ঐতিহ্যবাহী ফুটবল বিশ্বকাপের কিছু স্মৃতি || ২০২২ ফুটবল বিশ্বকাপ
ফুটবল বিশ্বকাপ মানেই গ্যালারিজুড়ে অসংখ্য দর্শক, দুর্দান্ত গোল, টান টান উত্তেজনা আর রোমঞ্চকর ম্যাচের সাক্ষী হওয়া। ঐতিহ্যবাহী ফুটবল বিশ্বকাপের যাত্রা শুরু হয় ১৯৩০ সালে।
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী খ্যাত ফুটবল বিশ্বকাপের ২২তম আসর ছিল ২০২২ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ, যা কাতারে অনুষ্ঠিত হয়েছিল। এক মাস আমরা ফুটবল উন্মাদনায় মেতে ছিলাম। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হওয়া ফুটবল বিশ্বকাপের কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।
কাতার ফুটবল বিশ্বকাপের সেরা ম্যাচ এবং ফুটবল ইতিহাসের সেরা অঘটনের ম্যাচ ছিল এটি। আর্জেন্টিনা ছিল ২২'বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল। কেউ কল্পনা করতে পারেননি যে আর্জেন্টিনা দল সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে পরাজয় বরণ করবে। ফুটবল যে কতটা অনিশ্চয়তার খেলা আর্জেন্টিনা বনাম সৌদি আরব ম্যাচ তারই প্রমাণ। এটা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা আপসেটগুলোর একটি।
২০২২ বিশ্বকাপ ছিল সেরা অঘটনের বিশ্বকাপ। অন্যান্য বিশ্বকাপের তুলনায় এ বিশ্বকাপে অঘটন ছিল অনেক বেশি। মোটামুটি সহজ প্রতিপক্ষ থাকা সত্ত্বেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় ইউরোপের দুই পরাশক্তি বেলজিয়াম এবং জার্মানিকে। এর ফলে দু' দলের সমর্থকরাই চরম হতাশ ছিলেন। শুরুতেই দুটো দলের বিদায়ে ফুটবল বিশ্বকাপের জৌলুস কিছুটা হলেও কমেছে।
কাতার বিশ্বকাপে মহিমান্বিত ইতিহাসের সাক্ষী হয়েছে মরক্কো ফুটবল দল এবং আফ্রিকান ফুটবল পৌঁছে গিয়েছে অনন্য উচ্চতায়। প্রথমবারের মত বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানো দলটিকে আলাদাভাবে কৃতিত্ব দিতে হয়। মরক্কোর আশরাফ হাকিমি, হাকিম জিয়েশের মত অনেক প্রতিভাবান খেলোয়াড়ের জাদুকরী ফুটবল সম্পর্কে অবগত হয়েছে ফুটবল বিশ্ব।
প্রায় প্রতি বিশ্বকাপে ব্রাজিলের কেউ না কেউ সেরার তালিকায় থাকে, কাতার বিশ্বকাপেও এর ব্যতিক্রম হয়নি। সার্বিয়ার বিপক্ষে অসাধারণ দক্ষতায় রিচার্লিসন যে গোলটি করেন তা ভোটের মাধ্যমে ২০২২ বিশ্বকাপের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়।
"আর্জেন্টিনা বনাম ফ্রান্স" এর মধ্যকার ফাইনাল ম্যাচ ছিল বিশ্বকাপ ইতিহাসের সব থেকে নাটকীয় এবং শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচ। মেসি আর এমবাপের দ্বৈরথ ছিল দারুণ উপভোগ্য। টান টান উত্তেজনাকর ম্যাচটি ৩-৩ গোলে ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেও মেসির আর্জেন্টিনার জয় জয়কার। এদিন মেসিকে আটকানোর ক্ষমতা হয়নি ফ্রান্স গোলকিপারের, এই কিংবদন্তি ফুটবলারের একটাই কমতি ছিল আর তা হল ফুটবল বিশ্বকাপ, অবশেষে সেটাও ঘরে তুললেন নিজ দক্ষতায়। থ্রিলারে পরিপূর্ণ ছিল এবারের ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।
উপরের মুহূর্তগুলো ছাড়াও বিশ্বকাপ ফুটবলের আরো অনেক সেরা মুহূর্ত আছে। তবে এবারের ফুটবল বিশ্বকাপ আগের আসরগুলোর তুলনায় বেশি অঘটন আর রোমাঞ্চের জন্ম দিয়েছে। দলগুলোর মধ্যে ব্যবধান অনেকটাই কমে এসেছে, যার কারণে বড় দলগুলোকেও গ্রুপ পর্বের বাধা অতিক্রম করতে হিমশিম খেতে হচ্ছে। সব মিলিয়ে ২০২২ ফুটবল বিশ্বকাপ চরম উপভোগ্য ছিল।
কাতার বিশ্বকাপ খেলায় প্রথম চমক ছিলো, সৌদি আরব এর কাছে আর্জেন্টিনার হার, তবে সেই আর্জেন্টিনা কাপ নিয়েছে সেটা ইতিহাস তৈরি করেছে। যদিও ব্রাজিল সার্পোটার ছিলাম, তবু আর্জেন্টিনার জয় এ আনন্দ পেয়েছি, অনেক টুল এর শিকার ও হতে হয়েছে, অনেক সুন্দর পোস্ট করছেন ভাই
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ভাই
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
😏ব্রাজিল যে হেরে গেছিলো সেটা তো বললেন না 🤣🤣🤣যাক সুন্দর লিখছেন
হুম, হেরে গিয়েছিল ব্রাজিল। তবে এগুলো সেরা মুহূর্ত।
🙄কষ্টের মুহুর্ত লেখা উচিত ছিলো
রিচাল্লিসন এর সেই গোলটি ভাই আসলেই খুব মনোমুগ্ধকর। আর কে ভেবেছিল যে মরক্কো এত দূরে যাবে ।খুব ভালো লেগেছে আপনার পোস্টটি ধন্যবাদ আপনাকে।
সুন্দর বলেছেন ভাই। মরক্কোর খেলায় সবাই মুগ্ধ হয়েছিল। ধন্যবাদ।
ঐতিহ্য বাহী ফুটবল খেলা নিয়ে অনেক সুন্দর উপস্থাপন করেছেন। আসাধারন হয়েছে পোস্টি। ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ভাই
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
Hello, friend!
This post has been upvoted by the Steemgoon curation team.
Thank you for sharing content and contributing to the STEEM blockchain.
Please support us @steemgoon.witnez as one of your witness votes, you will get daily steem rewards and upvoted.
খেলার সম্পর্কে অনেক সুন্দর কথা বলেছেন ভাইয়া আমার ফুটবল খেলা দেখতে অনেক ভালোলাগে এবং আমি এই কাতার বিশ্বকাপে অনেক মজা করেছি। আমার দল বিজয়ী হয়েছেন আমি এতে মহা খুশি
ধন্যবাদ ভাই।
ফুটবল খেলা নিয়ে অসাধারণ লেখছেন আপনি,এবারের খেলাই ইতিহাস করছে আর্জেন্টিনা বনাম ফ্রান্স এটা আমার জানা মতে বলছি,খুব সুন্দর একটা পোস্ট উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে
বিশ্বকাপ খেলা নিয়ে সুন্দর একটি পোস্ট উপহার দিয়েছেন আপনি। কিন্তু ফাইনাল খেলার দিনে অনেক বেশি টেনশনে ছিলাম।
হুম ফাইনাল খেলাটা সেরা ছিল, সবাই টেনশনে ছিল। ধন্যবাদ।