ঐতিহ্যবাহী বাঁশের তৈরি পলো বা পলাই

in Steem For Traditionlast year (edited)
স্টিম ফর ট্রেডিশন

আসসালামু আলাইকুম বন্ধুরা।কেমন আছেন আপনারা সবাই?আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি।পলো বা পলাই হলো গ্রামবাংলার ঐতিহ্য। রাতের অন্ধকারে মাছ ধরার ফাঁদ হলো এই বাঁশের তৈরি পলো বা পলাই। পলো বা পলাই নিয়ে আজকে আমার পোস্ট শেয়ার করব।

IMG_20230704_111757.jpg

পলাই দিয়ে মাছ ধরা গ্রামবাংলার ঐতিহ্য বটে।বাঁশের তৈরি পলাই গুলো সাধারণত তলবিহীন কলসের মতো দেখতে অনেক নিখুঁতভাবে বানানো হয়েছে। গ্রামাঞ্চলের আঞ্চলিক ভাষায় এটিকে বলা হয় পলো বা পলাই। পলাই দিয়ে মাছ ধরা হয় বর্ষাকালে। বর্ষাকালে যখন বৃষ্টির পানিতে জমিতে পানি পরিপূর্ণ হয়ে যায় তখন গ্রামগঞ্জের মানুষেরা এই পলাই দিয়ে মাছ ধরে। পলাই দিয়ে মাছ ধরার দৃশ্য শুধু বর্ষাকালে দেখতে পাওয়া যায়। যখন বর্ষাকালে পানি একটু কমে যায় তখন এই বাঁশের তৈরি পলাই দিয়ে মাছ ধরা হয়। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পলাই।

IMG_20230704_111753.jpg
IMG_20230704_111739.jpg

পলাই তৈরি করতে প্রয়োজন হয়েছে বাঁশের। পলাই টেকসই আর মজবুত হয় সাধারনত মাকলা পুরো বাঁশ দিয়ে তৈরি করা হলে। পলাই তৈরি আগে বাঁশ সমান করে কেটে নিতে হবে। এরপর সুতো আর টায়ারের ছিড়া গুলো লাগবে। বাঁশের বাতা অনেক সরু করে কেটে নেয়ার পর সুতো দিয়ে বেঁধে নিতে হয়।এরপর পলাইয়ের মুখে একটি টায়ার বা টিউ বেঁধে দিতে হবে যাতে মাছ বের করার সময় হাতে না লাগে। এই পলাই গুলো হাটে বিক্রি করা হয়।পলাইয়ের মূল্য ১৪০/১৫০ টাকার মতো।পলাই মাছ ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে।

IMG_20230704_111702.jpg

পলো বা পলাই দিয়ে মাছ ধরার অনেক সহজ।ধানক্ষেত চাষ করা হয়। এরপর বৃষ্টির পানিতে পরিপূর্ণ হয় সবদিকেই। এতে করে রাতের অন্ধকারে হাতে লাইট নিয়ে বাহির হতে মধ্য রাতে। এরপর মাছ ধরার জন্য পলো বা পলাই, লাইট আর মাছ ধরার জন্য খলাই সঙ্গে রাখতে হয়। এক হাতে লাইট আর আরেক হাতে পলাই। লাইট জ্বালিয়ে দেখতে হয় আর যদি মাছ সামনাসামনি আসে তাহলে লাইট মাছের চোখ বরাবর মারতে হবে। এরপরে সুযোগ বুঝে পলাই মাছের উপর ফেলতে হয়। এরপর হাত ঢুকিয়ে দিয়ে মাছ তুলে রাখতে হয়। গ্রামাঞ্চলে প্রচলিত আছে এই বাঁশের তৈরি পলো বা পলাই। আমার পোস্টে কোন রকমের ভূলুণ্ঠিত হলে সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

IMG_20230704_111721.jpg

ডিভাইজ সংক্রান্ত তথ্যঃ


ডিভাইসরেডমি ১০ সি
ক্যামরা৫০ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@tamannafariah
লোকেশনভবের বাজার,পার্বতীপুর

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ
Sort:  
 last year 

ঐতিহ্যবাহী পলোই দিয়ে গ্রামাঞ্চলের মানুষ জমি বাড়িতে বা পুকুরে মাছ ধরে থাকে।এটি দিয়ে মাছ ধরা অনেক সহজ তবে ছোট ছোট মাছগুলো সব থেকে বেশি পাওয়া যায় পলোইয়ের মাধ্যমে। বিশেষ করে বৃষ্টির সময় এর চাহিদা সবথেকে বেশি আমাদের দেশে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ।

 last year 

রাতের অন্ধকারে এই পলাই দিয়ে বেশ কয়েকবার মাছ ধরতে গিয়েছিলাম। মাছ ধরতে গিয়ে ধরতে অনেক ভেজাল হয়েছে অনেক রাতে যাওয়ার কারণে সাপ দেখতে পেয়েছি যার কারণে চলে এসেছি। আর কখনো যাওয়া হয়নি তবে এই পলাই দিয়ে মাছ ধরা অনেক সহজ হয়।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

রাতের বেলা লাইট নিয়ে পলোর বা পলই এর সাহায্যে মাছ ধরার মজাই আলাদা। আমি অসংখ্য বার এই পলই দিয়ে মাছ ধরেছি। গ্রামের সন্তান হওয়ার সুবাদে এই অভিজ্ঞতা টুকু আছে আমার। অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন আপু। ফটোগ্রাফি দারুন হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আপনাকেও ধন্যবাদ।

 last year 

গ্রাম বাংলার মানুষের কাছে মাছ ধরা একটি পছন্দের বিষয়। তারা মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের জাল এর পাশাপাশি এই পলাই ব্যবহার করা হয়। আপনি পলাই সম্পর্কে অনেক সুন্দর ভাবে গুছিয়ে আমাদের সাথে এই পোস্টটি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু।

 last year 

এইসব মাছ ধরার পলাই আমাদের গ্রাম অঞ্চলের ছেলেদের রক্তে মিশে রয়েছে। গ্রামে যখন বন্যা হতো কিংবা নদীতে মাছ মারার উদ্দেশ্যে রাত্রেবেলা বড় লাইট নিয়ে যেতাম। যেগুলো মাছ ধরার মতো না কিংবা চালাক সেগুলোকে হানা দিয়ে ঘুতা মারতাম। বোকা টাইপের কিছু মাছদের চোখে লাইট মারলে তারা নিশ্চুপ হয়ে থাকে সেগুলো মাছকে আমরা পলাই দিয়ে ধরি| ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ।

 last year 

পলো বা পলাই হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী একটি পাত্র। পলো নামে অনেকেই চিনে তবে আমাদের গ্রামে পলাই নামে চিনে থাকেন। পলাই সাধারণত রাতে মাছ ধরার জন্য ব্যবহার করা হয়। পলো বা পলাই নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।

 last year 

ধন্যবাদ।

 last year 

একটা সময় গ্রামের মানুয়াহ পলাই দিয়ে নদীতে, পুকুরে, জমিতে মাছ ধরতো। কিন্তু এখন কীটনাশক ব্যবহারের কারনে কোথাও তেমন মাছ নেই। যার কারনে এই পলাইও তেমন দেখা যায় না। পলাই নিয়ে খুবই চমৎকার একটি পোস্ট করেছেন আপু।

 last year 

ধন্যবাদ।

 last year 

পলো বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয়।আমি এই পলো দিয়ে অনেক মাছ ধরেছি। অল্প পানিতে এটা দিয়ে মাছ ধরা হয়। চমৎকার ফটোগ্রাফি করেছেন আপু। লিখেছেন অনেক ভালো শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ।

 last year 

বাঁশের তৈরি পলাই দিয়ে আমি কোনোদিন মাছ ধরি নাই।আমার ভাতিজা পলাই দিয়ে মাছ ধরে।আপনি পলাই সম্পর্কে অনেক সুন্দর বিস্তারিত আলোচনা করছেন।কি ভাবে পলাই তৈরি করতে হয় অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর পোস্ট করার জন্য।

 last year 

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58083.18
ETH 2578.52
USDT 1.00
SBD 2.42