবি অংকন সম্পর্কিত সব তথ্য বিস্তারিতভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ছবিটি দেখতে অনেক সুন্দর লাগছে। আমারও ছবি অংকন করতে ভালো লাগে। আওনার ট্যালেন্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ আপু 💝

 last year 

বাহ্ চমৎকার আর্ট করেন আপনি। আপনার আর্ট এর প্রতিভা তো অনেক সুন্দর চালিয়ে যান। আর প্রতিটি ধাপ অনেক সুন্দর করে অংঙ্কন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে শুভ কামনা রইলো

 last year 

ধন্যবাদ ভাইয়া 🤍

Loading...
 last year 

ভাি আপনি তো অনেক সুন্দর ছবি অংকন করতে পারেন। আপনার ছবি অংকনটি দেখে আমি মুগ্ধ হলাম। অসাধারণ হয়েছে অংকনটি।সুন্দর একটি ছবি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 last year 

বলতেই হয় আপনার আর্ট এর অনেক কদর আছে ভাই। আপনি অনেক সুন্দর ভাবে গুছিয়ে আর্ট করেন। অনেক সুন্দর ভাবে আপনি ধাপে ধাপে আর্ট গুলো তুলে ধরেছেন। আপনার পোস্ট অনেক সুন্দর হয়েছে ভাই।

 last year 

প্রথমেই আপনাকে আমি ধন্যবাদ জানাই ভাই, আপনার আর্ট খুব সুন্দর হয়েছে, আমিও মাঝে মাঝে বাসায় বসে থাকলে এই রকম দৃশ্য আর্ট করি।সব থেকে মজার বিষয় হলো কি,সব কিছুই আর্ট করতে খুব ভালো লাগে। আপনার আর্ট করা মানুষের উপর ছাতা দিয়ে বসা এই আর্ট টি খুব সুন্দর লাগছে ভাই। আপনার প্রতিটা ধাপ আপনি অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমি আশা করি আপনি আমাদের সামনে আরো নতুন নতুন কিছু দৃশ্য আমাদের মাঝে তুলে ধরবেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য

 last year 

বৃষ্টিভেজা সকালে ছাতা হাতে মেয়েটির ছবি দেখতে খুব সুন্দর লাগছে। খুবই সুন্দর আর্ট করেছেন। প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যা দেখে ভালো লাগল। ধন্যবাদ।

 last year (edited)
বৃষ্টিভেজা সকাল

আপনার সাদাকালো আর্ট করা ছবিটি অনেক সুন্দর হয়েছে ভাই। ছবি আকার সম্পর্কিত সব তথ্য বিস্তারিতভাবে ৫টি ধাপে উপস্থাপন করেছেন। আপনার ছবি আকার প্রতিভা তো অনেক সুন্দর চালিয়ে যান। আপনি সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন আমাদের মাঝে। প্রতিটি ধাপ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বৃষ্টিভেজা সকালে ছাতা হাতে মেয়েটির ছবি দেখতে খুব সুন্দর লাগছে। আমরা আশা করি আপনি আমাদের সামনে আরো নতুন নতুন কিছু দৃশ্য আমাদের মাঝে তুলে ধরবেন অসাধারণ আর্ট আপনার। আমি অবশ্য আর্ট করতে পারিনা অন্যের আর্ট দেখে খুশি হই। কোন এক বৃষ্টিভেজা সকালে ছাতা হাতে একটি মেয়ের ছবি নিয়ে একটি সুন্দর পোস্ট করেছেন। আপনার উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে।

কোন এক বৃষ্টিভেজা সকালে ছাতা হাতে একটি মেয়ের ছবি নিয়ে আপনি সুন্দর একটি পোস্ট করেছেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64724.80
ETH 3460.60
USDT 1.00
SBD 2.51