ঐতিহ্যবাহী এশিয়ার সর্ব বৃহৎ ঈদগাহ ময়দান

in Steem For Traditionlast year (edited)

IMG_20220513_191128.jpg

সম্মানিত ব্লগারবাসী, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি দিনাজপুরে অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ ময়দান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করা যায় আপনাদের ভালো লাগবে।

20211005_173843.jpg

20220513_185326.jpg

দিনাজপুর জেলায় অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠ। এর নাম হচ্ছে গোর-এ শহীদ ঈদগাহ ময়দান। ঈদগাহ ময়দানটি দিনাজপুর জেলার প্রাণকেন্দ্র অর্থাৎ বড় মাঠে অবস্থিত। এই মাঠে দুই ঈদে যথাক্রমে ঈদুল ফিতর এবং ঈদুল আযহার সময় উপমহাদেশের সবচেয়ে বড় ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। প্রায় ২২-২৩ একর দীর্ঘ জায়গা জুড়ে ঈদগাহ ময়দানটির অবস্থান। ঈদগাহ মিনারটিতে রয়েছে ছোট-বড় মোট ৫২ টি গম্বুজ। পুরো মিনারটি সিরামিক্স ইট দিয়ে আচ্ছাদিত। ধর্মপ্রাণ মুসল্লিরা ২০১৭ সাল থেকে প্রতিবছর এখানে ঈদের নামাজ আদায় করেন। এই ঈদগাহ ময়দানে একসাথে প্রায় ৮-১০ লাখ মানুষের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। এত বড় মাঠে নামাজ আদায় করতে পেরে অনেকেই নিজেকে সৌভাগ্যবান মনে করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদের নামাজ আদায় করার জন্য সাধারণ মুসল্লিরা এই ঈদগাহ মাঠে অবস্থান করেন। ঈদগাহ ময়দানে আসা মুসল্লিদের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

IMG_20220513_191128 (1).jpg

প্রতিটি গম্বুজ ও মিনারে বৈদ্যুতিক লাইট রয়েছে। সন্ধ্যা হলেই পুরো ঈদগাহ মিনারটি আলোয় আলোকিত হয়ে ওঠে। অবসর সময়ে অনেকেই এখানে আডডা দিতে আসেন।

IMG_20220513_191453-01.jpeg

আমার কাছের কয়েকজন বন্ধু ও বড় ভাইদের সাথে আমিও একদিন বড় মাঠে গিয়ে আড্ডা জমিয়েছিলাম। বিকেল হলেই মাঠে শিশু-কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদেরও দেখা মেলে। মাঠে ক্রিকেট, ফুটবল অনেকেই খেলে থাকেন। আমরা সেদিন মাঠে সৌন্দর্য উপভোগ করার জন্য গিয়েছিলাম। সবাই মিলে অনেক মজা করেছি। আড্ডা দিয়েছি। অনেক ভালো লেগেছে।

IMG_20220513_181051-01.jpeg

20211005_172728.jpg

এই মাঠে প্রধানত ক্রিকেট খেলাধুলার চর্চা বেশি হয়ে থাকে। এখানে প্রচেষ্টা, ইয়ংস্টার এবং কেমন এই তিনটি ক্রিকেট ক্লাব রয়েছে। মাঠের উত্তর অংশে গেলে দেখা যাবে শহীদ মিনার, স্পোর্টস ভিলেজ এবং পুরনো অফিসার্স ক্লাব। আবার শেষ মাথায় রয়েছে অনেক বড় হকার্স মার্কেট। মাঠের দক্ষিণ-পূর্বে জিমনেসিয়াম, শিশু পার্ক, বাস্কেটবল ও হ্যান্ডবল গ্রাউন্ড রয়েছে। মাঠের এক অংশে প্রতিবছর শিল্প বাণিজ্য মেলার আয়োজন করা হয়।

IMG_20220513_183528-01.jpeg

জেলা শহরের মধ্যে স্থানীয়দের প্রধান বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে এই বড় মাঠ। আজ এ পর্যন্তই। মনোযোগ সহকারে পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।

মোবাইলের নাম
মডেল
Samsung A22 5g
ক্যামেরা 📷 48
ফটোগ্রাফার@tawhid4159

Black & White Minimalist Business Logo.png


You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness


Sort:  
 last year 

ঐতিহ্যবাহী এশিয়ার সর্ব বৃহৎ ঈদগাহ ময়দান নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।দিনাজপুর জেলায় অবস্থিত এই এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠ। এর নাম হচ্ছে গোর-এ শহীদ ঈদগাহ ময়দান। ঈদগাহ ময়দানটি দিনাজপুর জেলার প্রাণকেন্দ্র অর্থাৎ বড় মাঠে অবস্থিত।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ ভাই।

 last year 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাই

 last year (edited)

দিনাজপুরের উত্তর বঙ্গের সর্ববৃহৎ ঈদগাহ ময়দান। আমি কখনও নামাজ পড়ি নি। আপনার পোস্ট কোয়ালিটি ভাল করতে হলে মার্কডাউন সঠিকভাবে ব্যবহার করতে হবে। পোস্টে জাস্টিফাই কোড ব্যবহার করবেন তাহলে লেখা সারিবদ্ধ হবে পোস্ট ভাল দেখতে ভাল লাগবে।শুভকামনা রইলো ধন্যবাদ।

 last year 

জি ভাইয়া।
ধন্যবাদ আপনাকে 🥰

 last year 

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় এই বড় মাঠে।বেশ চমৎকার তুলেছেন ছবি গুলো। এখানে প্রতি দিন বিকেলে সবাই বসে আড্ডা দেয়।আমি অনেক সময় কাটিয়েছি এই মাঠে বসে।ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া

 last year 

এশিয়ার সবচেয়ে দীর্ঘ এবং সুন্দরতম ঈদগাঁ মাঠ এই দিনাজপুরের ঈদগাঁ মাঠ। সবচেয়ে দীর্ঘ জামাত অনুষ্ঠিত হয় এই ঈদগাহ মাঠে। আপনি ঈদগাঁ মাঠ সম্পর্কে অনেক সুন্দর উপস্থাপন করছেন, অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও ধন্যবাদ ভাই

 last year (edited)

ভাই প্রথমে মাহে রমজানের শুভেচ্ছা। আমি মুগ্ধ হয়েছে আপনার এতো সুন্দর ফটোগ্রাফি দেখে।এই রকম কয়েকটা ফটোগ্রাফি যদি আমাকে দেন পোস্ট করার জন্য তাহলে আমি খুব খুশি হব।আমি যখন দিনাজপুরে মাদ্রাসায় পড়তাম সপ্তাহে দুই দিন হলেও এই দিনাজপুর বড় মাঠে এসেছি। খুব সুন্দর একটা জায়গা।এশিয়ার সবচেয়ে দীর্ঘ এবং সুন্দরতম ঈদগাঁ মাঠ এই দিনাজপুরের ঈদগাঁ মাঠ। সবচেয়ে দীর্ঘ জামাত অনুষ্ঠিত হয় এই ঈদগাহ মাঠে। প্রায় ছয় লাখ মানুষ একসাথে নামাজ পড়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই খুব সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

এত সুন্দর একটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ

 last year 

আমাদের দিনাজপুর জেলার বড় মাঠের সাথে এই অন্তর্ভুক্ত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ ময়দান। এই ঈদগাঁ ময়দানে দিনাজপুর জেলার ছাড়াও আরো বিভিন্ন স্থানের লোকজন ঈদের নামাজ আদায় করে থাকে। আমি এই ঈদগাঁ ময়দানে অনেক কয়েকবার গিয়েছিলাম। এই ঈদগাঁ ময়দানের সাথে একটি ক্রিকেট খেলার স্টেডিয়ামে ও কয়েকটি ক্লাব ও রয়েছে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন।

ধন্যবাদ,
@Siza

 last year 

ধন্যবাদ আপু

Loading...
 last year 

দিনাজপুর বড় মাঠে অনেক সময় কাটিয়েছি। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মাঠে।আপনার পোষ্টের মাধ্যমে নতুন ভাবে আবার দেখতে পেলাম। নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবেন। পোস্ট কোয়ালিটির উন্নতি করতে হবে।শুভকামনা রইল

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া 😊💖

 last year 

গোর-এ-শহীদ ইদগাহ মাঠের খুব কাছেই থাকি আমি। সময় পেলে এখানে গিয়ে আড্ডা দেই। বিশেষ করে বিকেলে এই মাঠে অনেক ভীড় থাকে। নানা রকম খাবারের দোকান বসে, চা এর দোকান বসে। শহীদ মিনার, শিশু পার্ক, ক্যাফেটেরিয়া, খাবারের দোকান সব মিলিয়ে অসাধারণ একটি জায়গা হলো এই বড় মাঠ।

 last year 

ধন্যবাদ আপু আপনাকে 🖤

 last year 

এশিয়া মহাদেশের সবথেকে বড় ঈদের জামাত এখানে এই অনুষ্ঠিত হয়।এবারে আমার ইচ্ছা আছে যে দিনাজপুরে থেকেই এখানেই ঈদ করব।বড় মাঠে নামাজ পড়তে যাব। বন্ধুদের সঙ্গে বেশ ভালো সময় কাটিয়েছেন সেখানে আপনার ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে। খুব সুন্দর পোস্ট করেছেন ভাই ছবিগুলো অসাধারণ হয়েছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65092.40
ETH 3470.06
USDT 1.00
SBD 2.50