টক মিষ্টি স্বাদের লটকন

in Steem For Traditionlast year
স্টিম ফর ট্রেডিশন

আসসালামু আলাইকুম বন্ধুগণ।আশা করি সকলে ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আজ আমি প্রচুর পরিমানে ভিটামিন ও পুষ্টিগুনসম্পন্ন একটি ফল লটকন নিয়ে লিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। আশা করি আপনাদের সবার ভাল লাগবে।

IMG_20230706_072610.jpg
IMG_20230706_072603.jpg

চলছে ফলের মৌসুম।গ্রীষ্মকালীন ফলগুলো প্রায় শেষ হওয়ার পথে।বর্তমানে হাড়িভাঙ্গা,আম্রপালী,বারি-৪, আশ্বিনী ছাড়া দেশী জাতের আমগুলো শেষ হয়ে গেছে। লিচু তো অনেকদিন থেকে বাজারে আর পাওয়া যাচ্ছে না। তাই বাজারে এখন গ্রীষ্মকালীন ফলের পাশাপাশি বেরিয়েছে দাউয়া,লটকন,পেয়ারা ইত্যাদি বর্ষাকালীন ফল।এগুলোর মধ্যে লটকন একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে।আমরা হয়তো অনেকেই জানি না যে লটকন একটি দেশী ফল।কিন্তু আমাদের দেশে এ ফলের প্রচলন খুবই কম।গ্রামের অনেকেই এই ফলের সাথে ভালভাবে পরিচিত নয়।অনেকেই আবার লটকন কী এটাও জানে না।কিন্তু এখন লটকনের চাহিদা অনেকাংশে বেড়ে গেছে।

IMG_20230706_091059.jpg
IMG_20230706_091109.jpg

লটকন দক্ষিণ এশিয়ার একটি ফল।বাংলাদেশের সিলেট বিভাগের কিছু এলাকায় লটকন চাষ হয়।লটকন মূলত গোলাকার একটি ফল।বাইরে থেকে এটাকে দেখতে প্রায় পুরোটাই ডুমুরের মত মনে হয়। শুধু রং আলাদা।বাইরে থেকে ডুমুরের মত মনে হলেও ভিতরের অংশ সম্পূর্ণরূপে আলাদা।এই ফলগুলো গাছের ডাল বা কান্ডের সাথে থোকায় থোকায় ধরে থাকে। এদের মূলত একটি প্রধান বোঁটা থাকে। এই প্রধান বোঁটার সাথে অনেক ফল যুক্ত থাকে।পাকলে লটকন হলুদ রঙের হয়ে থাকে। যেগুলো দেখতে খুবই সুন্দর লাগে।লটকন গাছ খুব বেশি বড় হয় না। বাংলাদেশে বর্তমানে বানিজ্যিকভাবে লটকন চাষ হচ্ছে।

IMG_20230706_073443.jpg
IMG_20230706_073326.jpg
IMG_20230706_073320.jpg
IMG_20230706_073006.jpg

লটকনের একটি মোটা খোসা থাকে।এই মোটা খোসা দ্বারা ফলের ভিতরের অংশ আবৃত থাকে।একটি ফলের ভিতর দুটি,তিনটি বা চারটি আলাদা আলাদা রসুনের কোয়ার মত অংশ থাকে।এগুলোই মূলত খেতে হয়।এই কোয়ার মতন অংশগুলো সাদা রঙের।এগুলো ফল থেকে ছাড়িয়ে নিয়ে খেতে হয়।লটকন টক মিষ্টি স্বাদের একটি ফল।এর কোয়ার ভিতরে চ্যাপ্টা বীজ থাকে।বীজগুলো আঁশ দিয়ে আবৃত থাকে। তাই একে আঁশযুক্ত ফলও বলা হয়।লটকন খাওয়ার পর এর বীজের উপরের অংশ বেগুনি রঙের হয়ে যায়।

লটকন প্রচুর পরিমানে পুষ্টিগুনসম্পন্ন একটি ফল।এতে ভিটামিন-সি রয়েছে। যা আমাদের চর্মরোগ,ঠোঁটে বা জিহ্বায় ঘাঁ এসব রোগ থেকে রক্ষা করে। এটি আমাদের শরীরে শর্করার পরিমাণ নিয়ন্ত্রন করে।যার কারণে এটি ডায়াবেটিস রোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ডায়াবেটিস রোগীরা প্রতিদিন ২-৩ টি লটকন খেলে ভাল ফল পেতে পারে।লটকনে ভিটামিন- বি রয়েছে। এছাড়া এতে প্রোটিনও রয়েছে।সুতরাং বলতেই পারি এটা উচ্চমানের পুষ্টিগুণসম্পন্ন একটি ফল।এর আরও অনেক উপকারী গুণ রয়েছে। এর কোনও ক্ষতিকর দিক নেই। তাই আমাদের লটকন খাওয়া উচিৎ।

বর্তমানে বাজারে ব্যাপক হারে লটকন বিক্রি হচ্ছে। শহরে লটকনের অস্থায়ী দোকান দেখা যায়। আমাদের ভবের বাজারে প্রতিকেজি লটকন ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমার আম্মু বেশ কয়েক বছর ধরে ডায়াবেটিস এ আক্রান্ত।তাই আমার আম্মুর জন্য প্রায়ই আমার আব্বু লটকন নিয়ে আসেন।লটকনের চাহিদা ব্যাপক হারে বেড়েই চলেছে। তাই আমাদের দেশের কৃষকরা সঠিকভাবে চাষ করলে ভাল ফল পেতে পারে বলে আশা করা যায়।


ডিভাইজ সংক্রান্ত তথ্যঃ


ডিভাইসরেডমি ১০ সি
ক্যামরা৫০ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@tamannafariah
লোকেশনভবের বাজার,পার্বতীপুর

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ
Sort:  
 last year 

লটকন ফল নিয়ে দারুণ লেখছেন আপনি।লটকন ফল খেতে ভালো লাগে কিন্তু সেটা একটু টক করে তার পরেও সেটা অনেক সুস্বাদু।আপনি অনেক সুন্দর বিস্তারিত আলোচনা করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ধন্যবাদ।

 last year 

লটকন ফল নিয়ে খুবই সুন্দর লিখছেন আপু। এই লটকন ফল বেশ জনপ্রিয়তা অর্জন করছে। এই ফল খেতে ভালোই লাগে সুন্দর ফটোগ্রাফি করছেন আপু। অনেক ধন্যবাদ আপু

 last year 

ধন্যবাদ।

Loading...
 last year 

লটকন ফল নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ফলের দাম অনেক। কেজি এখন মনে হয় ৪০০-৫০০ টাকা।

 last year 

না ১২০ টাকা কেজি।ধন্যবাদ।

 last year 

লটকন পুষ্টিগুন সম্পূর্ণ একটি ফল।লটকন খেতে বেশ ভাল লাগে। লটকন সাধারণত মোটা খোসা দ্বারা আবৃত্ত থাকে।লটকন ফল নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

টক মিষ্টি স্বাদের লটকন নিয়ে অনেক সুন্দর হয়েছে পোস্ট। লটকন অনেক সুন্দর একটি ফল।এটি খেতেও অনেক সুসাদু। সুন্দর একটি পোস্ট আমাদের কাছে সেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ।

 last year 

টক মিষ্টি স্বাদের লটকন খেতে খুবই সুস্বাদু। এই ফলটি খুব পুষ্টিকর। গ্রীষ্মকালে এই ফলটি খেতে সবাই পছন্দ করে। তবে এর দাম বেশ ভালোই। লটকনের ছবিগুলো সুন্দর হয়েছে।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

লটকন ফল খেতে আমার ভালোই লাগে। এতে প্রচুর পরিমান ভিটামিন - সি আছে। দুই মাছে আগে আমি রংপুরে দাম করেছিলাম ১২০ টাকা কেজি চেয়েছিলো। আপনার পোস্ট পড়ে জা অতে পারলাম এখনো তো দেখি ১২০ টাকা কেজি। সব মিলিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

ফলটি ত্রিপুরা কাছাড় বাংলাদেশ অঞ্চলে প্রচুর পরিমাণে ফলে। সাধারণত মিষ্টি ফল হলেও ছায়াযুক্ত জায়গায় এই গাছের ফল টক স্বাদযুক্ত। এই ফলটি খেতে আমার বেশ ভালোই লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58495.77
ETH 2579.09
USDT 1.00
SBD 2.44