খোলাহাটির সেরা রেস্টুরেন্ট- ক্যাফে খোলাহাটি || রেস্টুরেন্ট রিভিউ

in Steem For Tradition3 months ago (edited)

20230211_205753.jpg

গত মাসের শুরুর দিকে বন্ধুদের সাথে খোলাহাটির সব থেকে সেরা "ক্যাফে খোলাহাটি" রেস্টুরেন্টে গিয়েছিলাম। প্রথমবারের মত এই রেস্টুরেন্টে গিয়ে বেশ অবাক হয়েছিলাম। কারণ এরকম রেস্টুরেন্ট পার্বতীপুর বা এর কাছাকাছি আগে কোথাও দেখিনি। আজ খোলাহাটির এই বিখ্যাত রেস্টুরেন্টের রিভিউ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।

একদিন সন্ধ্যায় বন্ধুরা মিলে ভ্যানে করে পার্বতীপুরের এক আবাসিক এলাকা থেকে যাত্রা শুরু করেছিলাম। আমাদের সুনির্দিষ্ট কোন গন্তব্য ছিল না। আমরা কোথায় ঘুরতে যাচ্ছি?- আমার এক বন্ধুর এরকম প্রশ্নে আরেক বন্ধু উত্তর দিল যে, আমরা আজ খোলাহাটি যাব। "যেই কথা সেই কাজ"-আমরা ভ্যান ড্রাইভারকে বললাম, আমরা খোলাহাটি যাবো। ভ্যান ড্রাইভার ছিলেন আমাদের বেশ পরিচিত। হঠাৎ করে খোলাহাটি যাওয়ার কথা শুনে তিনি হয়ত কিছুটা অবাক ছিলেন, তবে বিরক্ত মনে হয়নি।

পার্বতীপুর থেকে খোলাহাটির দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। সন্ধ্যায় ভ্যানে করে খোলাহাটি যাওয়ার মুহূর্তগুলো ছিল খুব মজার। যাত্রাপথে বন্ধুদের সাথে হাসি-ঠাট্টায় সময় পার হয়ে গেছে। রাত ৮.৩০ এর পর আমরা খোলাহাটি পৌঁছাই। এরপর আমরা নাস্তা করার জন্য খোলাহাটি ক্যাফেতে গিয়েছিলাম।

20230211_212611.jpg
রেস্টুরেন্টে ওঠার সিঁড়ি
20230211_212559.jpg
সিঁড়ির পাশের একটি দেয়াল

খোলাহাটি ক্যাফেতে প্রবেশের পর এর সাজসজ্জা দেখে একটু বড়লোক বড়লোক ভাব চলে এসেছিল আমার মধ্যে। "ক্যাফে খোলাহাটি" এতটা সুন্দর হবে তা কখনো কল্পনা করিনি। পুরো রেস্টুরেন্ট ছিল দারুণভাবে সাজানো, আর রেস্টুরেন্টের দেয়ালগুলোতে ছিল চমৎকার কিছু পেইন্টিং। এত সুন্দর রেস্টুরেন্ট হওয়া সত্ত্বেও এখানে তেমন কোন ভিড় ছিল না, এটার কারণ আমার জানা নেই।


রেস্টুরেন্টের অভ্যন্তরভাগের কিছু ছবি


20230211_204317.jpg

IMG-20230211-WA0009.jpg

20230211_204048.jpg

20230211_204109.jpg

20230211_204006.jpg

20230211_204114.jpg

20230211_205746.jpg

20230211_211459.jpg

20230211_211517.jpg

20230211_211658.jpg

তবে আমি সিউর, পার্বতীপুরে যদি এরকম টাইপের কোন রেস্টুরেন্ট থাকে তাহলে মানুষ রেস্টুরেন্টে না খেলেও, অন্তত এর সৌন্দর্য আর এসির বাতাস খাওয়ার জন্য দিনে একবার হলেও আসবে, একটু মজা করলাম আরকি। শুনেছিলাম এই রেস্টুরেন্ট আর্মিদের তত্ত্বাবধানে পরিচালিত। দেয়ালেও রেস্টুরেন্ট উদ্বোধনের সময় আর্মিদের কিছু ছবি সাজানো ছিল।

20230211_210249.jpg

একটু পর আমার বন্ধু দুটি বার্গার এবং দুটি কফি অর্ডার করেছিল। বার্গার আর কফি কোনোটির দাম আমার মনে নেই, কারণ আমার বন্ধু ট্রিট দিয়েছিল। আমি বার্গার খেয়েছিলাম। বেশ ভালোই ছিল বার্গার খেতে, তবে রেস্টুরেন্টের ভিউ থেকে ভালো নয়। আমার মতে রেস্টুরেন্ট অনুযায়ী বার্গারের মান আরেকটু ভালো হওয়া উচিত ছিল।

IMG-20230309-WA0006.jpg

পরিশেষে বলব পরিবেশ এবং অভ্যন্তরীণ সাজসজ্জার দিক দিয়ে খোলাহাটি ক্যাফে সত্যিই দারুণ একটি রেস্টুরেন্ট। অভ্যন্তরীণ সৌন্দর্যের জন্য একে ফুল মার্কস দিতে হবে। ফ্যামিলি কিংবা বন্ধুবান্ধব নিয়ে এরকম সুন্দর একটি রেস্টুরেন্টে খেতে যে কারো ভালো লাগবে। আমি শুধু এই রেস্টুরেন্টের বার্গার টেস্ট করেছি, তাই এখানকার অন্যান্য খাবার কেমন- তা জানা নেই। তবে মান ভালো হওয়ার কথা।

  • ডিভাইস- স্যামসাং এস ২১ আল্ট্রা
  • লোকেশন- MX4J+5V Kholahati
Sort:  
 3 months ago 
ক্যাফে খোলাহাটি

আমি এই ক্যাফে খোলাহাটিতে মোট তিন বার গিয়েছি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। আমরাও রাতে যেতাম। দিনের যাওয়ার সময় হয়ে উঠে না। ক্যাফে খোলাহাটি অনেক সুন্দর পরিপাটি প্রতিটি কারুকাজ। ক্যাফে খোলাহাটিতে গেলেই হঠাৎ ভালা লাগা কাজ করে। ক্যাফে খোলাহাটি পরিচালনা আর্মিরা নিজেই। একদিন হঠাৎ পরিচিত একজন আর্মির সাথে দেখা হওয়াতে তিনিই জানালেন এই তথ্য। আরো বললেন ইনডোরের যাবতীয় কারুকাজ আর্মিদের বিভিন্ন ইউনিটের সৈনিক বা অন্যান্য পদে যারা কর্মরত আছেন তারা করেছেন। আমরা শুনে আসলেই অবাক না হয়ে পারিনি। সেখানকার খাবারের মানও খুব ভালো। তিন দিনে ভিন্ন খাবারের অর্ডার দিয়েছিলাম তো খাবারের মান ভালই লেগেছে আমার কাছে। তাদের পরিবেশন অসাধারণ সুন্দর লাগে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার উপস্থাপনা অনেক ভালো হয়েছে।

ক্যাফে খোলাহাটি নিয়ে আপনি সুন্দর একটি পোস্ট করেছেন
 2 months ago 

ধন্যবাদ, সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

অসাধারণ কারুকাজ দিয়ে সজ্জিত করা হয়েছে খোলাহাটির রেস্টুরেন্ট, অনেক সুন্দর পরিপাটি করে প্রতিটি কারুকাজ। এতো সুন্দর রেস্টুরেন্ট খোলাহাটিতে আছে, দেখে অনেক ভালো লাগলো ভাই, কখনো সুযোগ হলে অবশ্যই যাবো। এরকম রেস্টুরেন্টে খাবার জন্য না হলেও মানুষ সৌন্দর্য দেখতে যাবে। এখন আধুনিক যুগ, তাই মানুষের প্রথম পছন্দ হয়ে দাঁড়িয়েছে বিলাসিতা। তাই মানুষ দাম বেশি হলেও ভালো কিছু খাওয়ার জন্য এসব রেস্টুরেন্টে যায় এবং এসির ভিতর বসে তৃপ্তি নিয়ে সৌন্দর্য উপভোগ করে এবং খাবার খায়। আপনি অনেক সুন্দর উপস্থাপন করছেন ভাই। রেস্টুরেন্টের সৌন্দর্য উপভোগ করার জন্য হলেও এখানে যাওয়া দরকার। বার্গার দেখে তো খেতে ইচ্ছে করছে। অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর রেস্টুরেন্টের রিভিউ শেয়ার করার জন্য।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।

Loading...
 3 months ago 

খোলাহাটির সেরা রেস্টুরেন্ট বা ক্যাফে নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন। আপনার পোস্টির মাধ্যমে খোলাহাটির সেরা রেস্টুরেন্ট সম্পর্কে আজকে প্রথম দেখলাম ও জানতে পারলাম। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন ভাই। বলতে গেলে আপনার পোস্টি দেখে আমার অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাই অনেক সুন্দর সুন্দর পোস্ট করার জন্য।

 2 months ago 

আরো সুন্দর পোস্ট করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

খোলাহাটি ক্যাফে সম্পর্কে আজকে প্রথম জানতে পারলাম।খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। আসলেই বন্ধুদের সাথে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন মনে হচ্ছে।ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 2 months ago 

ধন্যবাদ ভাই।

 3 months ago 

ক্যাপের ডিজাইন আমার মতে একদম পারফেক্ট ছিলো ভাইয়া।আর ভিতরে কে এফসি এর মত ডিজাইন আরো মন কাড়ে। ছবিগুলো অনেক সুন্দর তুলেছেন ভাইয়া। আজকে বিকালেই ঘুরতে জাবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ এই ক্যাফে নিয়ে লেখার জন্য।

 2 months ago 

আরো সুন্দর ছবি তোলার চেষ্টা করব, ধন্যবাদ।

 3 months ago 

খোলাহাটি রেস্টুরেন্টের ভেতরের জায়গাটুকু অনেক পরিপাটি এবং পরিছন্ন। আর ভেতরের ইন্টেরিয়র ডিজাইনও বেশ চমৎকার হয়েছে। যেহেতু আমি এই রেস্টুরেন্ট থেকে কখনো কিছু খাইনি তাই খাবার সম্পর্কে কিছু বলতে পারব না তবে রেস্টুরেন্টের পরিবেশ আমার বেশ পছন্দ হয়েছে।

 2 months ago 

ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 months ago 

বন্ধুদের নিয়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আপনার পোস্ট কোয়ালিটি গুলো দেখে সত্যি বরাবরই আমি মুগ্ধ হয়ে যাই। অনেক ভালো সময় কাটিয়েছেন আপনি।রেস্টুরেন্ট রিভিউ সত্যি অনেক ভালো লাগলো। শুভকামনা রইল ভাই

 2 months ago 

ধন্যবাদ ভাই।

 3 months ago 

আপনি খুব সুন্দর করে রেস্টুরেন্টের কথা উপাস্থপনা করেছেন ভাই। খোলাহাটিতে গেছিলাম কয়েকবার। তবে রেস্টুরেন্টে ভিতর যাওয়া হয় নি। তবে এই বার ভিতরে ঢুকবো। ইনশাআল্লাহ।

 2 months ago 

ইনশাআল্লাহ্‌।

 3 months ago 

খোলাহাটি রেস্টুরেন্টের অনেক নাম শুনছি ভাই কিন্তু কখনো ভাবতে পারি নাই এতো সুন্দর একটা রেস্টুরেন্টে, আপনার প্রতিটা ছবি আমাকে মুগ্ধ করছে ভাই। আপনি প্রতিটা ছবি অনেক সুন্দর ভাবে তুলছেন, এই রেস্টুরেন্টে যাওয়ার অনেক আশা আমার তবে যাওয়ার জন্য চেস্টা করবো ভাই। খাবার গুলো দেখেও খুব ভালো লাগলো, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

খোলাহাটির এই বিখ্যাত ক্যাফে নিয়ে অসাধারণ লিখেছেন। যদিও কখনো এই ক্যাফেতে যাওয়া হয়নি।আপনার ওই ক্যাফে অব্দি যাওয়ার এবং তার পরের অনুভূতিগুলো আমাদের সাথে অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আপনার ফটোগ্রাফি গুলো থেকেই বোঝা যাচ্ছে যে এই ক্যাফের পরিবেশ বেশ পরিচ্ছন্ন এবং মনোরম। দেয়ালে বিভিন্ন ধরনের কারু কাজগুলো বেশ সুন্দর। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

একদিন ঘুরে আসবেন এই রেস্টুরেন্ট। ধন্যবাদ

 3 months ago 

খোলাহাটির সেরা রেস্টুরেন্ট- ক্যাফে খোলাহাটি নিয়ে রিভিউ পোস্ট করছেন অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। খোলাহাটিতে এত সুন্দর রেস্টুরেন্ট ও ক্যাফে হয়েছে তা আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে। পার্বতীপুর এমন রেস্টুরেন্ট বা ক্যাফে এখন পর্যন্ত চোখে পড়ে নি। অনেক সুন্দর করে সজ্জিত করা হয়ছে।

 2 months ago 

ধন্যবাদ।

 3 months ago 

আমি অনেক এর কাছে শুনেছি খোলাহাটির এই ্য্্য্র্য্্য্্য্্য্র্য্্য্য্্য্্য্্য্্য্র্য্্য্্য্্য্র্য্্য্য্্য্্
রেস্টুরেন্ট নাকি অনেক সুন্দর এবং অনেক মনোমুগ্ধকর পরিবেশ রয়েছে এবং এখানে খুব স্বল্প দরে ভালো মানের সুস্বাদু খাবার পাওয়া যায়। আমার খুব ইচ্ছা এই রেস্টুরেন্ট গিয়ে খাওয়া এবং সময় কাটানোর।

 2 months ago 

অবশ্যই একবার গিয়ে সময় কাটাতে পারেন। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.08
JST 0.023
BTC 27266.17
ETH 1843.42
USDT 1.00
SBD 2.27