শৈশবের স্মৃতি বিজড়িত মসজিদ - কেলোকা জামে মসজিদ

in Steem For Traditionlast year (edited)


1000034466.jpg


আমার সব থেকে পরিচিত এবং সব থেকে পছন্দের মসজিদ হল কেলোকা জামে মসজিদ। মুসলমানদের জন্য যে কোন মসজিদই ভালোবাসার স্থান। তবে শৈশবের মসজিদের সাথে অনেক স্মৃতি জড়িয়ে থাকে, এজন্য এই মসজিদের কথা আলাদাভাবেই বলতে হয়। মুসলমানদের ইবাদতের জন্য সব থেকে আদর্শ এবং পবিত্রতম জায়গা হল মসজিদ। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সম্পর্কে জানা, সালাত আদায়ের শিক্ষা, আরবি শিক্ষা, ইসলামকে ভালোবাসা, ইসলাম সম্পর্কে ভালোভাবে জানা, মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব- কর্তব্য ইত্যাদি সম্পর্কে ছোটবেলা থেকেই বাচ্চাদের শিক্ষা প্রদান করতে হয়। আর মসজিদে গেলে বাচ্চারা ইসলামের কতিপয় অনেক বিষয় সম্পর্কে ধারণা পায়। তাই শৈশব থেকেই বাচ্চাদের মসজিদে যাওয়ার অভ্যাস গড়ে তুলতে হয়। বাচ্চাদের ইসলামিক চেতনায় উদ্বুদ্ধ করতে তাদেরকে মসজিদে যাওয়ার জন্য উৎসাহ দিতে হবে।


1000034465.jpg

মসজিদের সম্মুখভাগ


কেলোকা আবাসিক এলাকার মাঝখানে এই মসজিদের অবস্থান। আমরা যে ভবনে থাকতাম তার সামনে কিছু ধানক্ষেত ছিল। আমি ছোটবেলায় খুব তাড়াতাড়ি মসজিদে যাওয়ার জন্য ধানক্ষেতের মাঝখানের সরু রাস্তাগুলো বেছে নিতাম। এভাবে তাড়াতাড়ি মসজিদে যাওয়া যেত। আমি ছোটবেলায় মসজিদের ইমাম সাহেবের কাছে আরবি শিখতাম। আমার সাথে আমার বন্ধুরাও আরবি শিখত। সেই দিনগুলো এককথায় অসাধারণ ছিল। এই মুহূর্তগুলো আমাদের জীবনের সোনালী অধ্যায়।


1000034534.jpg

মসজিদের পূর্বদিক


শবে বরাতের রাতে মসজিদের সামনের সিঁড়িতে বসে আমরা বন্ধুরা মিলে গল্প করতাম। মসজিদে ইসলামিক বিভিন্ন আয়োজনে ইমাম সাহেবের পাশে বসে ইসলামিক ঘটনাগুলো শুনতাম। সেই দিনগুলো এখনো খুব মিস করি। মসজিদের পূর্ব দিকের রাস্তাটা খুব সুন্দর। এই মসজিদটি চতুর্ভুজাকৃতির। আগে কেলোকা আবাসিক এলাকায় অনেক পরিবার বসবাস করত। তখন মসজিদেও বেশিরভাগ সময় বাচ্চাদের আনাগোনা থাকত। কিন্তু বর্তমানে এখানে তেমন কেউ পরিবার সহ থাকেন না, তাই মসজিদে বাচ্চা কিংবা বড় মানুষ উভয়ের উপস্থিতি তুলনামূলকভাবে কম। তবে এলাকায় লোক বৃদ্ধি পেলে আগের মত বাচ্চাদের মসজিদে আসতে দেখা যাবে।


1000034524.jpg

1000034526.jpg


মসজিদের পূর্বদিকের সুন্দর রাস্তা


ধর্মীয় শিক্ষা আমাদের জন্য সব থেকে বেশি জরুরি। দুনিয়া কিংবা পরকালের জন্য ধর্মীয় জ্ঞান থাকা অত্যাবশ্যক। বাচ্চাদেরকে মসজিদে যাওয়ার নির্দেশ দিতে হবে। মসজিদে যাওয়ার অভ্যাস গড়ে উঠলে ছোটবেলা থেকেই তাদের মধ্যে ইসলামিক চিন্তা-চেতনার বিকাশ ঘটবে এবং সালাত আদায় করা, ইসলামিক রীতিনীতি ইত্যাদি শিক্ষা লাভ করতে পারবে। ছোটবেলা থেকে তাদের ইসলামিক দিকনির্দেশনা দেওয়া এবং ইসলামিক পরিবেশে গড়ে তোলার জন্য মসজিদে যাওয়ার সুন্দর একটি অভ্যাস গড়ে তোলা তাই জরুরি।


Camera DeviceSamsung S21 Ultra
LocationMWG7+P52 আমেরিক্যান ক্যাম্প

Sort:  
 last year 

ভাতিজোক তো এমনি দিন পাওয়া যাইতো না৷ মিলাদের দিন আগোতে আসি বসি থাকছিলেন তোরা 😄😄।

 last year 

অনেক সুন্দর একটি মসজিদ এটি। চারদিক থেকে সবুজে ঘেরা মসজিদ যা দেখলেই শান্তি লাগে মনে।এছাড়া মসজিদের চারপাশ অনেক পরিষ্কার -পরিচ্ছন্ন।আপনার ছবিগুলো তো বরাবরই অনেক সুন্দর হয়। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ

মসজিদের চারপাশে পরিবেশটা খুবই সুন্দর। মসজিদের সামনে খুব সুন্দর ঘাসে আচ্ছন্ন এবং ছোট ছোট কিছু গাছ লাগানোর মাধ্যমে পরিবেশকে মেইনটেইন করা হয়েছে। মসজিদের আঙ্গিনা এবং মসজিদটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। শৈশবের স্মৃতি বিজড়িত মসজিদ - কেলোকা সম্পর্কে আপনার শৈশবের অনুভূতি গুলো আমাদের সাথে শেয়ার করেছেন, খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

Feedback / Observation
ভুল বানানঃ নাই। 🙂
অনুপস্থিত শব্দ(Missing Word): 🙂
ভাষার গরমিলঃ নাই। 🙂
Regards
@md-sajalislam (Moderator)
Steem For Tradition