পার্বতীপুরের ঐতিহ্যবাহী রেলওয়ে টার্ন টেবিল এবং ওয়াটার ট্যাংক

in Steem For Tradition2 years ago

আসসালামুআলাইকুম। আজ আমি "পার্বতীপুর" শহরের দুটি ঐতিহ্যবাহী স্থাপনার চিত্র আপনাদের সামনে তুলে ধরব। দুটি স্থাপনাই পার্বতীপুর উপজেলার রহমতনগর রেলওয়ে কলোনিতে অবস্থিত। এই দুটি স্থাপনাই অনেক দিন আগের।

Picsart_23-01-11_13-55-44-585.jpg

বাংলাদেশের পার্বতীপুর উপজেলায় যে ব্রিটিশদের আধিপত্য ছিল, এখানকার রেলওয়ে স্থাপনাগুলোই তার প্রমাণ। মূলত এই অঞ্চল দিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার গতিশীল রেল যোগাযোগ ব্যবস্থার প্রসার ঘটেছে। পার্বতীপুর থেকে বেশ কিছু ইন্ডিয়ান বর্ডারের দূরত্ব খুব কম।

আর এ অঞ্চলে রেলওয়ে যোগাযোগ ব্যবস্থার প্রসার ঘটার অন্যতম কারণ হল ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থাকে আরো সহজ এবং গতিশীল করে তুলেছে এই অঞ্চলের রেলওয়ে নেটওয়ার্ক । পার্বতীপুর রেলওয়ে স্টেশনের ভিত্তি নির্মিত হয়েছিল ব্রিটিশদের সময়, যা আজও টিকে আছে।


ঐতিহ্যবাহী রেলওয়ে টার্ন টেবিল


20230111_131632.jpg
Location

রহমতনগর রেলওয়ে কলোনীর বহুল পরিচিত একটি স্থাপনা হল রেলওয়ে টার্ন টেবিল। গুগল ম্যাপেও এই টার্ন টেবিলের বেশ ভালো একটি ভিউ পাবেন। এগুলো ব্রিটিশ আমলের তৈরি।

20230111_131741.jpg

লোকোমোটিভ উল্টো হয়ে আসলে টার্ন টেবিলের মাধ্যমে ঘুরিয়ে সোজা করা হয়। যুগ যুগ ধরে এই রেলওয়ে টার্ন টেবিল ব্যবস্থার মাধ্যমে উল্টো হয়ে আসা লোকোমোটিভ ঠিক করা হয়। বর্তমানে এই টার্ন টেবিলটি সংস্কারের কাজ চলছে।


ঐতিহ্যবাহী পানির ট্যাংক


20230111_132018.jpg
Location

রহমতনগরের আরেকটি ঐতিহ্যবাহী স্থাপনা হল পানির ট্যাংক। পানির ট্যাংকটিও ব্রিটিশ আমলে তৈরি। আমি ছোটবেলা থেকেই এই পানির ট্যাংক দেখে আসছি। এর গায়ে ইংরেজিতে CALCUTTA এবং আরো কিছু ডিটেইলস লেখা আছে। হতে পারে দেশ ভাগের আগে আমাদের পার্বতীপুর শহর কলকাতার অংশ ছিল।

20230111_132039.jpg

পার্বতীপুর থেকে কলকাতার দূরত্ব প্রায় ৪৭২ কিলোমিটার। এছাড়া কলকাতা ভারতের অংশ হলেও এখানকার অধিকাংশ মানুষ বাংলায় কথা বলেন। রহমতনগর রেলওয়ে কলোনিতে বসবাসরত মানুষের কাছে পানির অন্যতম উৎস হল এই পানির ট্যাংক, যা এই এলাকার মানুষের পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


20230111_132110.jpg20230111_131909.jpg

আজ আমাদের পার্বতীপুর শহরের এ দুটি ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে যতটুক জানি তা শেয়ার করেছি। আশা করি পরবর্তীতে আমাদের শহরের আরো বেশ কিছু ঐতিহ্যবাহী স্থাপনা সম্পর্কিত তথ্য শেয়ার করবো। ধন্যবাদ, সবাইকে।

Sort:  
 2 years ago 

আমাদের প্রত্যেকের উচিত মাঝে মাঝে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানগুলো ঘুরে দেখা, এতে জ্ঞান বৃদ্ধির পাশাপাশি মনে তৃপ্তিও আসবে, ধন্যবাদ সুন্দর উপস্থাপনার মাধ্যমে সুন্দর জায়গার পরিচয় করিয়ে দেওয়ার জন্য ।

 2 years ago 

সুন্দর বলেছেন ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 
CategoryYes ✅ / No ❌
Club StatusClub75 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

 2 years ago 

ওয়াও! বস সুন্দর ছবি তুলেছেন আপনি। অস্থির একটি পোস্ট করেছেন আপনি আমাদের মাঝে। দারুণ হয়েছে আপনার লেখাগুলো। ধন্যবাদ

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ছবি গুলা ওনেক সুন্দর হয়েছে ভাই,, আপনার জন্য সুভ কামনা রইলো

 2 years ago 

ধন্যবাদ। আপনার জন্য দোয়া রইলো।

 2 years ago 

চমৎকার লাগল আপনার এই পোস্ট। সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাই। তবে ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগল। 🥰

 2 years ago 

ধন্যবাদ ভাই।

 2 years ago 

যোগাযোগ ব্যবস্থার একটি অন্যতম উদাহরণ হলো রেল যোগাযোগ। ঐতিহাসিক রেল যোগাযোগ ব্যাবস্থাটি ভালো লাগলো।

 2 years ago 

অনেক সুন্দর ভাবে তথ্যগুলো সাজিয়ে গুছিয়ে লিখেছেন। আমার অনেক কিছু অজানা ছিল যা আপনার পোস্টটি থেকে জানতে পারলাম।আপনার পোস্ট পড়ে আমি অনেক কিছু জানতে পারলাম।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।

 2 years ago 

পার্বতীপুর রেলওয়ে স্টেশনে দুটি ঐতিহ্যবাহী স্থাপন নিয়ে অনেক সুন্দর পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাই। যদি আমাদের জানা নেই এই দুটি স্থাপন নিয়ে ঐতিহ্যবাহী।

 2 years ago 

আমি চেষ্টা করেছি এগুলো সম্পর্কে যতটুকু জানি তা শেয়ার করার। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।

 2 years ago 

আপনার পোস্টটি দেখে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল ভাই।এই জিনিসগুলো ইতিহাসের সাক্ষী হয়ে আছে। অসাধারণ লিখেছেন ভাই।শুভকামনা রইল এগিয়ে যান।

 2 years ago 

ধন্যবাদ, ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57613.91
ETH 2390.20
USDT 1.00
SBD 2.43